আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমাদের বাংলাদেশে যত ধরনের ফুল আছে তার মধ্যে মাধবীলতা ফুল অন্যতম একটি আকর্ষণীয় ও সৌন্দর্য বৃদ্ধিকারী ফুল। অপরূপ সুন্দর ও আকর্ষণীয় এই ফুলের বিভিন্ন ধরনের জাত পাওয়া যায় আমাদের দেশে।মাধবীলতা ফুলগুলো সাধারণত লাল,সাদা, হালকা কমলা মিশানো রংয়ের হয়ে থাকে। স্নিগ্ধ মায়াবী এই ফুলটি বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেই দেখা যায় । প্রায় সকল মানুষের পছন্দের ফুল মাধবীলতা। মানুষেরা বাড়ির সৌন্দর্য ও শোভা বৃদ্ধির জন্য মাধবীলতা ফুল বাড়ির আঙিনায় লাগিয়ে থাকে।মনের রঙের সাথে মাধবীর ভাব প্রকাশের তুলনা হয় না।
একটি সময় ছিল বাংলাদেশে এই ফুলটি খুবই কম পাওয়া যেত। গুটিকয়েক বাড়ির আঙিনায় দেখা যেতো এ সৌন্দর্য ঘেরা ফুলটি। বর্তমানে এদেশে অধিকাংশ বাড়িতেই দেখা যায় মাধবীলতা ফুল। মাধবী বৃক্ষরোহি লতা এবং এটি একটি দীর্ঘ জীবি গাছ। এটির লতার মতো ছোট ছোট ডাল এবং ঝোপঝাড় হয়ে থাকে।
এই ফুলটির এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়ে থাকে। মাধবীলতা ফুলের অন্যান্য নাম গুলোর মধ্যে প্রসিদ্ধ নামগুলো হলো :মাধবিকা,মন্ডুপ,কামী,মাধবী কামুক নামেঅঞ্চল ভেদে পরিচিত।এই গাছটা যখন জন্ম নেয়, তখন তার লতা গুলো খুবই চিকন থাকে। এবং ধিরে ধিরে যখন বয়স বাড়তে থাকে তখন লতা গুলো মোটা হয় । এই লতাগুলো মোটা হয়ে ডালার মতো পরিণত হয়ে থাকে । এই গাছটি মূলত আমার লাগানো এবং নিজ থেকে একদম বাড়ি স্বাদ পর্যন্ত তুলে দেওয়া যাতে করে ফুল ধরলে এর সৌন্দর্য উপভোগ করতে পারে।
আজকে এই পর্যন্ত শেষ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পোস্টে।
ধন্যবাদ
আমারও পছন্দের অন্যতম একটি সেরা ফুল মাধবীলতা। এই ফুলগুলো দেখলেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ফুলগুলো বাড়ির আঙিনায় যখন ফুটে থাকে বাড়ির সৌন্দর্য হাজারগুন বাড়িয়ে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit