Achievement 1 post: Verification Through Introduction by @shamima2

in hive-172186 •  4 days ago 

আসসালামু আলাইকুম,

হ্যালো সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি।প্রথমে আমি আমার পরিচয়টি আপনাদের সাথে শেয়ার করছি।আমি বাংলাদেশের নাগরিক এবং এখানেই বসবাস করি। আমার নাম শামীমা ইয়াসমিন দিপা। আমার জন্মস্থান ধীরাশ্রম, গাজীপুর,ঢাকা, বাংলাদেশ।গাজীপুরে এই গ্রামেই আমার জন্ম ১৪ নভেম্বর ১৯৯৪ সালের। আমার বয়স বর্তমানে ৩০ বছর।

IMG20240628161129.jpg

যদিও আমার শৈশবকালে আমি ধীরাশ্রম কাটিয়েছি কিন্তু বর্তমানে আমি আমার বিবাহিত জীবন ভোর্টবাজার নামক স্থানে আমার শ্বশুর বাড়িতে কাটাচ্ছি।আমার অনেক ইচ্ছা ছিল পড়াশোনা করার কিন্তু পরিবারের চাপের কারণে আমাকে বিয়ে করতে হয়। বর্তমানে আমার একটি ছেলে এবং একটি মেয়ে আছে।

IMG20240216153834.jpg

আমার শিক্ষাগত যোগ্যতা বলতে আমি এসএসসি পাস করেছি এরপর আমার বিয়ে হয়ে যায় এবং আমি আর পড়াশোনা করতে পারিনি। কিন্তু আমার আত্মনির্ভরশীল অথবা নিজে কিছু করে দেখানো আমার খুব ইচ্ছা। যেটা আমি আমার পড়াশোনার জন্য করতে পারিনি।

এই প্লাটফর্মে আমার এক বোন @selina1 কাজ করে আত্মনির্ভরশীল হয়েছে এবং তার কাছে আমি জানতে পারি এই প্লাটফর্মের সম্পর্কে। কিন্তু যখনই আমি এই প্লাটফর্মের কথা শুনেছি তখন থেকে আমার সেই মনের ইচ্ছাটা আবার জেগেছে এবং আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার প্রতিভাকে কাজে লাগাতে চাই এবং আত্মনির্ভরশীল হয়ে কিছু আর্ন করে আমি আমার সংসার এবং বাচ্চাদের পেছনে খরচ করতে চাই।

আমার হাজব্যান্ড ছোটখাটো একটা ব্যবসা করে। যার কারনে ছেলেমেয়েদের নিয়ে সংসার চালানোর তার পক্ষে কিছুটা কষ্টকর হয়ে পড়ে।আমার অনেক ইচ্ছা তাকে সংসারের জন্য কিছুটা সাহায্য করতে তার সাথে হাত মিলিয়ে সুন্দর করে সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে।বিভিন্ন জায়গায় ঘুরতে, ফটোগ্রাফি করতে,আত্মীয়-স্বজনদের সাথে সুন্দর সু সম্পর্ক রাখতে এবং রান্না করতে আমার খুব ভালো লাগে।

IMG20240216154333.jpg

যেহেতু আমি একজন গৃহিণী এবং বাড়িতেই বেশিরভাগ সময় কাটাই তাই নানারকম রেসিপি তৈরি শিখতে এবং তৈরি করতে আমি বেশি পছন্দ করে থাকি। এছাড়া বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি তাদের সাথে আমি সময় কাটাতেও পছন্দ করি। বাচ্চাদের সাথে খেলাধুলা করি তাদের সাথে ড্রয়িং করার মধ্যে অংশগ্রহণ করি।

ও হ্যাঁ আমি মাঝে মধ্যে যখন বাসায় একা থাকি বা যখন আমার মন খারাপ থাকে বা অতিরিক্ত মন ভালো থাকে তখন আমি গান শুনতে পছন্দ করি। যদিও আমি গান গাইতে পারি না কিন্তু মাঝেমধ্যে একা বসে গান শুনতে আমার অনেক ভালো লাগে।সব গানের থেকে আমার রবীন্দ্র সংগীত বেশি পছন্দ। আমি মনে করি আল্লাহ প্রদত্ত সকল মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা রয়েছে। তবে সব প্রতিভাই আল্লাহ সব মানুষকে দেননি।কিন্তু মানুষ তারটার যোগ্যতা অনুযায়ী কাজ করে উন্নতি করতে পারছে। তাই আমিও চেষ্টা করব এই স্টিমিট প্লাটফর্মে আমার যোগ্যতা কাজে লাগিয়ে আমার উন্নতি শিখরে পৌঁছাতে।

ক্রিপ্টো সম্পর্কে বর্তমানে আমার কোন ধারণা বা অভিজ্ঞতা নেই। কিন্তু এই স্টিমিট প্ল্যাটফর্মের সময় দেওয়ার পাশাপাশি আমি সব শিখতে এবং জানতে পারব।এছাড়া আমি আশা করি এই স্টিমিট প্ল্যাটফর্মের যারা সিনিয়র আছে তাদের সাহায্য পেয়ে ভালো কিছু শিখতে এবং কাজ করতে পারবো।

