Achievement: 3 "Plagiarism" //@beer75 // 14-06-2021

in hive-172186 •  4 years ago 

div class="text-justify">



হ্যালো বন্ধুরা কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটি হল plagiarism" সম্পর্কে।plagiarism" আসলে কি এবং এটি ব্যবহার করলে কি হতে পারে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমি।

প্রশ্নঃPlagiarism কী?

উত্তরঃ

  • কোন কিছু নিজের ব্যবহার না করে অন্যের জিনিস চুরি করে তা ব্যবহার করাই হচ্ছে plagiarism।


  • বিস্তারিত আলোচনাঃ



  • আমি উপরে বলেছি যে চৌর্যবৃত্তি টা হলো নিজের না নিয়ে অন্যের কোন কিছু ব্যবহার করার মাধ্যম এটা। যেকোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, যেমন: কারো ভিডিও চুরি করা, কারো পিকচার চুরি করা, কারো গেম চুরি করা, কারো পোস্ট চুরি করা ইত্যাদি। এইসব জিনিস চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া। আবার হতে পারে কোন ওয়েবসাইট থেকে কোন একজনের অনুমতি না নিয়ে তার পোস্ট নিজের নামে চালিয়ে দেওয়া।
  • এটা এক ধরনের অপরাধ। এর বিচার হতে পারে কঠোরতম। মনে করি কারো ভিডিও লিংক চুরি করে নিয়ে নিজের ভিডিও লিংক এ পোস্ট করা। এর ফলে আসল মালিকের মালিকানা নষ্ট হয়ে যায়। আবার আসল মালিক কে এটা নিয়ে অনেক সমালোচনা সৃষ্টি হয়। আমি আবারও বলতেছি এটি একটি বড় অপরাধ। আমরা এটা থেকে বিরত থাকব।

    এটা আমাদের সকলের এড়িয়ে চলা উচিত, কেননা আমরা এটা যদি এরিয়ে না চলি , তাহলে আসল মালিক এর মালিকানা নষ্ট হয়। তাতে করে ওই মালিক আর ওই ধরনের ,যেমন: কোন ভিডিও বা কোন ভাল পোস্ট নিজে থেকে করার উদ্দীপনা হারিয়ে ফেলে। তাই আমরা এই চৌর্যবৃত্তি এড়িয়ে চলব। এর আসল মালিক কে নতুন নতুন কিছু করার উৎসাহিত করবো।

  • যেভাবে চৌর্যবৃত্তি এড়িয়ে চলা যায়,আমরা যখন কারো লিংক ব্যবহার করব তখন আমাদের উচিত ওই লিংকের আসল উৎস ব্যবহার করা।
  • যেমনটা হতে পারে, আমি যদি কোন সাইট থেকে কোন পিক ডাউনলোড করে থাকি তাহলে অবশ্যই আমার ওই সাইট থেকেই লোকেশন লিংকটাও কপি করে নিয়ে দিতে হবে। আবার আমরা যদি কারো ভিডিও যদি কপি করি তার সঠিক উৎস দিতে হবে। তাহলেই তখন থাকবে আসল মালিক এর মালিকানা। তখন আসল মালিকেরও খারাপ লাগবে না আমাদেরও খারাপ হবে না। কারণ এখানে আমরা আসল মালিকের উৎস ব্যবহার করেছি। তখন এই আসল মালিক উৎসাহিত হয়ে আমাদের জন্য আরো নতুন নতুন পোস্ট আমাদের মাঝে নিয়ে আসবে।

    বন্ধুরা, আশা করি আমার পোস্টটি আপনার ভালো ভাবে বুঝতে পেরেছেন এবং "plagiarism" কি তা সম্পর্কে জানতে পেরেছেন। আর লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন," ধন্যবাদ সবাইকে"

    Cc-
    @tarpan
    @boss75

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    Curators Note :1

    Hello @beer75,

    Congratulations! You have passed this Achievement You may now proceed to the next achievement task following the article.

    For more updates, keep following @steemitblog.

    Best Regards!!!
    @boss75

    Thanks you

    ভাই আমার Achievement-3 টা verified করে দেন।

    Cc:
    @Tarpan
    @boss75