অ্যাচিভমেন্ট 1|| স্টিমিট প্ল্যাটফর্মে নিজের পরিচয় || @swetab97 দ্বারা নির্দেশিত

in hive-172186 •  2 years ago  (edited)

IMG_20221101_234945.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশা করছি আপনার সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন।

স্টিমিট প্লাটফর্মের আজকেই আমার প্রথম লেখা। আমি ইংরেজি ভাষায় খুব একটা দক্ষ নই। আমার মাতৃভাষা বাংলা এবং তাই আমি আমার লেখা বাংলাতেই লিখবো। আমার মেয়ে এই প্লাটফর্মের যবে থেকে প্রথম কাজ করছে তবে থেকে এই প্লাটফর্মের ব্যাপারে আমাকে প্রথম দিন থেকেই জানিয়েছে। আমার মেয়ে এই প্লাটফর্মের প্রায় দুমাসের মতো কাজ করছে।

এই প্লাটফর্মের যে বিষয় আমার খুব ভালো লাগে সেটা হলো এখানে নিজের লাগা,খারাপ লাগা,এমনকি নিজের সব রকম অনুভূতি আমার মাতৃভাষায় আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমার মেয়ের থেকে আমি জানতে পারলাম যে প্রতিদিন ও নিজেও এখান থেকে কতো নতুন নতুন জিনিস শিখতে পারছে। আশা করছি আপনাদের সহযোগিতায় আমিও যতটুকু জানি যেমন দেখাতে পারবো আপনাদেরকে পাশাপাশি নৃত্য নতুন কাজ শিখতে পারবো। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা তার সাথে ভালো করে পোস্ট করতে পারা। আজকে আমি আমার মেয়ের সহযোগিতায় আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমার পোস্টটি করছি

আমার পরিচয় ও পরিবার

আমার নাম রীতা বিশ্বাস। আমার বয়স ৪৪ বছর। আমি উত্তর ২৪ পরগনা জেলার একটি ছোট্ট শহর হাবড়া তে থাকি। যেটা কলকাতার থেকে বেশ কিছুটা দূরে। আমার পরিবার খুবই ছোটো এবং নিম্নমধ্যবিত্ত। আমার বাড়িতে আমার স্বামী, আমার মেয়ে এবং আমি থাকি। আমার স্বামী কাঠের কাজ করেন এবং আমার মেয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে চাকরির জন্য পড়াশোনা করছে,গত কয়েক মাস ও এই প্লাটফর্মে লিখছে আপনার সকলেই তাকে @sweta97 নামে চেনেন।আজকের বহু দিন ধরে ও আমাকে উৎসাহিত করছে যে এই প্লাটফর্মে তুমি তোমার রান্নার রেসিপি গুলো শেয়ার করতে পারো, তাই আমার এই প্লাটফর্মে যোগদানের করা।

আমার পড়াশোনা ও চাকরি জীবন

আমি ১৯৯৩ সালে মাধ্যমিক পরীক্ষা দিই। তারপর আর পড়াশোনা করা হয় নি,তারপর আমার বিয়ে দিয়ে দেয় বাড়ি থেকেই। বিয়ের পর চেষ্টা করেছিলাম পড়াশোনা করার কিন্তু হয়ে উঠে নি। আর চাকরি আমি কোনো দিনই করি নি। সেই ভাবে সংসার সামলে মেয়ের পিছনে সময় দিয়ে আর চাকরি করার সময় হয়ে ওঠে নি।

আমার পছন্দ ও অপছন্দ

আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হল বই পড়তে, সেটা যে ধরনের হোকনা কেনো। নতুন বইয়ের গন্ধ আমার খুব প্রিয়। আমি গাছ লাগাতে খুব ভালোবাসি। আমার মনে হয় গাছ লাগালে আমি নিজের মধ্যে এটা শান্তি খুঁজে পাই। এবং আমি কিছু সেলাইয়ের কাজ জানি। মাঝে মাঝে একটু কিছু সেলাই ও করে থাকি।

এই প্ল্যাটফর্মে যোগদানের কারন

স্টিমিটে যোগদানের কারন মূলত নিজের অনুভূতি প্রকাশের স্বাধীনতা বলতে পারেন। এখানে আমি আমার ভালো লাগার কথা যেমন লিখতে পারবো, তেমনি খারাপ লাগার কথাও লিখতে পারবো। জীবনের এমন অনেক কথা থাকে যেগুলো সবসময় মুখে বলা সম্ভব হয় না। সেই গুলো লেখার মাধ্যমে প্রকাশ করা অনেক সহজ। এছাড়াও অনেক নতুন মানুষের কাছ থেকে অনেক নতুন কিছু শিখতে পারবো,যেগুলো আমার জীবনে চলার পথে অনেক সময় কাজে লাগবে।আশা করছি আপনাদের সহযোগিতায় আমি খুব ভালো করে কাজ করতে পারবো।

IMG-20221101-WA0015.jpg

এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিভাবে জানতে পারলাম?

আপনাদের যেমন প্রথমেই বললাম আমি আমার মেয়ে @swetab97 থেকে এই প্লাটফর্মের সম্পর্কে জানতে পারি। বাড়িতে শুধু বসে থাকার থেকে ভাবলাম আপনাদের সাথে আমার কিছু রান্নার রেসিপি শেয়ার করি। এবং আপনাদের সকলের সহযোগিতায় নতুন কাজ শিখতে পারবো। আমার মেয়ে প্রফাইল তৈরি করে দিলো এরপর শিখিয়ে দিল কি ভাবে পোস্ট করতে হবে।

আপনার সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ম্যাডাম আপনাকে স্বাগত জানাই এই প্লাটফর্মে, আপনার মেয়ে যথেষ্ট ভালো কাজ করছে এবং নিশ্চই সেটাই আপনার অনুপ্রেরণার কারণ।

বাঙালিদের এগিয়ে আসা সত্যি আমার কাছে বাড়তি অনুপ্রেরণা যোগায়। ভালো লাগলো আপনাকে আমাদের কমিউনিটিতে যোগদান করতে দেখে।

Please @cryptokannon and @inspiracion verify the achievement post, she is none other than mother of @swetab97

@sduttaskitchen অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🙏

Loading...

Hi, @ritab78,

Your post has been supported by @ripon0630 from the Steem Greeter Team.

আমি ভীষন খুশি যে তুমি এই প্ল্যাটফর্মে যোগদান করেছো। তোমার রান্না এতোদিন পর্যন্ত আমাদের কয়েকজনের জানার মধ্যে ছিল, এখন সেটা সকলে জানতে পারবে। আমরা সবাই তোমার পাশে আছি। যেকোনো রকম সমস্যায় শ্বেতার পাশাপাশি তুমি আমাকেও বলতে পারো।

@sampabiswas অসংখ্য ধন্যবাদ তোমাকে।

Welcome to this beautiful platform. Hope so You will enjoy this platform. I am waiting to see your cooking recipe. Best of luck for your new journey.

@labonnoruva অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🙏

Hi, @ritab78 welcome to the steemit. I am very happy to meet you here, I am Jyoti one of the country representatives in India. You can contact me for further help. Please join our communities #HindWhalecommunity, and #steemphotos and start writing your posts. All the best!

Discord : jyoti-thelight#6650 Telegram :- https://telegram.org/dl

অসংখ্য ধন্যবাদ @jyoti-thelight ম্যাম।

welcome @ritab78 ji to this beautiful platform

অসংখ্য ধন্যবাদ@deepak94 স্যার। 🙏

I love steemit