সেরা প্রেজেন্টেশন দেয়ার কিছু কার্যকরী টিপস....

in hive-170554 •  3 months ago  (edited)

আসসালামু আলাইকুম স্টিম ফর বাংলাদেশ সদস্যবৃন্দ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের শিক্ষাজীবন ও কর্মজীবনে প্রায় সময়ই কম বেশি সবারই প্রেজেন্টেশন দিতে হয়। আজকে আমি আপনাদের সাথে সেরা প্রেজেন্টেশন দেয়ার কিছু কৌশল শেয়ার করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন এবং ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

pp3.jpg

আকর্ষণীয় স্লাইড তৈরি করাঃ সর্বপ্রথম কাজ হচ্ছে নির্বাচিত বিষয়বস্তু নিয়ে পড়াশোনা শুরু করা। তারপর সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য নোট করে খাতায় লিখে রাখা। তারপর গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে বুলেট পয়েন্ট আকারে স্লাইড তৈরি করা। স্লাইডে যত বেশি পারেন চিত্র যুক্ত করবেন। এইটা স্লাইডকে বেশি আকর্ষণীয় করে তুলে।
এইভাবে ১০-১৫ স্লাইডের প্রেজেন্টেশন তৈরি করেন।

অডিয়েন্স এবং আকর্ষণীয় শুরুঃ আপনার মূল উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্স প্রভাবিত করা। তাই শুরুতে গতানুগতিক 'Welcome' বা 'Good morning' না বলে ভিন্ন কিছু শুরু করতে পারেন যেমন কোনো গল্প দিয়ে শুরু করতে পারেন বা কোনো প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অডিয়েন্সের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং সাবলীলভাবে কথা বলতে হবে। কথা বলার সময় হুম,আআ এই ধ্বনিগুলো খুবই বিরক্তিকর শুনায়।

pp2.jpg

অঙ্গভঙ্গিঃ অঙ্গভঙ্গী খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি প্রেজেন্টেশনের সময় রোবটের মতো না দাড়িয়ে থেকে একটা ডানে বামে সরে প্রেজেন্টেশন দিলে বেশি সুন্দর দেখায়। প্রয়োজন অনুযায়ী হাত নাড়ালে বিষয়টি আরো সুন্দর দেখায়।
শেষে অডিয়েন্সের প্রশ্ন থাকলে তা সুন্দর করে উত্তর দিয়ে 'Thank you' বা অন্য কিছু বলে সুন্দরভাবে বলে প্রেজেন্টেশন শেষ করে দিন। আশা করি এইভাবে প্রেজেন্টেশন দিলে অডিয়েন্স অবশ্যই মুগ্ধ হবে।

পূর্বপ্রস্তুতিঃ সেরা প্রেজেন্টেশন দিতে চাইলে সবচেয়ে জরুরি পূর্বপ্রস্তুতি। যে যত ভালো পূর্বপ্রস্তুতি নিবে তার প্রেজেন্টেশন তত বেশি ভালো হওয়ার সম্ভবনা বেশি।

pp1.jpg

(আগের দিন বন্ধুর সাথে আলোচনা করছি যে কীভাবে প্রেজেন্টেশন দিলে ভালো হবে)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুভেচ্ছা @mahir4221, আমাদের কমিউনিটিতে আপনার মূল্যবান পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের কমিউনিটিতে Crypto রিলেটেড পোস্ট, thediarygame, art/drawing, Papercraft, Photography, Travel, Recipe & কমিউনিটির কনটেস্ট পোস্টগুলোকে বেশি গুরুত্ব সহকারে দেখি। কাজেই আমি আপনাকে অনুরোধ করবো এসকল পোস্টের যেগুলো আপনি পারের সেই পোস্টগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেন।

বিস্তারিত জানতে আমাদের কমিউনিটি ডিসকর্ড সার্ভারের সাথে যুক্ত হন : https://discord.gg/Yr3HKtD9S8