আসসালামু আলাইকুম সবাইকে আমি @nobirbd.
- আমি আজকে আপনাদের সাথে আমার একটি পছন্দের খাবার সম্পর্কে শেয়ার করবো, আরো অনেকগুলো পছন্দের খাবার রয়েছে তার মধ্যে অন্যতম একটি খাবার হলো চা, শুধু আমার না, আমার দেখা অনেক মানুষেরই প্রিয় খাবার চা, চা ছাড়া তাদের সকাল হয় না, চা ছাড়া তাদের বিকাল হয়না, এবং চা ছাড়া তারা ঘুমাতেও যেতে পারে না,আমার দেখা এমন অনেক মানুষ রয়েছে যারা দিনে ৯/১০ কাপ চা খায়, চা ছাড়া তাদের চলেই না। সুতরাং আমি চা নিয়ে আমার কিছুই স্পেশাল ঘটনা বা সময় শেয়ার করব আপনাদের সাথে.
Assalamu Alaikum everyone I'm @nobirbd
- I will share with you today one of my favorite food, There are many other favorite foods, one of which is tea, not just me, but the favorite food of many people I see, tea, they have no morning without tea, they have no afternoon without tea, and without tea they can't go to sleep. There are many people who drink 9/10 cup of tea a day, they can't go without tea. So I will share any of my special events or time with you about tea.
★চায়ে ভালোবাসা, চায়ে শান্তি, চায়ে জীবন, চায়ে তৃপ্তি।
Tea is Love, Tea is Peace, Tea is Life, Tea is Contentment
- ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের কোন তুলনাই হয়না, আর চায়ে আছে এক অভাবনীয় আকর্ষণ,
চায়ের গুনাগুন সম্পর্কে আজকাল বিজ্ঞানীরা বলেন, ক্যানসার রোধে চায়ের উপকারিতা পাওয়া যায়, চায়ের কিছু উপাদানে প্রাণী কোষের ডিএনএ সুরক্ষায় কাজ করে।
- There is no comparison to a cup of tea to relieve fatigue, and tea has an unimaginable attraction, Regarding the quality of tea, scientists nowadays say that tea has benefits in preventing cancer, some of the ingredients in tea work to protect the DNA of animal cells.
চা পান বিশেষ উপকার..☕
Drinking tea has special benefits..☕
1.চায়ে আছে এপিগ্যালোক্যাটেচিন-গ্যালেট (ইজিসিজি) নামক এক ধরনের রাসায়নিক পদার্থ, যা খুব কার্যকর এন্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি এর চেয়ে 100 গুণ বেশি ফলদায়ক, এটি ডিএনএ সেলগুলোকে এমন ভাবে সুরক্ষা দেয়, যেন ক্যান্সারের প্রভাবর রূপান্তর না ঘটে,
1. Tea contains a chemical called epigallocatechin-gallate (EGCG), a very effective anti-oxidant, 100 times more effective than vitamin C, which protects DNA cells in a way that does not reverse the effects of cancer.
২. গ্রিন টি তুলনামূলক ভালো কেননা এটি শুধু চা-পাতাকে ভেপে থাকে শুখিয়ে বানায়,
2. Green tea is relatively good because it only brews and dries the tea leaves.
3. গ্রিন টি ( ইজিসিজি) নামক ইউরোকিনেজ নামক এনজাইম তৈরিতে বাধা দেয়,
3. Inhibits the production of an enzyme called urokinase called green tea (EGCG).
4.শুধু চা অনেক উপকারী, কিন্তু চায়ের সাথে দুধ চিনি মেশালে চায়ের স্বাদ বৃদ্ধি পায়, তবে বিজ্ঞানীরা বেশিরভাগ সময়ে লাল চায়ের কত বেশি বলেছে,
4. Only tea is very beneficial, but mixing milk sugar with tea enhances the taste of tea, but scientists have often said how much more red tea.
5.চা তৈরি করার সবচেয়ে ভালো উপায়, প্রথমে পানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপর পানিকে চুলা থেকে নামিয়ে প্রতিকাপ অনুযায়ী এক চামচ করে চা-পাতা দিতে হবে, খেয়াল রাখতে হবে পানি যেতে কোন ভাবে ঠান্ডা না হয়, চার থেকে পাঁচ মিনিট পরে কাপে ঢালে নিন,
5. The best way to make tea is to first boil the water well, then take the water out of the oven and add one teaspoon of tea leaves according to the remedy, taking care that the water does not get cold in any way, and after four to five minutes in the cup. Take the slope.
Photographer | Location | Device |
---|---|---|
@nobirbd | mirpur 🇧🇩 Dhaka Bangladesh | 8x |
আমি বাংলাদেশের অনেক ফেমাস চায়ের দোকানে চা খেয়েছি, তার মধ্যে এটি অন্যতম, এটা আমার বাসার পাশে আমার বাসা থেকে 4/5 মিনিট হেঁটে যেতে লাগে, প্রায় প্রতিদিনই আমি এখানে চা খাই, এবং বন্ধুদের সাথে আড্ডা দেই সময় কাটাই।
I have had tea at many famous tea shops in Bangladesh, it is one of them, it takes 4/5 minutes walk from my house next to my house, I have tea here almost every day, and spend time chatting with friends.
এখানে অনেক ধরনের চা পাওয়া যায়, মোটামুটি সব ধরনের চা আমার খাওয়া হয়েছে একবারের জন্য হলেও, কিন্তু নির্দিষ্ট কিছু চা আছে যা সব সময় খাওয়া হয়, যা আমার আমার অনেক পছন্দের, আমার কিছু পছন্দের তালিকা নিছে উল্লেখ করলাম।
There are many types of tea available here, almost all types of tea I have consumed at least once, but there are certain teas that are consumed all the time, which I have listed as my many favorites, some of my favorites.
📸Milk Tea☕
- এটার নাম হলো দুধ চা, এটা দুধ চিনি এবং চা পাতা সংমিশ্রণে তৈরি করা হয়, হয়তো আরও অনেক উপাদান দেয় তা আমার যানা নেই, এই চা খেতে অনেক সুস্বাদু হয়, বেশিরভাগ সময়ে এই দুধ চা খাওয়া হয়, একটু কম 20 থেকে 30 টাকার মধ্যে প্রতি কাপ চা পাওয়া যায়।
- Its name is milk tea, it is made from a combination of milk sugar and tea leaves, maybe it gives many more ingredients I don't know, this tea is very tasty to eat, most of the time this milk tea is consumed, a little less 20 to 30 rupees per Cups of tea are available.
📸Sir Malai Tea☕
এই চায়ের নাম হল সর মালাই চা, যদিও দেখতে দুধ চায়ের মত কিন্তু এছাড়া দুধের মালাই থাকে, তাই তার নাম সর মালাই চা বলা হয় বা মালাই চা বলে অনেকে, আমার কাছে দুধ চা থেকেও সর মালাই চা অনেক সুস্বাদু মনে হয়, আর দুধ চা তুলনায় সর মালাই চায়ের দাম অনেক বেশি, প্রতি কাপের দাম 40 থেকে 50 টাকা পড়ে।
The name of this tea is Sir Malai Tea, although it looks like milk tea but also contains milk Malai, so it is called Sir Malai Tea or many people call it Malay Tea. The price of Malay tea is very high, the price per cup is 40 to 50 rupees.
📸Cashew Nut Tea☕
এই চায়ের নাম হলো কাজু বাদামের চা,
এই চা অনেক ঘন হয়, এই চা অনেক উপাদান এর সংমিশ্রণে তৈরি করা হয়, এই চায়ে স্পেশালভাবে কাজু বাদামের গুঁড়ো দেয়া হয়, তাই খাবারের সময় বাদামের গন্ধ পাওয়া যায়, এবং ছোট ছোট বাদামের অংশও পাওয়া যায়, প্রতি কাপ চায়ের দাম 70 থেকে 80 টাকা পড়ে, এছাড়া এর চাহিদা অনেক বেশি থাকে, চায়ের দোকানে এই চা খাবারের জন্য সিরিয়াল থাকতে হয়, ঢাকায় এই চায়ের অনেক চাহিদা,This tea is called cashew nut tea, This tea is very thick, this tea is made from a combination of many ingredients, this tea is specially given cashew nut powder, so the smell of almonds is found during meals, and small portions of almonds are also available, the price of each cup of tea is 70 to 80 rupees.Besides the demand for it is very high, tea shops have to have cereals for this tea, there is a lot of demand for this tea in Dhaka.
