What is Plagiarism?
চৌর্যবৃত্তি কী?
ইংরেজি শব্দ Plagiarism এর বাংলা প্রতিশব্দ চৌর্যবৃত্তি। শব্দটি শুনতে খুবই সুন্দর শোনায় এবং মনেহয় সংস্কৃত অথবা অন্য কোন উন্নত ভাষা থেকে আসা অভিজাত একটি শব্দ। আদতে, এর অর্থ চুরি করে জীবিকা নির্বাহ করা। চৌর্য শব্দের অর্থ চুরি আর বৃত্তি মানে পেশা। বুঝাই যাচ্ছে, অন্যের সম্পদ চুরি করে নিজের ভরণপোষণ করাকেই চৌর্যবৃত্তি বলে।
কিন্তু, চৌর্যবৃত্তিকে গণহারে ব্যবহার না করে একটু আধুনিক ভাবে ব্যবহার করা হয়। ধরেন, আপনি কারও মোটরসাইকেল চুরি করে চালাচ্ছেন কিংবা কারও পোষাক চুরি করে পরছেন; সেটাকে আমরা চুরিই বলবো। চৌর্যবৃত্তি বলব না। কারন এগুলো হচ্ছে সাধারণ মানের চুরি। চৌর্যবৃত্তি হল সেই চুরি যেখানে মেধা চুরি হয়। চৌর্যবৃত্তি হল সেই চুরি যেখানে একজনের সৃষ্টি আরেকজন মেরে দেয় এবং নিজের নামে চালিয়ে দেয়।
যেমনঃ কাজী নজরুল ইসলামের একটি কবিতার দুই লাইন,
দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
আমি যদি এখানে আমার নামে চালিয়ে দেই সেটা হবে চৌর্যবৃত্তি। কিন্তু তার পরা পাঞ্জাবি চুরি করলে সেটা কেবলই চুরি।
আবার ধরুন নিচের ছবিটি,
যা আমি এখান থেকে নিয়েছি; এই ছবিটিও যদি আমি নিজের নামে চালিয়ে দেই তাহলে এটা হবে চৌর্যবৃত্তি। কিন্তু তার ক্যামেরাটা চুরি করলে হবে সাধারণ চুরি।
উল্লেখিত দুটি স্থানের এক জায়গায় আমি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার দুটি লাইন ব্যবহার করেছি যা মার্কডাউনের (Markdown) মাধ্যমে উদ্বৃতি করেছি। অন্য স্থানে একটি কপিরাইট ফ্রি-ছবি ব্যবহার করেছি যেখানে আমি Source বা সূত্র ব্যবহার করেছি অর্থাৎ কোথা থেকে আমি ছবিটি সংগ্রহ করলাম। ঠিক এভাবেই কারও সৃষ্টি শালীনতার সাথে ব্যবহার করা যায় যাতে নিজের কাজেরও শিষ্টাচার বা Etiquette বজায় থাকে।
আমার এক শিক্ষক একবার এই চৌর্যবৃত্তির সমস্যা নিয়ে একটি গল্প বলেছেন।
পরীক্ষার হলে দুই বন্ধু সামনে-পিছনে বসে পরীক্ষা দিচ্ছে। সামনের বন্ধু লিখেছে, বিপদে সম্রাট হুমায়ুন ভাঙ্গিয়া পড়িতেন না।। কিন্তু পিছনের বন্ধু একটি শব্দ বুঝতে পারেনি। তার লেখাটি হয়েছে এমন, বিপদে সম্রাট হুমায়ুন জায়িঙ্গা পরিতেন না।
এটাই হল চৌর্যবৃত্তির সমস্যা। যখন আপনে ধরা খেয়ে যাবেন, পরার মত কিছুই থাকবে না। নগ্ন হয়ে যেতে হবে।
আমার Achievement 1 পোস্টের লিংক।
আমার Achievement 2 পোস্টের লিংক।
সম্মানিত Greeter @ripon0630 ভাইকে অনুরোধ করব আমার এচিভমেন্ট পোস্ট গুলো পরীক্ষা করে মূল্যবান পরামর্শ দেয়ার জন্য। আশাকরি, একজন নতুন ইউজার হিসাবে আপনাকে মেনশন করায় বিরক্ত হবেন না।