আসসালামুআলাইকুম সবাইকে
আশা করি আপনারা সবাই এই করোনার ভয়াবহ অবস্থার মধ্যেও অনেক ভালো আছেন।আমি @haideremtiaz বাংলাদেশ থেকে আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।শুরুতেই @mdshafi ভাইকে ধন্যবাদ জানাতে চায় এতো সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।তো আমি আজকে আপনাদের সাথের আমাদের মুসলিমদের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর উদযাপন নিয়ে ভাগাভাগি করার চেষ্টা করবো।চলুন শুরু করা যাক!
ঈদুল ফিতর
প্রতিবছর মুসলিমদের দুইটি ধর্মীয় উৎসব ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়।কিন্তু করোনা মহামারী প্রার্দুরভাব বেড়ে যাওয়ার কারণে এখন আর আগের মতো এতো উৎসাহের সাথে ঈদ উদযাপিত হয়না।তবে গ্রামে এখনও ঈদের আমেজ লক্ষ্য করার মতো।যেহেতু আমি গ্রামে থাকি তো আমার ঈদুল ফিতর গ্রামেই উদযাপন করেছি আমার বন্ধ এবং পরিবারের সাথে।তো ঈদের সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি।উঠেই বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করি।দীর্ঘ এক মাস পর ঈদের দিনে খাওয়ার মজাটাই অন্যরকম।তো করোনার জন্য আমাদের এইদিকে মাঠের জামাত ৮ টার দিকে দিয়েছিল।তাড়াতাড়ি গোসল করে রেডি হলাম।রেডি হওয়ার পর অল্প সেমাই খাইলা।কারণ ঈদের নামজের আগে মিষ্টি কিছু খাওয়া সুন্নত।
https://maps.app.goo.gl/VoapNpXqLyqndheb9)
তারপর ঈদের নামজের জন্য মসজিদে গেলাম।যেহেতু করোনা মহামারী চলতেছিল, তাই মাস্ক নিয়েছিলাম।বন্ধুরা সবাই পান্জাবী পড়ে আসবে আমাকে বলেছিলো, যার কারণে আমিও পান্জাবী পড়েই ঈদের নামাজ পড়তে গেলাম।
https://maps.app.goo.gl/SYcb2RhdUAHZULYP6)
নামাজ শেষ করে দোয়া করার পর বন্ধুদের সাথে কোলাকুলি করে সবাই যার যার বাসায় চলে যায়।বাসায় আসার পর অনেককেই ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানালাম।তারপর আমাদের সাথে ঈদ করতে ফুফু আমাদের বাড়িতে আসে তার ছেলে মেয়েকে সাথে নিয়ে।ফুফুর ছেলের নাম মোবাশ্বির আর
মেয়ের নাম নোভা।
তারপর আমারা সবাই একসাথে পোলাও দিয়ে মুরগী গোশত রান্না করা তা খেলাম।সবাই একসাথে খাওয়ার মজাই অন্যরকম।
তারপর বিকালে প্রতিবছরের মতো এবারেও সবাই একসাথে আমাদের প্রাণের উচ্চ বিদ্যালয় সেখানে আড্ডা দেয় এবং ছবি তুলি একসাথে।২০১৮ এই স্কুল থেকে এস এস সি পাস করেছিলাম।স্কুলের মুহূর্তগুলো অনেক ভালো ছিল।
https://maps.app.goo.gl/Y3pk3TU8XMpio8Yp8)
আড্ডা দেওয়ার পর আমরা সবাই মিলে আমাদের এখানে বাইপাস নামে একটা জায়গা আছে সেখানে ঘুরতে যায়।
তো এই ছিল আমার ঈদ উদযাপন।বন্ধুদের সাথে ঈদ উদযাপন সত্যিই উপভোগ করার মতো।যারা করে শুধু তারাই বোঝে।
Special mention:
@mdshafi
@badsha1
@humaidi
Cc:
@steemcurator01
@steemcurator02
@steemblog
And Support us by Delegating:
20 sp 50 sp 100 sp 150 Sp 250sp 500sp
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit