আসসালামু আলাইকুম,
আমি @rasel72. বাংলাদেশে বাস করি।
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আমিও সৃষ্টিকর্তায় দোয়ায় ভালো আছি।সবার আগে আমি @shohana1 ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।আসলে এই করোনা মহামারির সময়ে আমরা আমাদের জীবনটাকেই পাল্টায়ে ফেলেছি। আমরা এউ সময়ে বিভিন্ন ভাবে আমাদের দিনটা বা সময়টা পার করে থাকি।যার ইতিবাচক এবং নৈতিবাচক দুই ধরনেরই প্রভাব রয়েছে।আজকে আমি আপনাদের সাথে আমার করোনার সময়টা কিভাবে কাটে সেটা শেয়ার করব।আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন।চলুন শুরু করি-
২০২০ সালের মার্চ মাস থেকে যখন বাংলাদেশে করোনা শুরু হয়, তার কিছু দিন পর থেকেই আমার কলেজ বন্ধ হয়ে যায়।তারপর আমি ম্যাচ থেকে বাসায় চলে আসি।তারপর থেকে আমি এখন পর্যম্ত বাসাতেই থাকি।আজ প্রায় ১ বছর চার মাস আমি বাসায় থাকি।পড়াশুনা বাদে বাসায় তেমন কোনো কাজ আমি করি না।সারাটা দিন আমার খুব সাধারণ ভাবেই কেটে যায়।তনে আগের মতো সময়টা আর কাটানো হয় না।বেশির ভাগ সময় আমার বাসায়ই কেটে যায়।মহামারির কারণে বেশি একটা বাইরে যাওয়া হয় না।শুধু নামাজ পড়তে আর প্রয়োজন ছাড়া আমি বাইরে যায় না।এই করোনার সময়ে আমার জীবনে দুইটা দিকই কাজ করেছে।একটা ভালো বা ইতিবাচক আর একটা খারাপ বা নৈতিবাচক।করোনার সময়ে আমার জীবনে কি কি ভালো আর কি কি খারাব প্রভাব পরেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব।
- ইতিবাচক দিক: আমি মনে করি সব কিছুরই দুইটা দিক থাকে।একটা ভালো দিন তো অন্যটা খারাপ দিক।তেমনই করোনার সময়ে আমার জীবনে যেমন খারাপ দিক আছে তেমনই ভালো দিকও আছে।এখন আমি আপনাদেরকে ভালো দিকগুলো বলার চেষ্টটা করব।আমি করোনার কারণে ম্যাচ ছেড়ে দিয়ে বাসায় চলে এসেছি।বাসায় এসে আমার তেমন কোনো কাজ নাই।সারাটা দিন বাড়ীতেই থাকতে হয়।তবে হ্যাঁ আমি এই সময়টাকে একটু ভালো কাজে লাগানোর চেষ্টটা করেছি।আমার আগে ফোন ছিল না।আমি করোনার সময়ে বাসায় এসে আমার একটা ফোন কিনি।তারপর একটা ভাইয়ের সাহায্য স্টিমাইট এ কাজ করা শুরু করি।যার ফলে আমি আমার সময়ের সৎ ব্যবহার করতে পারি।এছাড়াও আমি বাড়ীতে ছাগল পালন করি।আমার তিনটা ছাগল ছিল। কয়েক দিন আগে দুইটা খাসিঁর বাচ্চা হয়ছে।আমার ছাগলের বাচ্চার সাথে খেলা করতে খুব ভালো লাগে।
এছাড়াও আমাদের মাঠে কিছু জমি আছে।যেখানে এখন কলার চাষ করা হচ্ছে।তাই দিনে একবার হলেও খেত দেখতে যেতে হয়।আমি প্রায় প্রতিদিনই মাঠে যায়।অনেক সময় আমি মাঠে গিয়ে গরুর জন্য ঘাসও কাটি।আমি আগে যে সব কাজ করতে পারতাম না।করোনার কারণে বাসায় এসে সেই সব কাজগুলো শিখেছি।
আমি আগে যখন ম্যাচে থাকতাম।তখন ওখানে একটা ছেলেকে প্রাইভেট পড়াতাম।কিন্তু এখন বাসায় থাকার কারণে,, বাড়ীতে অনেক জনকে এক সাথে প্রাইভেট পড়াই।আমার পড়াতে খুব ভালো লাগে।আমার একটা শিক্ষক আছেন হাই স্কুলের।আমি মাঝে মাঝে আাসায় থাকলে উনার প্রাইভেটের ছাত্রদের পড়াতে যায়।উনার যখন কোনো কাজ বেধে যায় তখন আমাকে পড়াতে বলে সেই কাজে চলে যায়।এছাড়াও আমি অবসর সময়ে ছবি আঁকতে খুব ভালোবাসি।যেহেতু এখন সব সময় বাসায় থাকতে হয়।তাই আমার ছবি আকাঁটা এখন সবচেয়ে বেশি পছন্দ। আমি অবসর সময়গুলোতে বসে বসে ছবি আকি।
এছাড়াও আরও বিভিন্ন ভালো কাজের মাধ্যে আমি আমার এই মহামারির সময়টাকে কাজে লাগিয়ে থাকি।যাতে আমার মনটা ভালো থাকে।
- নৈতিবাচক বা খারাপ দিক: করোনার সময় যে আমার জীবনে ভালো দিক এনে দিয়েছে, তা কিন্তু নয়।খারাপ দিকও এনে দিয়েছে।করোনার কারণে আমার লেখাপড়া বন্ধ রয়েছে।যেটা আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা।আমি আগে যেভাবে পড়াশুনা করতাম।এখন তেমন করি না।সারা দিন শুধু ফোনটা হাতে নিয়ে বসে থাকি।সকালটা শুরু হয় ফোন চালানো দিয়ে। আর রাতে ঘুমাতেও যায় ফোন চালানো দিয়ে।যেখানে আগে পড়াশুনা ছাড়া কিছু বুঝতাম না। সেখানে আজ খালি ফোন নিয়ে বসে থাকি।করোনার কারণে এগুলো আমার বদ অভ্যাস হয়ে দারিয়েছে।যানি না কবে এই অভিশাপ থেকে আল্লাহ তায়ালা আমাদেরকে মুক্তু করবেন।
আশা করি আপনারা উপরের সকল লেখা পড়ে বুঝতে পারছেন।আমি করোনার সময়ে কিভাবে আমার সময়টাকে পার করে থাকি।আমি অল্প কথার মধ্য দিয়ে হলেও আপনাদেরকে বুঝানোর চেষ্টটা করেছি।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।আমার লেখার মাঝে কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা পড়ার জন্য এবং আমাকে সব সময় সাহায্য করার জন্য।
আমি @hafizulla, @kawsar এবং @navid01 কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলছি।
https://twitter.com/rasel972/status/1410302741780434947?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাস্ক পরা ছবি দিলে অনেক সুন্দর লাগতো, জাতি হিসেবে আমরা বাঙালিরা অনেক অসচেতন যদিও তারপরও যতটা সচেতনতা দেখানো যায়, ধন্যবাদ ভাই কন্টেস্ট এ অংশগ্রহণ করার জন্য, যদি সম্ভব হয় একটা মাস্ক পরা ছবি দিয়েন পোস্ট এডিট করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওকে আপু । ধন্যবাদ বলে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit