Achivement-1 : My introduction post

in hive-172186 •  2 years ago 

IMG20230323175612.jpg

আমি সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করছি। আমার নাম স্বাগত রায়, আমার username @swagatoroy আমি Bl কলেজে অনার্স ১ম বর্ষে প্রাণিবিদ্যা বিভাগে পড়াশোনা করছি। আমি মিউজিক, লেখালেখি, ফটোগ্রাফি, স্বেচ্ছাসেবা করতে ভালোবাসি। নতুন জিনিস শিখতে এবং সেই বিষয়টি আয়ত্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করি।

received_1325492934535472.jpeg

আমরা দুই ভাই। আমি আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা একজন গৃহিণী। আমাদের ছোট্ট সুখী পরিবার। আমার পরিবার আমাকে পড়াশোনার পাশাপাশি অন্যান্য সকল এক্টিভিটিস গুলোতেও সমর্থন করে ও এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। আমি সত্যিই ভাগ্যবান এতোটা বন্ধুত্বপূর্ণ মা-বাবার পেয়ে।

IMG_1679568418301.jpg

পড়াশোনার পাশাপাশি আমি গানের চর্চা করি, নিজের লেখা ও সুর করা কিছু গান তৈরি করেছি। ভবিষ্যতে একজন ভালো মিউজিশিয়ান হতে চাই। এটা যেহেতু পরিচিচিমূলক পোস্ট তাই সেসব গল্প অন্য কোনো পোস্টে শেয়ার করবো। মিউজিক করার কারণে আমি আমার চারপাশের মানুষের কাছে প্রিয় একজন মানুষ। আমরা সবাই আমাদের এলাকায় ছোট ছোট মিউজিক ইভেন্টের আয়োজন করি এবং মাঝেমধ্যে আনপ্লাগড অনুষ্ঠান করে থাকি।

আমি সত্যিই মুগ্ধ হয়েছি যে মানুষ হাস্যোজ্জ্বলভাবে তাদের দৈনন্দিন জীবনের ক্রিয়াকলাপ এবং তাদের চিন্তাভাবনা Steemit এ শেয়ার করছে এবং অন্যান্যদের কাছ থেকে সমর্থন পাচ্ছে। তাই এটা সত্যি যে Steemit প্ল্যাটফর্মে অনেক কিছু শেখার আছে। আশা করি এই জ্ঞান আমি আমার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সততার সাথে জীবনে ভালো কিছু অর্জন করতে পারি।

নিশ্চয়ই আপনারা সবাই এই প্ল্যাটফর্মটি উপভোগ করছেন। আমি এখানে নতুন, তাই কোন ভুল হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি Steemit সম্পর্কে আরও জানতে ও শিখতে চাই।

IMG-20211124-WA0005.jpg

Steetmit platform এ এটাই ছিলো আমার প্রথম পোস্ট।সবাই মিলে এখনো অনেক পথচলা বাকি। ভালো থাকুন সবাই, আপনাদের সবার সাথে নিজেকে পরিচয় করানোর সুযোগ পেয়ে ভালো লাগলো।পরবর্তি post এ আবার কথা হবে সবার সাথে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Hello, Welcome

  • I invite you to show a new presentation photo holding a sign where the word Steemit, Bangladesh, Username, Achievement-1, and the current date should appear, this information should be handwritten.

Thank You.

Thanks sir for replying me.
But sir I have handwritten my username, Bangladesh, current date, steemit word, achievement-1 on my presentation photo.Now I don't understand clearly what I need to change. thank you sir.