Introduce myself for Achievement-1 task
আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নাম আশিক বাবু। আমার steemit id নাম @asik01 । আমি steemit এ নতুন। আমাকে এত সুন্দর একটি প্লাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আমার প্রাণ প্রিয় বন্ধু @ri03। আমি বাংলাদেশে বসবাস করি। আমার বয়স মাত্র ১৬ বছর। আমি ১০ম শ্রণিতে পড়ালেখা করি। আমি বিজ্ঞান বিভাগের ছাত্র। আমাদের বাসার সামনে একটি সরকারি উচ্চ বিদ্যালয় আছে আমি সেই স্কুলে পড়ালেখা করি। আমি যে শুধু পড়ালেখায় করি তা কিন্তু নয় পড়ালেখা পাশাপাশি আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি।
আমার সম্পর্কে বিস্তারিত
আমা নাম আশিক বাবু। আমার বাবার নাম আনিসুল ইসলাম আর আমার মায়ের নাম রুমানা আক্তার। আমাদের বাসায় আমি আমার মা আমার বাবা আর আমার ছোট ভাই থাকে। আমি ছোট একটি পরিবারে বাস করি। আমার বাবা কৃষি কাজ করে। আর্থিক ভাবে আমরা ততটাও সক্রয় নই। আমার বাবা মা আমার উপর নির্ভর করে। আমি জীবনে ভালো কিছু করতে চাই। প্রোগ্রামিং আমাকে অনেক ভালো লাগে। আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখছি। আমি html css bootstrap এবং javascript ল্যাংগুয়েজে দক্ষতা অর্জন করেছি। আমি নতুন কিছু শিখতে ভালোবাসি। শিক্ষায় আমার প্রধান সম্পদ। আমি বর্তমানে python প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখছি। শিক্ষার পাশাপাশি আমি অর্থ উপার্যন করতে চাই আমাদের পরিবারটাকে চালানোর জন্য। আমি মনে করি steemit প্লাটফর্ম থেকে আমি ভালো সফলতা অর্জন করতে পারবো।
আমার স্বপ্ন
আমার অনেক বড় স্বপ্ন আমি। আমি steemit নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছি। আমি একজন ভালো ব্লগার হতে চাই। ব্লগিং এর মাধ্যমে আমি পৃথিবীর মানুষের সামনে নতুন কিছু তুলে ধরতে চাই। আমার ব্লগ পোস্টের মাধ্যমে আমি পৃথিবীর সুন্দর্যকে পৃথিবীর মানুষের সামনে উপস্থাপত করতে চাই। ব্লগিং আমার কাছে একটি ভালো পেশা। কারণ ব্লগিং এর মাধ্যমে মানুষ নতুন কিছু শিখতে প জানতে পারে। এক মাত্র steemit প্লাটফর্ম আমাকে একজন ভালো ব্লগার হতে সাহায্য করতে পারে। আমি পুরোপুরি ভাবে steemit এর উপর নির্ভরশীল।
আমার সারাদিনের রুটিন
সারাদিনে আমি যেসকল কাজ তার কিছুটা আপনাদের সাথে সেয়ার করবো। আমি সকাল ৪ টায় ঘুম থেকে উঠে পরিষ্কার মনে নতুন কিছু করার চেষ্টা করি। কোনোদিন কিছি অঙ্কন করার চেষ্টা করি আবার কোনোদিন প্রোগ্রামিং করে নতুন সিস্টেম তৈরি করার চেষ্টা করি। সকাল ৯ টায় স্কুল যাই। স্কুলে ভালো করে পড়ালেখা করি। শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করি বন্ধুদের সাথে আড্ডা দেই। এভাবেই বিকাল ৪ টা পর্যন্তু স্কুলে কাটাই। বিকাল ৪ টায় স্কুল থেকে বাসায় এসে বিকালের খাবার খেয়ে প্রাইভেটে যাই। প্রাইভেট থেকে সন্ধা ৬ টায় বাসায় আসি। রাত ১২ টা পর্যন্তু ব্লগিং করার জন্য নতুন আইডিয়া খুঁজতে থাকি। এর পরে ব্লগ তৈরি করে রাত ১২ টায় ঘুমিয়ে পরি। প্রায় প্রতিটি দিনই আমার এভাবেই কাটে।
আমার প্রিয় জিনিস ও আমার পছন্দ
আমার পছন্দের জিনিস গুলো হলো কম্পিউটার, ল্যাপটপ ও আমার মোবাইল ফোন এছাড়াও আমি সুন্দর ফুল ফল এবং কিছু ভ্রমনিয় জায়গা আমার পছন্দের। আমাদের বাসার সামনে একটি ভ্রমনিয় জায়গা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের এখানে ভ্রমনের জন্য আসে। আমাকে এই জায়গাটা অনেক ভালো লাগে। জায়গাটির নাম হচ্ছে ভিন্ন জগৎ। আপনি যদি গুগলে "ভিন্ন জগৎ বাংলাদেশ" লিখে search দেন তাহলে আমাদে এই জায়গাটি আপনি দেখতে পারবেন। আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো বই। বই পড়তে আমি অনেক ভালোবাসিcebter
আমি আমার পরিচিতিমূলোক পোস্টে আমার সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি । কোথাও যদি কোনো প্রকার ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। কারণ মানুষ মাত্রই ভুল।