সকালে ঘুম ভাঙ্গল বৃষ্টির শব্দ আর মৃদু ঠান্ডা বাতাসে। চোখ খুলতে মনে আনন্দ আর চেহারা মুচকি হাসি। এই আবহাওয়ায় উঠতে মন চায় না তাই পাতলা কম্বল মুড়িয়ে আবার ৩০ মিনিটের মতো ঘুমালাম। তারপর উঠে দাঁত ব্রাশ করে ডিম ভাজা আর রাতের অবশিষ্ট খিচুড়ি দিয়ে সকালের নাস্তা শেষ করলাম।
নাস্তা শেষ করে পরতে বসলাম। কারণ আগামীকাল দুইটা ক্লাস পরীক্ষা হবে। তাই সময় নষ্ট না করে শীট ল্যাপটপ নিয়ে পড়তে বসলাম।
ঘন্টাখানেক পড়ার পর বান্ধবী কল দিয়েছে। কি করি, না করি এইটা জিজ্ঞেস করার জন্য। তখন তাকে স্টিমিট সম্পর্কে বললাম। তাকেও স্টিমিট অ্যাকাউন্ট খুলে দিবো বলে আশ্বস্ত করলাম। সে ও খুবই আগ্রহী স্টিমিট সম্পর্কে। বলল যে বাড়িতেই আসলেই আমাকে অ্যাকাউন্ট খুলে দিবি। তার সাথে কথা বলার পর একটু ঘুম ঘুম পাচ্ছিল তাই নিচে গিয়ে এক কাপ কফি খেয়ে আসলাম। কফি খেয়ে এসে দুপুরের জন্য ভাত বসালাম। তারপর ক্যান্টিন থেকে তরকারি কিনে আনলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার পড়তে বসলাম
ঘন্টাখানেক পড়ার পর অনেক ঘুম পেল। ২ ঘন্টার মতো ঘুমালাম। ঘুম থেকে উঠে গোসল করে নিচে গিয়ে এক কাপ আদা চা খেলাম। তারপর লন্ড্রি থেকে প্যান্ট নিয়ে আসলাম।
রুমে এসে আবার পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর রাতের খাবার খেলাম। তারপর স্টুডেন্টের মা কল দিলেন, ওনার সাথে ১৫-২০ মিনিট কথা বলে বাড়িতে কল দিয়ে আম্মু আর আপুর সাথে কথা বললাম। ফোনে কথা বলা শেষ করে আবার পড়তে বসলাম।পড়ার শেষ করে আজকের ডাইরি লিখলাম।ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে আমার আজকের ডাইরি পড়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