Thirteen picture📸 of our night village🏞️ market 🌁 || Chandpur || 16/5/2021 night moment //

in hive-173434 •  4 years ago  (edited)
  • আসসালামু আলাইকুম,আমি নবির হোসেন সোহান

    বাংলাদেশ থেকে, সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন, সবাইকে আমাকে পক্ষ থেকে জানাই ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন, আমি আজকে আপনাদের সাথে আমাদের গ্রামের বাজারের কিছু ছবি ও গল্প তুলে ধরবো.

  • Assalamu Alaikum, I am @nobirbd

    From Bangladesh, how are you all, I hope everyone is well, I wish everyone a happy Eid-ul-Azha on my behalf, I will share with you today some pictures and stories of our village market.

one no picture📸

IMG_20210516_194332-01.jpeg

  • প্রথমে বাজারে ঢুকতেই সামনে মাছ বাজার দেখতে পেলাম, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে অনেক বড় বড়, তাদের মধ্যে কিছু সামুদ্রিক মাছেও দেখা যাচ্ছে, তবে ঈদের উপলক্ষে বাজারে মানুষ কম দেখা যাচ্ছে, হয়তো সবাই সবার পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে ব্যস্ত, তাই বাজারে একটু কম ক্রেতা দেখা যাচ্ছে আর কম বিক্রেতা তো দেখা যাচ্ছে।

  • As soon as I entered the market, I saw a fish shop in front of it. There are many different kinds of big fish, some of them are marine fish, but there are less people in the market for Eid, maybe everyone is busy celebrating Eid with their families, so there are less buyers in the market. It is seen that less sellers are seen.

2 no picture📸

IMG_20210516_194242-01.jpeg

  • এটা অন্য একটা মাছের দোকান, এখানে অনেক বড় এবং ছোট মাছও দেখা যাচ্ছে তার মধ্যে রুই মাছ, বোয়াল মাছ, কিছু চিতল মাছও দেখা যাচ্ছে আরো কিছু সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে, তবে প্রতিদিন এর মতো বাজারে ক্রেতা-বিক্রেতা সংখ্যা কম, ঈদের পর হওয়াতে সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো সময় কাটাতে ব্যস্ত, যাইহোক মাছগুলো অনেক ভালো এবং সুন্দর বড় মাছ ছিল,

  • This is another fish shop, you can see a lot of big and small fish here, including rui fish, boal fish, some chital fish and some more marine fish, but the number of buyers and sellers in the market like this is less every day. Busy having a good time with family, however the fish were much better and pretty big fish.

3 no picture📸

IMG_20210516_194421.jpg

  • মাছের দোকান গুলো দেখার পর একটু সামনে যেতে এই দেখতে পেলাম মুরগির দোকান, এখানে বিভিন্ন জাতের মুরগী রয়েছে, এখানে ছোট-বড় দেশি-বিদেশি অনেক জাতের মুরগি রয়েছে, তবে মাছ বাজারের মতেই বিক্রেতা সংখ্যা থাকলেও ক্রেতার সংখ্যা একদমই কম।

  • After looking at the fish shops, I went to the front and saw a chicken shop. There are different breeds of chickens here.

4 no picture📸

IMG_20210516_194540.jpg

  • মুরগির দোকান গুলোর সাথে গরুর মাংসের দোকান, গরুর মাংসের দোকানের কাছে এসে বুঝতে পারলাম যে ঈদের উপলক্ষে গরুর মাংসের চাহিদা একটু বেশি রয়েছে অন্য কিছু তুলনায়, আর দেখতে পেলাম আগের গরুর মাংসের দামের তুলনায় অনেক বেশি দাম ঈদের উপলক্ষে।

  • Coming to the beef shop, beef shop along with the chicken shops, I realized that the demand for beef for Eid is a little higher than anything else, and I saw that the price of beef for Eid is much higher than before.

5 no picture📸

IMG_20210516_195650.jpg

  • তারপরে চোখে পড়লো ছাগলের মাংসের দোকানের দিকে, ছাগলের মাংসের মোটামুটি চাহিদা রয়েছে, কিন্তু গরুর মাংসের তুলনায় ছাগলের মাংসের দাম অনেক বেশি, এখানে বিভিন্ন জাতের ছোট-বড় দেশি-বিদেশি ছাগল রয়েছে. ইচ্ছামত এখান থেকে বিভিন্ন জাতের ছাগলের মাংস ক্রয় করা যায়।

  • Then I looked at the goat meat shop, there is a general demand for goat meat, but the price of goat meat is much higher than beef. There are different breeds of small and large domestic and foreign goats. You can buy different breeds of goat meat from here.

6 no picture📸

IMG_20210516_194618.jpg

  • তারপরে দেখতে পেলাম মাছের শুটকির দোকান, এখানে সামুদ্রিক বিভিন্ন রকমের মাছের শুটকি রয়েছে, তাছাড়া দেখা যাচ্ছে হলুদ মরিচ আরব বিভিন্ন আইটেম বিক্রি করে, তবে ক্রেতার সংখ্যা একটু কম আগের তুলনায়।

  • Then I saw a fish dryer shop, there are different types of marine fish dryer, moreover yellow pepper Arab sells different items, but the number of buyers is a little less than before.

7 no picture📸

IMG_20210516_195235.jpg

  • তারপরে দেখতে পেলাম আলু, পিয়াজ, রসুন, আদার দোকান, তবে একটা জিনিস লক্ষ্য করলাম ঈদ ছুটিতে সবাই বাড়িতে যাওয়াতে বেশি ভাগ দোকান খোলা নেই, আর এদিকে ক্রেতার সংখ্যা একদমই কম.

  • Then I saw potato, onion, garlic, ginger shops, but one thing I noticed is that not many shops are open for everyone to go home during Eid holidays, and meanwhile the number of buyers is very low.

8 no picture📸

IMG_20210516_194816.jpg

  • এটা একটা ডিমের দোকান, সারি সারি ডিম সাজানো ডিম দেখা যাচ্ছে, এখান থেকে আমি প্রায় দিনই ডিম কিনা হয় আমার, এখানে বিভিন্ন জাতের দেশি-বিদেশি ডিম রয়েছে।

  • It's an egg shop, you can see rows and rows of eggs, I buy eggs from here almost every times.

9 no picture📸

IMG_20210516_194744.jpg

  • ডিমের দোকানের পরে দেখতে পেলাম, পান সুপারি জর্দা দোকান, এখানে দেখা যাচ্ছে একজন ক্রেতা ক্রয় করতেছে তখনই ছবি তুলে নিলাম আমি.

  • After the egg shop, I saw the Pan Supari Jorda shop, here it is seen that a buyer is buying and I took the picture.

10 no picture📸

IMG_20210516_194948.jpg

  • তারপর একটু দূরে যেতে দেখলাম মুদি দোকান, এখানে চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা সহ বিভিন্ন প্রকার মালামাল বিক্রি করা হয়.

  • Then I went a little farther to the grocery store, where rice, pulses, oil, sugar, flour, including a variety of goods are sold.

11 no picture📸

IMG_20210516_195046.jpg

  • এটা একটা কাঁচা টাটকা সবজির দোকান, এখানে রয়েছে শসা, টমেটো, বেগুন, ফুলকপি বাঁধাকপি করোলা, পেঁপে সহ বিভিন্ন আইটেমের সবজি,
    এখান থেকে মানুষ প্রতিদিন তাদের প্রয়োজনীয় সবজি ক্রয় করে।

  • It is a raw fresh vegetable shop, selling cucumbers, tomatoes, eggplants, cauliflower, cabbage, corolla, papaya and other vegetables.
    From here people buy the vegetables they need every day.

12 no picture📸

IMG_20210516_195140.jpg

*. কাঁচা সবজি দোকানের পাশেই আরেকটি দোকান দেখতে পেলাম, এই দোকানে দেখা যাচ্ছে পাকা পেঁপে, পেয়ারা, কাচা আম, তরমুজ এবং নারিকেলও দেখা যাচ্ছে, তবে এখানে ও আগের মত ক্রেতারা সংখ্যা অনেকে কম.

  • I saw another shop next to the raw vegetable shop, which also has ripe papaya, guava, raw mango, watermelon and coconut, but the number of buyers here is much lower than before.

13 no picture📸

IMG_20210516_195149.jpg

  • পাশে আরেকটি দোকান, এখানে পাকা আম, তরমুজ, নারিকেল, বেল, পেয়ারা, কাঁচা আম, বিভিন্ন আইটেম বিক্রি করা হয়, কিন্তু আমার মনে হচ্ছে ক্রেতার সংখ্যা কম বলে বিক্রেতাদের মন খারাপ বিক্রি হচ্ছে না, কাঁচা সবজি গুলো বেশি দিন রাখা যায় না, নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না হলে গুলো নষ্ট হয়ে যায়, বিক্রেতার ব্যবসায়ে লস গুনতে হয়।

  • Another shop next door, ripe mangoes, watermelons, coconuts, bells, guavas, raw mangoes, various items are sold here, but I think the sellers are not upset because of the low number of buyers, raw vegetables can not be kept for long, certain If they are not sold in time, they are lost, the seller's business has to count the losses.

Thanks to everyone who read this post seriously I shared some pictures and stories from my village market.
If you think it's good or bad to see pictures and stories from my village market, please comment. Thank you all.

specially thanks🌷

@shohana1 @alsarzilsiam @nevlu123

thanks for visiting my post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

mashaAllah superb post, I'll add it to top picks of this week, thanks bro

thank you so much ❤️

Cary On, Brother.

I will try🤗

awesome brother...xoss level photography..keep posting and try to participate in the community contest. check the pin post. keep it up...

Thank you