HOPE & DESPAIR
Animals are born in the hope of survival. The child mind does not understand anything but expects food. Animals and birds are no exception. Well, there is no hope of survival of any animal? Although the ant was released into the water, he tried to cross the river in the hope of surviving. Maybe the hope of other animals is limited to just eating and living. But while there is a beginning of human hope, there is no end to despair. Every human being has different expectations. There must be some hope behind everything we do in our lives. We constantly pray to the Creator for the fulfillment of hope. No one's hopes are fulfilled in life. When someone's hopes are not fulfilled, despair begins. There is a little bit of frustration in everyone's life. Most people spend their lives in despair.
প্রানীর জন্মই হয় বেঁচে থাকার আশায়। শিশুমন কিছু না বুঝলেও খাদ্যের আশা করে । পশু পাখিরাও এর ব্যাতিক্রম নয় । আচ্ছা কোন প্রানীর বেচে থাকার আশা নেই ? পিঁপড়েকে পানিতে ছেরে দিলেও সাতরে পার হবার চেস্টা করে বাচার আশায় । হয়তো অন্য প্রানীদের আশা শুধুমাত্র খাওয়া এবং বাচার মধ্যেই সীমাবদ্ধ । কিন্তু মানুষের আশার শুরু থাকলেও শেষ নেই। প্রতিটি মানুষের আশা ভিন্ন হয় ।আমরা আমাদের জীবনে যা যা করি সব কিছুর পিছনে কোন না কোন আশা অবশ্যই থাকে । আশা পূরনের জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করি । জীবনে কারই সকল আশা পুরন হয় না । কারও কারও আশা পুরন না হলে শুরু হয় নিরাশার ।প্রত্যেকের জীবনেই সামান্য হলেও হতাশা থাকে । বেশিরভাগ মানুষই আশা নিরাশার মাঝেই সারাজীবন পার করে দেয় । কিন্তু কেউ কেউ নিরাশার অন্ধকারে ডুবে যায় ।
source of this image
But some are plunged into the darkness of despair. When our hopes are not fulfilled, we are angry with our Creator. Then it seems that the hopes of others are being fulfilled but why am I not. At some point, one's despair grows so great that one's hopes of survival are dashed. So hope is the cause of many frustrations or suicides. Whatever happens in life, hope should never be given up. Frustration only weakens people. If no hope is fulfilled, we can start weaving new hopes because there is no end to our new hopes. But the end of despair has the power to lead us to death. Many do bad things to fulfill hope. Maybe for a moment their hopes are fulfilled. But at some point in their lives, their misdeeds became a source of frustration. Everyone has limitations of hope. It is useless to expect such a beggar's luxury. Even then, if he hopes for luxury all his life, it will be the cause of extreme frustration in his life. So hope should not be given up. If there is hope, it is possible to improve a lot in life. If a student does not expect to be established, it will never happen. But hope is not always its own.
অধিক আশা পুরন না হলে সৃষ্টিকর্তার উপরেও আমাদের অভিমান হয় । তখন মনে হয় অন্যদের আশা পুরন হচ্ছে কিন্তু আমার কেন হচ্ছে না । এক পর্যায়ে কারো নিরাশা এতটা বেড়ে যায় যে, তার বেচে থাকার আশাও শেষ হয়ে যায় । তাই আশা অনেকের হতাশা বা আত্নহত্যার কারন হয়েও দারায় । জীবনে যাই ঘটে যাক , কখনো আশা ছেড়ে দেয়া উচিৎ না । হতাশা শুধুমাত্র মানুষকে দূর্বল করে দেয় । কোন আশা পুরন না হলে নতুন করে আশা বুনতে শুরু করা যায় কেননা আমাদের নতুন নতুন আশার শেষ নেই । কিন্তু হতাশার শেষ আছে সেটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়ার ক্ষমতা রাখে । আশা পূরনের জন্য অনেকে দুষ্কর্ম করে । হয়তো কিছু মুহূর্তের জন্য তাদের সেই আশা পুরন হয় । কিন্তু জীবনের একটা মুহূর্তে গিয়ে তাদের সেই দুষ্কর্ম তাদের হতাশার কারণ হয়ে দাড়ায় । প্রত্যেকের আশার সীমাবদ্ধতা থাকে। যেমন একজন ভিক্ষুকের বিলাসিতার আশা করা বৃথা । তারপরও যদি সে বিলাসিতার আশা করে সারাজীবন ,সেটা তার জীবনে চরম হতাশার কারণ হয়ে দাড়াবে । তাই বলে আশা ছেড়ে দেয়া উচিৎ নয়। আশা থাকলেই জীবনে অনেকটা উন্নতি করা সম্ভব। কোন শিক্ষার্থী যদি প্রতিষ্ঠিত হবার আশা না করে তবে কোনদিন তা হতে পারবে না। কিন্তু আশা সর্বদা নিজস্ব হয় না ।
We often give up our hopes and try to fulfill the hopes of our parents or people close to us. Like I wanted to go away and study, visit all the beautiful places, study a subject of my choice, practice culture.But my parents didn't want that. They wanted me to stay with them and just study. So I'm not disappointed, I'm trying to live up to their expectations. Thinking that maybe one day some of my hopes will be fulfilled. Every parent expects a good future for their child. We should not do anything that will frustrate our parents. When a person starts to succeed in life, his hopes of success increase, but if for some reason he starts to fail, he is surrounded by frustration. If he does not try his best to get out of this frustration, he will never be successful again. Hope and despair are a part of our lives like night and day. If the light of day is hope and the darkness of night is despair, then nothing can be stopped, one must come after another. When man is despair, he is surrounded by
- anger,
- sadness,
- violence and
- hatred.
Then many people make the most wrong decisions in life without thinking about the present, past and future in their restless minds. So hope teaches us to survive and despair teaches us to sink into darkness.
আমরা অনেক সময় নিজের আশা ছেড়ে দিয়ে পিতা মাতা বা আমাদের কাছের মানুষের আশা পূরনের চেস্টা করি।যেমন আমার ইচ্ছে ছিল দূরে গিয়ে পড়ালেখা করব , সব সুন্দর যায়গা ঘুরে দেখব , নিজের ইচ্ছেমতো একটা বিষয় নিয়ে পড়াশোনা করব , সংস্কৃতি চর্চা করবো । কিন্তু আমার বাবা মা সেটা চান নি। তারা চেয়েছিলেন আমি তাদের কাছেই থাকি এবং শুধু পড়াশোনা করি। তাইবলে আমি হতাশ হইনি , আমি তাদের আশা পূরনের চেস্টাই করে যাচ্ছি। এটা ভেবে যে হয়তো একদিন আমারও কিছু আশা অবশ্যই পূরণ হবে । প্রতিটি পিতা মাতাই সন্তানের সুন্দর ভবিষ্যৎ আশা করেন।আমাদের এমন কোন কাজ করা উচিৎ নয় যা আমাদের পিতামাতার হতাশার কারণ হয়ে যায় । একজন মানুষ জীবনে সফল হতে শুরু করলে তার সফলতার আশা বাড়তে থাকে , কিন্তু কোন কারণে যদি তিনি বিফল হতে শুরু করেন তখন তাকে হতাশা ঘিরে ফেলে।এই হতাশা থেকে যদি তিনি বের হবার সর্বোচ্চ চেস্টা না করেন ,তাহলে তিনি আর কখনোই সফল হতে পারবেন না । আশা আর নিরাশা আমাদের জীবনে রাত দিনের মতো একটি অংশ । দিনের আলো যদি আশা হয় আর রাতের অন্ধকার যদি নিরাশা হয় তাহলে কোনটাকেই আটকে রাখা সম্ভব না,একটার পর একটা অবশ্যই আসবে।মানুষ যখন নিরাশ হয় তখন তাকে রাগ,দুঃখ,হিংসা,ঘৃণা সব ঘিরে ফেলে। তখন অনেকেই অস্থির মস্তিষ্কে বর্তমান,অতীত, ভবিষ্যতের চিন্তা না করেই জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত গুলো নিয়ে ফেলে।তাই আশা আমাদেরকে বাচতে শিখায় আর নিরাশা শিখায় অন্ধকারে ডুবতে।
Thank you for being awesome! You just got upvoted by the @steemingcurators. We are voting with the Steemit Community Curator @steemcurator02 account to support the best content on Steemit!
Follow @steemingcurators and also the official @steemitblog for info about Steemit, contests and the Daily Diary Challenge! Share your stories on Twitter or other social media to get extra upvotes. Just comment the link in your posts!
Biggest Live Music contest on Steemit #MusicForSteem
Follow @musicforsteem and the official community on Steemit: MusicForSteem🎵
STEEM ON!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I really appreciated your topic. I heard a lecture the other day on YouTube in which the professor discussed mankind being unique from any other creature because of his ability to perceive time. We don't just act in a given moment with our best interest for that moment at heart. We have the unique ability to perceive that our actions today mean something tomorrow. This means ideas such as hope can exist. We sometimes take short term suffering in hopes of prosperity in the long term.
This article is very well written, and effectively demonstrates numerous skills in markdown editing. This is exactly what I am looking for in these achievements!
Congratulations! You have passed achievement 4! I will comment a link to achievement 5 when I have written the article!
Best regards!
@cmp2020
Steem Greeter
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for your contribution to STEEM POD Project.
You have been upvoted by Steem Greeters from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello! Here is the link for achievement 5!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit