Newcomers' Community তে আমার ব্যক্তিগত পরিচয়-

in hive-172186 •  3 years ago 
**Newcomers' Community** কমিউনিটির সকল সদস্যগণ এবং পরিচালনা বোর্ড এ যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম "আসসালামু আলাইকুম"

আশাকরি সকলেই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সুস্থ আছেন এবং ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। Newcomers' Community কমিউনিটির একজন ভেরিফাইড সদস্য হবার জন্য সকলের সাথে আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি।

image.png
image source

আমার পরিচিতি:
আমি রিপা। জন্মসূত্রে একজন বাংলাদেশী এবং মাতৃভাষা বাংলা হওয়ার কারণে মনে প্রাণে একজন বাঙালি। আমার বয়স ২৭ বছর। বর্তমানে আমি এক পুত্র সন্তানের জননী।ঢাকা বিভাগের দক্ষিনাঞ্চলের বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলাধীন মাদারিপুর থানার প্রত্যন্ত এক গ্রামে আমার জন্ম। ।মাদারিপুরেই আমার বেড়ে ওঠা এবং স্থানীয় একটি প্রাইমেরী স্কুল থেকেই আমার শিক্ষাজীবন শুরু, আমি মিঠাপুর এল এন উচ্চ বিদ্যালয় থেকে ২০১০সালে বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি পাস করি এবং সরকারী নাজিমউদ্দিন কলেজ (মাদারীপুর) থেকে ২০১২ সালে মানবিক বিভাগ থেকে এইচ এস সি পাশ করি।বর্তমানে আমি একজন গৃহিণী, তবে বর্তমানে আমার স্বামীর পেশাগত কারনে ঢাকাতে বসবাস করছি।

images copy.jpg

আমার শিক্ষাগত যোগ্যতা:
২০১২ সালে আমি সরকারী নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মানবিক বিভাগে দ্বিতীয় বিভাগে পাশ করেছি।
আমার পেশাঃ
বর্তমানে আমি একজন গৃহিণী, তবে পাশাপাশি ফ্রিল্যন্সিং এর কাজ করছি।

image.png

আমার শখ:
আমাদের সকলেরই কমবেশি শখ রয়েছে। আমিও এর মধ্যে ব্যতিক্রম নই। আমার অন্যতম শখ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি রান্না করা এবং সকলের মাঝে পরিবেশন করা। যদিও সময়ের অভাবে তেমন একটা রেসিপি রান্না করা হয় না ,সময় পেলে লেখালেখি করি এবং ছবি দেখি। ছোট বেলা থেকেই লেখা লেখির প্রতি আমার খুব আগ্রহ ছিলো, সেই সুবাদেই যখনই সময় পেতাম তখনই বিভিন্ন ছড়া, গান, কবিতা, উপন্যাস ছোট গল্প লেখার চেষ্টা করতাম এবং লিখতাম ও বটে।

image.png

আমার ব্লগিং অভিজ্ঞতা:
Steemit.com তে আমি একেবারেই নতুন, এবং Newcomers' Community তে আমার ব্যক্তিগত পরিচয় তুলে ধরার মাধ্যমে এবং আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে Steemit.com এ আমার যাত্রা শুরু করতে চাই।

সবশেষে বলতে চাই আমি এখন থেকে নিয়মিত Steemit.com এর Newcomers' Community তে নিয়মিত হওয়ার চেষ্টা করব এবং এই কমিউনিটিতে পরিচিত এবং অপরিচিত সকলের কাছ থেকে সবসময় সহযোগিতা কামনা করছি। আশা করি যেকোনো প্রয়োজনে সকলের সহযোগিতা পাব।
ধন্যবাদ সকলকে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পরিচিতি জানার জন্য। এবং আমি সকলের সাথে পরিচিত হতে পেরে সত্যিই আনন্দিত। আবারো ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Hi @ripa2306 nice to greet you, I'm @wilmer1988 and on behalf of the entire steemit team I want to welcome you to steemit, a digital universe that allows you to share everything that you are passionate about and be part of a world of possibilities.

I want to invite you to join Newcomers'Community, a place where new users can officially introduce themselves and thereby meet achievement 1.

It is important that you know and be part of the #club5050, for this you must maintain a balance during each month by turning on no less than 50% of your withdrawals and transfers, in this way you will be contributing to the platform and you can be considered for support from the steemit team, learn more here

I recommend you follow the @steemblog account, which is the official channel of steemit, here you will find all the current information regarding the platform, contests, events, updates and others that will surely help you a lot.

I advise you that your publications have less than 300 words that allow the reader to understand the content you want to share

I don't want to say goodbye without first inviting you to the form part of the largest movement in steemit such as The Diary Game #thediarygame.

On behalf of the steemit team, I say goodbye wishing that all this information could be of help to you.

Greetings