হ্যালো স্টিমিয়ান বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন, আমিও ভালো আছি।আমি আপনাদের মাঝে আমার পরিচয় মূলক পোস্ট নিয়ে হাজির হলাম।
আমার পরিচয়:
আমার নাম তমাল রায়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা দুই ভাই এক বোন। ভাই-বোনদের মধ্যে আমি সবার বড়। পরিবারে আমার বাবা আছে, মা নেই। ছোটবেলা মাকে হারিয়েছি।
২০০৪ সালে মা স্ট্রোক করে পরপারে আমাদেরকে ছেরে চলে যান । খুব কষ্ট করে পরিবারে ভাই-বোনদের নিয়ে বড় হয়েছি, মা ছাড়া যেভাবে হয়। অল্প বয়সে আমরা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি। পৃথিবীতে সকল উর্ধ্বে হচ্ছে মা।
আমার বাবা একজন ব্যবসায়ী, ছোট বোনকে বিয়ে দিয়ে দিয়েছি ওর দুটি ছেলে সন্তান রয়েছে, ছোট ভাই একটি প্রাইভেট কোম্পানিতে ছোট খাটো চাকরি করে। আমি ১২-০৮- ২০২০ সালে বিউটি রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
২০২১ সালে আমরা দুজন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে পরম পুজনিয় গুরুদেব শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজের কাছ থেকে দীক্ষা নেই। আমাদের দুটি মেয়ে সন্তান রয়েছে। প্রথম সন্তানের নাম চিওরুপা রায় তিথি বয়স ১ বছর ১০ মাস আর দ্বিতীয় সন্তানের নাম আদ্রিতা রায় আয়ুশী বয়স ১ মাস ১০ দিন। সবাইকে নিয়ে আমাদের পরিবার।
স্থায়ী ঠিকানা: সুজাতপুর, বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
বর্তমান ঠিকানা: শাহাপুর, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
Edited by Picsart Apps
শিক্ষাগত যোগ্যতা:
আমি ২০০৪ সালে সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণী পাস করি। এই স্কুলটি আমার বাড়ির পাশে ছিল। তাই সেখান থেকেই আমার প্রথম হাতে খড়ি হয়।আমি ২০১০ সালে হানিফ খাঁন দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় সুজাতপুর থেকে মাধ্যমিক পাস করি।
আমি ২০১২ সালে শচীন্দ্র ডিগ্রী কলেজ হবিগঞ্জ হতে উচ্চ মাধ্যমিক পাস করি। আমি ২০১৬ সালে বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ থেকে ব্যাচেলার ডিগ্রী সম্পন্ন করি।
আমার পেশা:
২০১৪ থেকে ২০১৫ সালে ১ বছর একটি এনজিওতে পড়ালেখার পাশাপাশি চাকরি করি।লেখাপড়া শেষ করার পর আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়াই। এরপর কিছুদিন বাবার ব্যবসা দেখি।
অবশেষে ২০২১ সাল থেকে আমি চাকরি জীবনে ফিরে আসি। স্টার পোরসেলিন লিমিটেড কোম্পানিতে, সহকারী কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত আছি। মানুষকে সহযোগিতা করার সব সময় চেষ্টা করি।
আমার শখ:
*আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। সুযোগ পেলেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে ঘুরতে যাই।যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা,গুয়াহাটি রাজ্যগুলোতে আমাদের আত্মীয়-স্বজন আছে । তাদের সঙ্গে দেখা করতে এবং বিভিন্ন দর্শনিয় স্থান ঘুরে দেখার জন্য।
আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি।
ক্রিকেট আমার প্রিয় খেলা। আর আমি ক্রিকেট খুব ভালো খেলতে পারতাম।ব্যাডমিন্টন ভালো খেলতে পারি। ব্যাডমিন্টন আমার ভালো লাগে খেলতে। কেরাম বোর্ড ভালো খেলতে পারি, ফুটবলও খেলতে পারি।
আমার লক্ষ্য :
ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমি যেন দুঃখি মানুষ দেরকে সহযোগিতা করতে পারি এবং পৃথিবীর সকল মানুষদেরকে যেন ঈশ্বর ভালো রাখে।আর আমার পরিবারের সবাইকে নিয়ে যেন একত্রে বসবাস করতে পারি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
