Chili Garlic Noodles recipe

in hive-170554 •  7 months ago 

20240625_192050.jpg

হ্যালো সবাইকে

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন । আজকে আমি আপনাদের সাথে খুব সহজ এবং খুব মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা হল চিলি গার্লিক নুডুলস । খুব কম মানুষই আছে যে নুডুলস পছন্দ করে না । অনেকে পছন্দ করলেও বানানোর ঝামেলার জন্য বানিয়ে খেতে চান না। কিন্তু এই রেসিপিটা খুব অল্প উপকরণে তৈরি করা যায় যা আপনি খুব সহজেই বানিয়ে খেতে পারবেন । যারা আমার মত ঝালখোর তাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে ।এখন চলে যাব রেসিপি তৈরীর পর্যায়ে।

প্রয়োজনীয় উপকরণঃ

নামপরিমান
ম্যাগি নুডুলস২প্যাকেট
রসুন কুচি১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি১/২ টেবিল চামচ
চিলি ফ্লেক্স১ টেবিল চামচ
সয়া সস১ টেবিল চামচ
টমেটো সস১ টেবিল চামচ
চিনি১ টেবিল চামচ
তেল১ টেবিল চামচ

প্রস্তুত পদ্ধতি

রেসিপিটি করতে আমার যা যা লাগবে :
20240625_173959.jpg
20240625_174339.jpg
20240625_194359.jpg

প্রথম ধাপ

20240625_173936.jpg
20240625_174041.jpg

প্রথমে একটি স্পেশাল সস বানিয়ে নিচ্ছি । একটি বাটিতে এক টেবিল চামচ সয়া সস, এক টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ।

দ্বিতীয় ধাপ

20240625_191318.jpg
20240625_191431.jpg

তারপর একটি কড়াই চুলায় বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব । পানি ফুটে উঠলে তাতে নুডুলস গুলো দিয়ে দুই মিনিট সিদ্ধ করে নেব । এরপর সিদ্ধ নুডুলসগুলো একটি ছাঁকনিতে নিয়ে পানি ঝরিয়ে নিব ।

তৃতীয় ধাপ

Untitled design (2).png

এখন একটি প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে দিব । তেল গরম হয়ে আসলে এতে রসুন কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব । ভাজা হয়ে গেলে এতে পূর্বের বানানো সেই স্পেশাল সসটি দিয়ে দিব এবং ভালোভাবে কষিয়ে নেব । তারপর এতে নুডুলসের মসলা এবং চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ।

Untitled design (3).png

এখন সিদ্ধ নুডুলস গুলো দিয়ে দেব | নুডুলস গুলো মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব ।ব্যাস হয়ে গেল খুব মজাদার চিলি গার্লিক নুডুলস । আপনারা চাইলে সাদা তিল ও ধনেপাতা কুচি দিয়ে নুডুলসটি পরিবেশন করতে পারেন ।দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই রেসিপিটি ।আমার কাছে এই চিলি গার্লিক নুডুলসটি খুব ভালো লাগে । আমি প্রায়ই সকালে বা বিকেলের নাস্তা হিসেবে রেসিপিটি তৈরি করে খাই ।আপনারাও এই রেসিপিটি একটিবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন | আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ।আর হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটি তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন । ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পোস্টটি পড়ার জন্য।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP4p9WPkUtqvtaVdAXaS8YSmTQKVNqRhQ7Dba45ePYUZB8rZssFGsCfEURJdk5uvWr773QEARNn.png

আমার পোস্ট পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...