আমাদের গল্পঃ সমাজের প্রতিচ্ছবি। দ্বিতীয় পর্ব (Our Story : Reflection of Society, Part 2)

in hive-173434 •  3 years ago 

আমাদের পাড়া,
হাওয়াটা বেশ চমৎকার, সুন্দর সবুজের ভরা এই গ্রাম। এখানে সব জাতের (হিন্দু সম্প্রদায়ের) ও গোত্রের মানুষ পাবেন। ব্রাহ্মণ,মহাজন,দাশ/দাস,সাহা,শীল সব আছে।
আমরা দাশ।


Source

যতটুকু জানি হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাশ ২-৪ ধরনের রয়েছে। কেউ কেউ নাকি জ্যাইল্যা দাস। তাদের পেশা নদী না সমুদ্রে মাছ ধরা। আরেক দাশ আছে যারা হ্যাইল্যা দাস। যাদের পেশা খেতে খামারে টাকার বিনিময়ে কাজ করা। আরেক দাস আছে যারা, ধোপার দাস বলে। যারা কাপড়চোপড় ধোঁয়া ও এই শিল্পের সাথে জড়িত। আমি জানি না আসলে আমি কোন দাস/দাশ।

আগে জেলেরা জলদাশ আর ধোপারা লিখতো শুক্লদাশ। বর্তমানে তারাও শিক্ষিত হচ্ছে বড় নাম থেকে ছোট নামের উপর জোর দিচ্ছে। তাই তারাও দাশ/দাস লেখা শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে বাহবা পেলেও হিন্দু সমাজে দাশদের অবস্থানে বিরূপ প্রভাব ফেলে আসছে। যদিও বর্তমানে আধুনিক যুগের ছেলেমেয়েরা এইসব মানছেন না। হিন্দু হলেই হচ্ছে বিয়ে।

তবে যেমন শস্যের মধ্যে ভুত থাকে ঠিক তেমনি ভালো মানুষের মাঝে খারাপ মানুষও আছে। বিশেষ করে যাদের একটু টাকা পয়সা হয়েছে,কিংবা সমাজে মানুষ মর্যাদা করে।তাদের মধ্যে কিছু সংখ্যক আছে যারা সমাজে কিছু মানুষকে তাদের শাসনের আওতায় আনতে এই সব জাত পাতের উল্লেখ করে,বিভিন্ন স্থানে ও ক্ষেত্রে অপমান করে আত্মতৃপ্তি পায়।
আচ্ছা এইসব বাদ দিয়ে চলুন মন যে গল্প বলতে চায় তা শুনে আসা যাক।

তখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। আর আমাকে বেধে ধরে রাখার মত কেউ থাকলে ও সে পড়ালেখার সূত্রে বাড়িতে নেই। স্কুল,বাড়ি আর প্রাইভেট। সম্ভবত তখন ক্লাস টেন এ আমি প্রথম একটা জটিল প্রশ্নের মুখোমুখি হই। সেটা প্রাইভেটের এক স্যার জিজ্ঞেস করেছিলো। আমার তখন এত দাশ/দাস, জলদাস এত কিছু নিয়ে জ্ঞান হয় নাই। বাচ্ছা মন তো স্কুল থেকে আসার সময় মেয়েদের পিছু পিছু ঘুরতাম আর সারাদিন স্কুলে বন্ধুদেরসাথে কেটে যেত। তো কোনো এক স্যার আমাকে এমন প্রশ্ন করা অনুচিত কাজ বলে মনে করি।

প্রথম পর্ব এখানে পড়ুন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello
Would like to invite you to our ongoing contests you may like to participate, 20 steem prize poll
Here is the link :
📢 Contest Announcement : STEEM SUMMER CONTEST SERIES || Create A Post About Summer's Cloth | Bangladesh-বাংলাদেশ Contest | Week-03 | 20 Steem In Prize Poll