ফেলে আশা দিনগুলো আবার যদি পেতাম।

in hive-172186 •  5 months ago 

আজ-বৃহস্পতিবার।।
১৮-এপ্রিল২০২৪-ইংরাজি।
০৫-বৈশাখ-১৪৩১-বাংলা।
৮-শাওয়াল-১৪৪৫-হিজরি।

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই।প্রিয় কমিটির সকল সদস্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আমরা এই কমিউনিটি থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করছি।নিজেদের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা প্রকাশ করতে পারছি এবং অর্থ উপার্জন করছি।এর পিছনে কমিউনিটি সহ এডমিন মডারেটরদের অনেক অবদান রয়েছে।সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।আমাদের কাটিয়ে আসা ছোট বেলা ও বর্তমান সময়ের কিছু কথা শেয়ার করব। সেই সময় আমরা সকলেই অনেক মিস করছি। ঔদিন যদি আবারো ফিরে পেতাম এমন সময় এমন দিন এমন আনন্দ মুহূর্তটা কতোই না ভালো হতো।

field-6558125_1280.jpg

কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে

আমাদের সকলের ছোটবেলার কাটানো দিনগুলো কমবেশি মনের মাঝের স্মৃতি হয়ে রয়েছে। বর্তমান সময়ে এবং আমাদের সময় মধ্যে কিছু পার্থক্য রয়েছে এই পোস্টের মাধ্যমে তা আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করছি। আমরা যারা ১৯৯৪ সাল থেকে ২০০২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছি তাদের মধ্যে হয়তো কোন বিশেষ কিছু ছিল না। আমাদের সময় ছিল না তেমন কোনো মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার। বিশেষ দরকারে ব্যবহার হতো চিঠি আদান-প্রদান। শৈশবকালে ছিল না কোন চিন্তা ছিল না কোন ভাবনা আনন্দের কাটতো দিন।পুকুরে গোসল করতে গিয়ে ডুব দিয়ে পা টেনে ধরে ভয় দেখাতাম। স্কুলে যাওয়ার পথে বন্ধুর গলা ধরে স্কুলে যেতাম এবং সারা রাস্তা গল্প করতাম। আমাদের সময় ৩ টাকা দামের একটি কলম ছিল জেটি স্কুলের পড়া না পারলে স্যারেরা দুই আঙ্গুলের মাঝখানে ঢুকিয়ে শাস্তি দিতেন। আমরা ওই সময় দরজার পাসে দাঁড়িয়ে থেকে চমকে দিতাম বন্ধুদের।৫ টাকার ঝাল মুড়ি কিনে তিন-চার জন বন্ধু মিলে ভাগ ও কারা কারি করে খেতাম।

কারো মাথাই মাথাই গুতা লাগলে সিং গজাবে ভেবে আরেকটি গুতা দিতাম। সেই সময় এক টাকায় ৪টি লজেন পাওয়া যেত। সেই লজেন গুলো কিনে বন্ধুদের সঙ্গে আনন্দ করে পার্টিসিপেট করতাম। স্কুলে গিয়ে কলম দিয়ে কলমের সঙ্গে লড়াই করা খেলতাম। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে বন্ধুরা মিলে ঘুরতে যেতাম।আমাদের সময় এক ও দুই টাকা করে রঙিন আইসক্রিম ছিল এবং সকাল সন্ধা নামে আইসক্রিম গরম পড়লে কিনে খেতাম। আকাশে পেলেন বা হেলিকাফটারের শব্দ হলে রুম থেকে বেরিয়ে আসতাম সবাই।স্কুল শেষে বন্ধুদের সঙ্গে বাজি ধরে দৌড়ে আগে বাসায় চলে যেতাম।শুক্রবার হলে যেন সকালে আর ঘুম ভাঙতো না শুক্রবারের জুম্মার নামাজ পড়তে যেতাম সিন্নি খাওয়ার জন্য।রাতের জন্য অপেক্ষা করতাম আলিফ লায়লা দেখার জন্য। আমাদের সময় সিসিমপুর কার্টুন দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতাম।যে কোনো ফলের বিচি খেয়ে ফেললে চিন্তা করতাম পেটের ভিতরে গাছ জালাবে। ফাইনাল পরীক্ষা শেষ হলে তো মজাই আলাদা নানা বাড়ি মামা বাড়ি যার জন্য তারাহুরো করতাম।

সেসব কথা মনে হলে ভাবতে থাকি আবার যদি ফিরে পেতাম সেই সময়। ছোট থাকতে ভাবতাম কবে হব বড় আর এখন ভাবি ছোট ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল।বড় তো হয়েছি তবে এখনকার কাটানো বিকাল আর তখনকার কাটানো বিকাল অনেক পার্থক্য।আগে বন্ধুদের সঙ্গে কত খেলাধুলা করেছি খেলার মাঠে অনেক আড্ডা দিয়েছি।রাতে যখন জোছনার আলোয় রাস্তাতে হেঁটেছি একজন আরেক জনকে বলেছি চাঁদ মামা আমার সাথে আজকে হাটছে।কতোই না ভালো ছিল সেই শৈশব কাল সেই সুন্দর মুহূর্ত গুলো।আশা করি আপনারাও এখনো অনুভব করেন শেষ দিনগুলো।সেই কাটানো দিনগুলোর কথা এখনো মনে পড়লো অনেক আনন্দ লাগে।মনে হয় ফিরে যায় সেই শৈশবকালে।

লোকেশনকুমিল্লা, বাংলাদেশ।
ডিভাইসস্যামসাং এম ২১
পোস্টরাইটিং
রাইটিং@toufik2929
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Hello friend...

The newcomer community is a special community for new steemit users, you can only release achievement 1 to achievement 6 posts and compilation tasks in this community

I invite you to participate in the Newcomer Achievement Program. As a first step to complete the Achievement 1 task you can follow this link: Achievement 1: Verification Through Introduction

Note

Anyone is prohibited from publishing general posts on the Newcomer Community other than the Achievement Task, as a penalty we will mute your posts

I appreciate your cooperation
Regards