📸Horlicks Tea☕
যদিও এই চাটি দেখতে মালাই চা বা দুধ চায়ের মতো,
কিন্তু এই চায়ের নাম হরলিক্স চা, যা আমার কাছে বিশেষ স্পেশাল চায়ের মত মনে হয় না, এটি প্রায় দুধ চায়ের মত, কিন্তু এই চায়ের এর বিশেষ গুনাহ হল চা থেকে হরলিক্স এর গন্ধ পাওয়া যায়, যাহা হরলিক্স ফ্লেভার, খেতে মোটামুটি স্বাদের, প্রতি কাপ এই চায়ের দাম 50 থেকে 60 টাকার মধ্যে পড়ে।Although this tea looks like Malay tea or milk tea, But the name of this tea is Horlicks tea, which does not seem like a special tea to me, it is almost like milk tea, but the special sin of this tea is that the tea has Horlicks flavor, which is Horlicks flavor, it tastes good to eat, every cup of this The price of tea falls between 50 to 60 rupees.
📸Red Tea☕
আমার সামনে যে চাটি দেখতে পাচ্ছে এটি হলো লাল চা বা রং চা বলা হয়, আমার দেখা মতে চায়ের দাম সবচেয়ে কম, কিন্তু এই চায়ের উপকারিতা সবচেয়ে বেশি, ডাক্তার সবসময় লাল চা খেতে বলে কেননা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এছাড়া অনেক উপাদান এর সংমিশ্রণে তৈরি করা হয়, যেমন আদা, লং, এলাচি, পুদিনা পাতা, কালোজিরা, ইত্যাদি, এ প্রতি কাপ চায়ের দাম 15 থেকে 20 টাকার মধ্যে পড়ে।
The tea in front of me is called red tea or color tea, The price of tea is the lowest in my opinion, but the benefits of this tea are the most, doctors always say to drink red tea because it increases the body's resistance to disease, also made from a combination of many ingredients, such as ginger, long, cardamom, mint leaves, black cumin, Etc., the price of a cup of tea falls between 15 to 20 rupees.
📸 Tea with friends☕
📸 Almond Ghee Honey Tea ☕
বন্ধুদের সাথে চায়ের আড্ডা বেশিরভাগ সময় শীতকালে বেশি জমে আমাদের দেশে, শীতের রাতে যখন শীতের কাঁপুনিতে সব একাকার হয়ে যায় তখন এক কাপ চা এই শান্তি মিলে।
- Tea chat with friends Most of the time in our country it gets colder in winter, when on a winter night when everything is alone in the chill of winter, a cup of tea matches this peace.
📸Famous Tea Shop ☕
বাংলাদেশ মধ্যে অনেক বিখ্যাত চায়ের দোকান রয়েছে তার মধ্যে এটি অন্যতম চায়ের দোকান, এই চায়ের দোকানের নাম হলো রাজা মামার চায়ের দোকান, বিকাল বা সন্ধ্যা হলেই এই দোকানের শত শত মানুষের উপস্থিতি হয় চা খাওয়ার জন্য, এটি অনেক নামকরা দোকান, এটি অবস্থিত রেলগেট এয়ারপোর্ট ঢাকা বাংলাদেশ।
There are many famous tea shops in Bangladesh. It is one of the tea shops. The name of this tea shop is Raja Mama Tea Shop. Hundreds of people come to this shop in the afternoon or evening to have tea. It is a very famous tea shop. It is located at Railgate Airport Dhaka Bangladesh.
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি মন দিয়ে পড়ার জন্য, এ পোস্টের মাধ্যমে আমি আমার একটি পছন্দের খাবারের কথা শেয়ার করলাম,
আপনাদের অনুপ্রেরণা ফেলে ইনশাল্লাহ আরো করবো, চাইলে আপনিও আপনার পছন্দের খাবারের কথা আমাদের কাছে শেয়ার করতে পারেন স্টিমিট এর মাধ্যমে।Thanks everyone for reading my post carefully, I shared one of my favorite foods through this post, Inshallah I will do more by leaving your inspiration, if you want you can also share your favorite food with us through Steemit.
অতঃপর ধন্যবাদ সবাইকে আমার এই পোস্টটি মন দিয়ে পড়ার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য, সবার সুস্থ দেহ সুন্দর মন কামনা করছি, আল্লাহ হাফেজ।
Then thank you all for supporting me to read this post with all my heart, I wish everyone a healthy body and a beautiful mind, Allah Hafez.
Good Morning
Friend@nobirbd
Congratulations on your achievements, I wish you every success.
Many blessings
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Wow. impressive post. keep it up bro.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit