Achivement 1: My presentation on Steemit

in hive-172186 •  8 months ago  (edited)

আমার সংক্ষিপ্ত পরিচয়:

আমার নাম সাদিয়া জাহান মনি। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি বাংলাদেশের একজন সচেতনমূলক নাগরিক। আমার বিভাগ রংপুর, জেলা লালমনিরহাট, উপজেলা আদিতমারী।

20240607_184128.jpg

আমার ফ্যামিলিতে আমরা মোট পাচজন সদস্য। আমার স্বামী, মেয়ে, ছেলে ও আমার শাশুড়ি মা আমরা মোটামুটি ভালো আছি। আমি খুব শান্ত প্রকৃতির মেয়ে ছিলাম ছোট বেলা থেকে।

আমি ছোটবেলা থেকে পড়াশুনায় মনোযোগী ছিলাম।পড়াশুনা করতে আমার ভালো লাগে ছোট বেলা থেকে। রেজাল্ট মোটামুটি ভালো ছিল আমার। আমার ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশুনা করছি আদিতমারি কেবি মাধ্যমিক বালিকা ও উচ্চবিদ্যালয়ে। রেজাল্ট মোটামুটি ভালো ছিল। স্যার ম্যামদের প্রিয় ছিলাম। পড়াশুনা, খেলাধুলা সব কিছুতে এগিয়ে ছিলাম আমি।বিভিন্ন প্রতিযোগীতা অনেক পুরুষ্কার পাইতাম।তারপর বিয়ে হয়ে গেল পড়াশোনা আর করতে পারি নি।আমার শশুর হাজি ছিলেন। বাহিরে বের হতে দেই নাই।এইজন্য পড়াশুনা করা হয়ে উঠে নী আর। তবে সপ্ন ছিল পড়াশোনা করেহ নিজের পায়ে দারানো।

আমার সখ ছিল পড়াশুনা করে নিজের পায়ে দাড়ানো। তবে তা আর হলো না।তবে এখন মোটামুটি অনেক কাজ পাড়ি করতে। কিছু কাজ করেহ আল্লাহ রহমতে কিছু আয় ও করতেছি। তবে যা সখ ছিল তা আর হলো না।তবে বাগান করেছি।বাগান করেহ ফুল, ফল,সবজী অনেক কিছু লাগাইছি।এটা ছিল আমার আরেকটা সখের মধ্যে একটা সখ। আমাদের মেয়ে ছেলের সখ ইনশাআল্লাহ পূরন করব।

আমার পছন্দ সবজী গাছ, ফুলের গাছ লাগানো ও ফলের গাছ লাগানো। অনেক ছোট্ট গাছ লাগিয়ে অনেক বড় হইছে গাছগুলো। পছন্দ বিভিন্ন রান্নার কাজ করানো।বিভিন্ন রান্না করা। এসব কাজে আমার মা আর আমার স্বামী অনেক সাহায্য করে। এগিয়ে যাওয়ার জন্য তাদের সাপোর্ট জরুরি। তাদের সাপোর্ট অনেক দূর এগিয়ে গেছি।

তবে অপছন্দ হচ্ছে কোন জিনিস অগোছালো থাকলে।এমন অনেক ইতিহাস আছে। যা বললে লম্বা হবে অনেক।
তারপর একটি বিষয় না বললেই নয়, এই প্লাটফর্মে সাথে পরিচয় বোন এর মাধ্যমে। সে আমার ছোট বোন৷ কয়েক মাস যাবৎ কাজ করতেছে৷ তার হাত ধরেই আমার এই প্লাটফর্মে আসা। ছোট বোনের @tun15 কাছে শুনছিলাম এই প্লাটফর্ম টা অনেক ভালো। সেও এখানে অনেক দিন কাজ করছে। তাই আমিও এই প্লাটফর্মে কাজ করতে ইচ্ছুক হয়েছি।

20240607_184124.jpg

সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক আইডি - https://www.facebook.com/sadiajahan.moni.148?mibextid=ZbWKwL

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

স্টীমিটে জয়েন করার জন্য ধন্যবাদ আপু৷ তোমার জন্য শুভকামনা রইলো। সততার সাথে কাজ করবে আশা করি।

হ্যালো @sadiajahanmoni, স্টিমিটে আপনাকে স্বাগতম

আমি Ripon এবং আমি এই প্লাটফর্মে আপনার যাত্রা শুরু করতে সাহায্য করার জন্য ইচ্ছুক । আপনি আমাকে নতুনদের ডিসকর্ড চ্যানেলে খুঁজে পেতে পারেন - সেজন্য এখানে ভিজিট করুন

আপনার অ্যাচিভমেন্ট ১-এ ভেরিফিকেশন পেতে এক মাস সময় লাগবে, আশা করছি এই সময়ে আপনি কমিউনিটিগুলোতে নিয়মিত পোস্ট এবং কমেন্ট করবেন । আপনার পছন্দের উপর ভিত্তি করে, আমি আপনাকে বিভিন্ন কমিউনিটিতে যোগদান এবং সক্রিয় হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি ৷ আপনি সকল কমিউনিটি গুলোর লিন্ক এখানে দেখতে পাবেন । আমি আবারো আপনাকে লিখনির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি যে বিষয়ে আপনি সবচেয়ে বেশি আগ্রহী আর কমিউনিটিগুলো যে ধরনের বিষয়বস্তু পছন্দ করে ।

সতর্ক বার্তা: দয়া করে আপনার বিষয়বস্তু তৈরি করার জন্য প্লাগারিজম করা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের সাহায্য নিবেন না, এইটি স্টিমিটে সম্পূর্ণ নিষিদ্ধ ।

এই সময়ের মধ্যে, আপনি অন্যান্য স্টিমিয়ানদের পোস্ট পড়া এবং মন্তব্য করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন বলে আশা করছি । এটি ভেরিফিকেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা এই প্লাটফর্মে আপনার ভিত্তি মজবুত করবে।

এখানে একটি সম্পূর্ণ গাইড রয়েছে যা স্টিমিটে আপনার যাত্রার সময় আপনাকে গাইড করবে: 👉👉👉🆕স্টিমিট এ নতুন? এখান থেকে শুরু করুন ! সেইসাথে 📜 নতুনদের গাইডলাইন সম্পর্কে আরও বিশদ আলোচনা যা সম্পূর্ণ ঐচ্ছিক৷

এই সকল বিষয় গুলো অবশ্যই ঐচ্ছিক কিন্তু আমরা দৃঢ়ভাবে এই পদ্ধতি অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি ।

আপনার যদি কোন প্রশ্ন থাকে বা কোন কিছুর জন্য সাহায্যের প্রয়োজন হয়, জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। আমরা সবাই এখানে একে অপরকে সহযোগিতা করতে এবং স্টিমিটকে একটি দুর্দান্ত কমিউনিটি তৈরি করতে এসেছি!

ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া