IMG20240411173432.jpg

বোন @selina1 এবং এই স্টিমিট প্ল্যাটফর্মে অন্যান্য স্টিমিয়ানদের একাউন্টগুলো আমি পর্যবেক্ষণ করেছি এবং তাদের পোস্টগুলো অনুসারে আমি নানা রকম পোস্ট তৈরি করতে পারব।হ্যাঁ আমি ডাইরি গেম এর পাশাপাশি আমার অভিজ্ঞতা অনুযায়ী পোস্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারব। এছাড়া আমি অভিজ্ঞতা নিয়ে অবশ্যই চেষ্টা করব নানারকম কনটেস্ট এবং এংগেজমেন্টে অংশগ্রহণ করার জন্য।

আমি আমার অবসর সময় ফেসবুকে ব্যয় করে থাকি।যাই হোক এ ছিল আমার আত্মপরিচয় এবং আমি আশা করি এই স্টিমিট প্লাটফর্মে সকল বন্ধুদের সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক তৈরি হবে।

আমার ফেসবুকের লিংক নিচে দেওয়া হল :

Facebook link:


ধন্যবাদ সবাইকে


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার পোস্ট পড়ে আমি আপনার সম্পর্কে জানতে পারলাম যে আপনি একজন গাজীপুরের বাসিন্দা। আপনি এইপাল্টফমে যুক্ত হওয়ার জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা রইল। আমি ব্যক্তিগতভাবে গাজীপুরে বেশ কয়েক বছর অবস্থান করেছি। সেজন্য ধীরাশ্রম এবং বোডবাজার খুব ভালো করে চিনি। আপনি গাজীপুর কাশেমপুরে অবস্থিত মনপুরা পার্কে ঘুরতে গিয়েছেন। আপনার আগামী পথচলা খুবই ভালো ও সুন্দর হোক।

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনাকে গাজীপুর আসার আমন্ত্রণ রইল। আমি এই প্লাটফর্মে নতুন তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ

হ্যালো @shamima2, স্টিমিটে আপনাকে স্বাগতম

আমি Ripon এবং আমি এই প্লাটফর্মে আপনার যাত্রা শুরু করতে সাহায্য করার জন্য ইচ্ছুক । আপনি আমাকে নতুনদের ডিসকর্ড চ্যানেলে খুঁজে পেতে পারেন - সেজন্য এখানে ভিজিট করুন

আপনার অ্যাচিভমেন্ট ১-এ ভেরিফিকেশন পেতে এক মাস সময় লাগবে, আশা করছি এই সময়ে আপনি কমিউনিটিগুলোতে নিয়মিত পোস্ট এবং কমেন্ট করবেন । আপনার পছন্দের উপর ভিত্তি করে, আমি আপনাকে বিভিন্ন কমিউনিটিতে যোগদান এবং সক্রিয় হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি ৷ আপনি সকল কমিউনিটি গুলোর লিন্ক এখানে দেখতে পাবেন । আমি আবারো আপনাকে লিখনির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি যে বিষয়ে আপনি সবচেয়ে বেশি আগ্রহী আর কমিউনিটিগুলো যে ধরনের বিষয়বস্তু পছন্দ করে ।

সতর্ক বার্তা: দয়া করে আপনার বিষয়বস্তু তৈরি করার জন্য প্লাগারিজম করা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের সাহায্য নিবেন না, এইটি স্টিমিটে সম্পূর্ণ নিষিদ্ধ ।

এই সময়ের মধ্যে, আপনি অন্যান্য স্টিমিয়ানদের পোস্ট পড়া এবং মন্তব্য করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন বলে আশা করছি । এটি ভেরিফিকেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা এই প্লাটফর্মে আপনার ভিত্তি মজবুত করবে।

এখানে একটি সম্পূর্ণ গাইড রয়েছে যা স্টিমিটে আপনার যাত্রার সময় আপনাকে গাইড করবে: 👉👉👉🆕স্টিমিট এ নতুন? এখান থেকে শুরু করুন ! সেইসাথে 📜 নতুনদের গাইডলাইন সম্পর্কে আরও বিশদ আলোচনা যা সম্পূর্ণ ঐচ্ছিক৷

এই সকল বিষয় গুলো অবশ্যই ঐচ্ছিক কিন্তু আমরা দৃঢ়ভাবে এই পদ্ধতি অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি ।

আপনার যদি কোন প্রশ্ন থাকে বা কোন কিছুর জন্য সাহায্যের প্রয়োজন হয়, জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। আমরা সবাই এখানে একে অপরকে সহযোগিতা করতে এবং স্টিমিটকে একটি দুর্দান্ত কমিউনিটি তৈরি করতে এসেছি!

ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমি এই প্লাটফর্মে নতুন তাই আমি আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমি অতি তাড়াতাড়ি সবকিছু শিখে যাব। আর আমার কিছু জানার থাকলে আমি অবশ্যই আপনাদের সাহায্য চাইবো।

It was nice to know that BANGLADESH people are starting to be more active.