আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই । আমার নাম রাকিব ইসলাম । আমার বয়স ২০ বছর। আমি বাংলাদেশে বসবাস করি। এখন ডিপ্লোমা তে অধ্যায়ন করছি। আমার গ্রামের বাড়ি খুলনা বিভাগ কুষ্টিয়া জেলায় ভেড়ামারা থানা, ধরমপুর গ্রামে অবস্থিত। আমাদের ছোট্ট একটি পরিবার আমি আব্বা মা ভাই আমার আব্বা ব্যবসা করে আমার মা আমার মা শিক্ষিকা আমরা দুই ভাই আমি ছোট। আমার বড় ভাই সাজিদ তিনি পানি উন্নয়ন বোর্ড চাকরি করেন।
স্টিমিট/ক্রিপ্টাে বিষয় নিয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। তবে বর্তমানে এটি সম্পর্কে জানা এবং শেখার চেস্টা করছি।
আমার শখ বা পছন্দ ক্রিকেট খেলা তাই সময় পাইলেই ব্যাট বল নিয়ে মেতে উঠি বন্ধুদের সাথে। আমার স্বপ্ন ছিলো ক্রিকেটার হবার কেননা ছোট বেলা থেকে এই খেলার প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করে। বাংলাদেশের খেলা যখন হয় তখন সব কিছু বাদ দিয়ে খেলা দেখে থাকি।
আমি আমার পোস্ট এ গ্রাম বাংলার প্রকৃতি রুপ ছবির মাধ্যমে ফুটিয়ে তুলার জন্য চেষ্টা করবো আপনাদের সামনে। কেননা আমি জন্মে থেকেই এই গ্রামে বড় হয়েছি এই গ্রামের মাটির মাটি মানুষের সাথে আমি ওতপ্রতভাবে জড়িত। গ্রামের মানুষগুলি খুব সহজ সরল হয়ে থাকে। তারা ক্ষেতখামারে কাজ করে থকে তাদের এটাই রুটিরুজির প্রধান মাধ্যম। যেহেতু আমি ছোট থেকে এই গ্রামে আছি আমি তাদেরই একজনের মতই কেন না আমি ও মাঝেমধ্যে আমার বাবাকে সাহায্যা করার জন্য মাঠে যাই, এতে আমার ভালই লাগে। এছাড়াও আমি আমার দৈনিক দিনলিপি আপনাদের সাথে শেয়ার করবো৷
আমাকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবে ধন্যবাদ সবাইকে