Achievement Post 1: My Indroduction Post

in hive-172186 •  2 months ago  (edited)

photo1.jpg

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই প্লাটফর্মে আমি নতুন। আপনাদের সাথে কাজ করতে আমি আগ্রহী। আশা করি সবাই আমার ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

পরিয়চয়ঃ আমি তন্ময়।আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত আছি। আমার বাসা সিলেটের হবিগঞ্জে। আমার গ্রামের নাম বানিয়াচং যা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। আমাদের গ্রাম ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত। আমাদের গ্রামে একটা রাজবাড়ী, একটা সোয়াম্প ফরেস্ট,একটা বড় দিঘী আছে।
আমার পরিবারের সদস্য সংখ্যা তিনজন। আমার মা একজন গৃহিণী। আর আমার বোন এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছে । সে বর্তমানে চাকরির প্রস্তুতি নিচ্ছে। আমার বাবা ২০০৪ সালে মারা যান।আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা নানা বাড়িতে থাকি। আমার নানা বাড়ির পরিবারের সদস্য সংখ্যা ৪৮ জন। যৌথ পরিবার হওয়ায় সবাই মিলেমিশে থাকার যে আনন্দ এটা খুব ভালোভাবে অনুভব করি। আমরা বিভিন্ন জাতীয় দিবসে একসাথে রান্নাবান্না করি, একসাথে খাওয়া দাওয়া করি। আমার মামাতো ভাই তো মোট ২২ জন। ফলে আমরা নিয়মিত ফুটবল এবং ক্রিকেট খেলি।দুইটা দল গঠন করতে আমাদের তেমন একটা কষ্ট করতে হয় না। প্রতিবছর কোরবানি ঈদের সময় গরু মাংস কাটার সময় বাড়ির জন্য আলাদা করে মাংস রান্না করা হয়। মাংস বাড়ি বাড়ি দেয়ার পর সবাই একসাথে বসে ঈদের দিন দুপুরে খাওয়া দাওয়া করি। বিকেলে কখনো কখনো নৌকা ভ্রমনে যায় আবার কখনো কখনো আত্মীয়দের বাড়িতে যাই।

Nouka.jpg

Nikli hoar.jpg
নিকলী হাওড়

Nikli haor.jpg
নিকলী হাওড়

Gach.jpg
আমার লাগানো গাছ

শখঃ আমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে। যখন ক্লাস সিক্স-সেভেনে পড়তাম তখন মনে মনে ভাবতাম যে আমি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলব। বড় হওয়ার সাথে সাথে এসে স্বপ্নটা পরিবর্তন হয়ে গেল। তাছাড়া গাছ লাগাতে খুব ভালো লাগে। তারপর ভালো লাগে কিন্তু গান গাইতে পারি না। সবচেয়ে বেশি ভালো লাগে ঘুরতে কিন্তু টাকার অভাবে ঘুরতে পারি না। তা ও এলাকার মধ্যে দেখার মত যে জায়গা গুলো আছে ওইগুলাতে যাই। আমার গল্পের বই পড়তে ভালো লাগে বিশেষ করে হুমায়ূন আহমেদের বই। আমার রান্না করতে খুব ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করতে। আমার নৌকা চালাতে ভালো লাগে। মাঝে মাঝে আমাদের বাড়ির কেয়ারটেকার শাহবাজ ভাইকে নিয়ে দীঘিতে আমি নৌকা চালাতে চাই।

আমি স্টিমিট সম্পর্কে যেভাবে ধারণা পাইঃ
আমার ডিপার্টমেন্টের বড় ভাই @shahriar33 এই প্লাটফর্মে অনেকদিন ধরে কাজ করেন। আমি যখন উনাকে অনলাইন উপার্জন সম্পর্কে প্রশ্ন করি তখন প্ল্যাটফর্ম সম্পর্কে আমাকে বিস্তারিত ধারণা দেন। ধন্যবাদ শাহরিয়ার ভাইকে এই প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা দেয়ার জন্য নাইলে আপনাদের সাথে পরিচিত হতে পারতাম না এবং আপনাদের সাথে কাজ করার সুযোগ পেতাম না। আমি আশা রাখবো সাহায্য করবেন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে সময় নিয়ে আমার গল্পটা পড়ার জন্য।
ভালো থাকবেন সবাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

Holisss...

Welcome to Steemit

--
This is a manual curation from the @tipU Curation Project.

welcome to steem world, Junior!

Please Follow me back i have followed you

Steemit স্বাগতম!

এই পোস্টটি @philhughes এর মাধ্যমে টিম 7 দ্বারা আপভোট/সমর্থিত হয়েছে। আমাদের দল সম্প্রদায়ে যোগ করে এমন সামগ্রী সমর্থন করে৷

image.png

Hi,

"Welcome to the Green Earth community! Let's improve the Earth together, protect natural resources and work for a sustainable future. You're welcome to join!"

Here is our community link @hive-175406

Important Note

This is a great opportunity for all new user to subscribe to the community and post your post in this community and get great rewards.

There is a great contest going on in this community and you can participate and win prizes

Contest Link Here

1725374718730.jpg

হ্যালো @tonmoy2002, স্টিমিটে আপনাকে স্বাগতম

আমি @ripon0630 এবং আমি এই প্লাটফর্মে আপনার যাত্রা শুরু করতে সাহায্য করার জন্য ইচ্ছুক । আপনি আমাকে নতুনদের ডিসকর্ড চ্যানেলে খুঁজে পেতে পারেন - সেজন্য এখানে ভিজিট করুন

আপনার অ্যাচিভমেন্ট ১-এ ভেরিফিকেশন পেতে এক মাস সময় লাগবে, আশা করছি এই সময়ে আপনি কমিউনিটিগুলোতে নিয়মিত পোস্ট এবং কমেন্ট করবেন । আপনার পছন্দের উপর ভিত্তি করে, আমি আপনাকে বিভিন্ন কমিউনিটিতে যোগদান এবং সক্রিয় হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি ৷ আপনি সকল কমিউনিটি গুলোর লিন্ক এখানে দেখতে পাবেন । আমি আবারো আপনাকে লিখনির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি যে বিষয়ে আপনি সবচেয়ে বেশি আগ্রহী আর কমিউনিটিগুলো যে ধরনের বিষয়বস্তু পছন্দ করে ।

সতর্ক বার্তা: দয়া করে আপনার বিষয়বস্তু তৈরি করার জন্য প্লাগারিজম করা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের সাহায্য নিবেন না, এইটি স্টিমিটে সম্পূর্ণ নিষিদ্ধ ।

এই সময়ের মধ্যে, আপনি অন্যান্য স্টিমিয়ানদের পোস্ট পড়া এবং মন্তব্য করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন বলে আশা করছি । এটি ভেরিফিকেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা এই প্লাটফর্মে আপনার ভিত্তি মজবুত করবে।

এখানে একটি সম্পূর্ণ গাইড রয়েছে যা স্টিমিটে আপনার যাত্রার সময় আপনাকে গাইড করবে: 👉👉👉🆕স্টিমিট এ নতুন? এখান থেকে শুরু করুন ! সেইসাথে 📜 নতুনদের গাইডলাইন সম্পর্কে আরও বিশদ আলোচনা যা সম্পূর্ণ ঐচ্ছিক৷

এই সকল বিষয় গুলো অবশ্যই ঐচ্ছিক কিন্তু আমরা দৃঢ়ভাবে এই পদ্ধতি অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি ।

আপনার যদি কোন প্রশ্ন থাকে বা কোন কিছুর জন্য সাহায্যের প্রয়োজন হয়, জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। আমরা সবাই এখানে একে অপরকে সহযোগিতা করতে এবং স্টিমিটকে একটি দুর্দান্ত কমিউনিটি তৈরি করতে এসেছি!

ধন্যবাদ

ধন্যবাদ ভাই

Hello
@tonmoy2002

I would like to welcome you on this beautiful platform wholeheartedly.

I am the member of the Incredible India community

I love to welcome you to our community. I have just visited your profile that is attractive. Our community is general, so it will be enjoyable for you.

So it would be our pleasure to have you in our community with many more great contents.

Our discord:- Meraindia discord link

Regards,
@piya3 (Member)
Incredible India community