★মানুষ মানুষের জন্য★
আমার আজকের এই পরিচয় মূলক পোস্ট এখানেই শেষ করছি। আর আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারি ছোট ভাই @shariful12 এর থেকে।
এখানে আমার ফেসবুক প্রোফাইল লিংক শেয়ার করছি ।
https://www.facebook.com/roytomal1?mibextid=ZbWKwL
আমার প্রিয় বড় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই প্লাটফর্মে কাজ শুরু করার জন্য। আশা করছি আপনি আপনার সৃজনশীলতার মাধ্যমে এই প্লাটফর্মে অনেক দূরে এগিয়ে যাবেন। তার পাশাপাশি এই প্লাটফর্মের সব ধরনের নিয়মকানুন মেনে কাজ করবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you dear Shoriful for your kind information & nice comment.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে এই প্লাটফর্মে স্বাগতম, আশা করছি আপনারই যাত্রা অনেক অনেক শুভ হবে এবং দীর্ঘ পথ অতিক্রম করবেন। আপনি আপনার সৃজনশীলতা দিয়ে এই প্লাটফর্মে অনেক দূরে গিয়ে যান এই কামনা করি ধন্যবাদ 🌹🌹🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you dear jahidul for your beautiful comments.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যালো @tomalroy, স্টিমিটে আপনাকে স্বাগতম
আমি Ripon এবং আমি এই প্লাটফর্মে আপনার যাত্রা শুরু করতে সাহায্য করার জন্য ইচ্ছুক । আপনি আমাকে নতুনদের ডিসকর্ড চ্যানেলে খুঁজে পেতে পারেন - সেজন্য এখানে ভিজিট করুন
আপনি এখনও কোনো ক্লাব এর সদস্য হয়ে উঠেননি সেইজন্য #club100 এই ট্যাগ টি রিমুভ করে দিন ।
আপনার অ্যাচিভমেন্ট ১-এ ভেরিফিকেশন পেতে এক মাস সময় লাগবে, আশা করছি এই সময়ে আপনি কমিউনিটিগুলোতে নিয়মিত পোস্ট এবং কমেন্ট করবেন । আপনার পছন্দের উপর ভিত্তি করে, আমি আপনাকে বিভিন্ন কমিউনিটিতে যোগদান এবং সক্রিয় হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি ৷ আপনি সকল কমিউনিটি গুলোর লিন্ক এখানে দেখতে পাবেন । আমি আবারো আপনাকে লিখনির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি যে বিষয়ে আপনি সবচেয়ে বেশি আগ্রহী আর কমিউনিটিগুলো যে ধরনের বিষয়বস্তু পছন্দ করে ।
এই সময়ের মধ্যে, আপনি অন্যান্য স্টিমিয়ানদের পোস্ট পড়া এবং মন্তব্য করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন বলে আশা করছি । এটি ভেরিফিকেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা এই প্লাটফর্মে আপনার ভিত্তি মজবুত করবে।
এখানে একটি সম্পূর্ণ গাইড রয়েছে যা স্টিমিটে আপনার যাত্রার সময় আপনাকে গাইড করবে: 👉👉👉🆕স্টিমিট এ নতুন? এখান থেকে শুরু করুন ! সেইসাথে 📜 নতুনদের গাইডলাইন সম্পর্কে আরও বিশদ আলোচনা যা সম্পূর্ণ ঐচ্ছিক৷
আপনার যদি কোন প্রশ্ন থাকে বা কোন কিছুর জন্য সাহায্যের প্রয়োজন হয়, জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। আমরা সবাই এখানে একে অপরকে সহযোগিতা করতে এবং স্টিমিটকে একটি দুর্দান্ত কমিউনিটি তৈরি করতে এসেছি!
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমিটে আপনাকে স্বাগতম, ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Dear bro,
Thank you for your comment
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello dear @tomalroy, I have selected your post as a beneficiary for my day's post that I will publish in a little while. You will see the rewards in your wallet after one week. Please keep powering up to make your account more powerful. My best wishes for a grand journey on Steemit.
Link of my post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit