Damage to Bangladesh in cyclone Amphan || Terrible cyclone caused a lot of damage

in hive-174578 •  4 years ago 

A terrible cyclone Amphan hit Bangladesh some days ago. The cyclone has killed many people, killed animals, destroyed many plants and damaged many others. Many houses have been destroyed due to this cyclone. This terrible cyclone started from someday ago and this terrible cyclone continued to rage throughout the night. The cyclone caused power outages in several districts of Bangladesh and caused severe damage in some districts.
IMG_20200521_17165801.jpeg

Most people were terrified all night because of the terrible storms and spent their nights in great fear. When I went out in the morning, I saw that many trees had fallen and many houses had collapsed. Seeing these, my mind became very sad and I was very sad.

As much as I have been able to gather information, I am describing the damage to you on the basis of that information. I am discussing below the damage caused by the storm.

  • Human and Animal Death Information
    IMG_20200521_171705.jpg

So far I have learned that a total of seven people have been killed in different districts of Bangladesh. I have been able to gather this information so far. Many animals have been killed in Bangladesh and most of the animals have died in the Sundarbans.

  • Injuries to humans and animals
    IMG_20200521_171658.jpg

Many people were injured in the strong winds last night and most of the animals in the forest were injured. Those who were in the shelter are healthy. Many animals in the forest have been crushed to death and most have been injured.

  • Home damage
    IMG_20200521_171651.jpg

Yesterday's storm destroyed many houses and left many homeless. Some people's houses were completely destroyed and some people's tents were blown away by the storm.

  • Plant damage
    IMG_20200521_171636.jpg

The Sundarbans vegetation has suffered the most and many large trees have fallen there. Many trees have been damaged in different districts of Bangladesh where the wind speed was high. Many trees have fallen and fallen on the road.

  • Crop and Fruit Damage
    IMG_20200521_171628.jpg

Many crops have been destroyed due to freezing of water due to this storm and many fruits have been destroyed due to the collapse of large fruit trees.

BANGLA LANGUAGE
ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশের ক্ষয়ক্ষতি . ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ক্ষতি করেছে অনেক কিছু

বাংলাদেশে আঘাত আনে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পান। এই ঘূর্ণিঝড়ের কারণে মারা গিয়েছে অনেক মানুষ, মারা গিয়েছে পশুপাখি, ভেঙে গেছে অনেক গাছপালা এবং ক্ষতি হয়েছে অনেক কিছু। এই ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে গেছে অনেক ঘরবাড়ি। কিছুদিন আগে শুরু হয় এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং সারারাত ধরে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাণ্ডব চালায়। ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং কয়েকটা জেলায় খুব বেশি ক্ষতি হয়েছে।

ভয়ঙ্কর ঝড়ের কারণে বেশিরভাগ মানুষ সারারাত খুব আতঙ্কে ছিল এবং খুবই ভয়ের মধ্যে তাদের রাতটা কাটায়। আমি সকালে যখন বাইরে গেলাম তখন দেখতে পেলাম অনেক গাছপালা ভেঙে পড়ে আছে এবং অনেক বাড়িঘর ভেঙে গেছে। এগুলো দেখে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল এবং আমি খুবই দুঃখ পেলাম।

আমি যতটুকু তথ্য জোগাড় করতে পেরেছি আমি সেই তথ্যের ভিত্তিতে আপনাদের মাঝে ক্ষয়ক্ষতির বর্ণনা দিচ্ছি।ঝড়ের কারণে যে ক্ষতি গুলো হয়েছে সেগুলো আমি নিচে আলোচনা করছি।

  • মানুষের ও পশুপাখির মৃত্যুর তথ্য

আমি এখন পর্যন্ত জেনেছি বাংলাদেশের বিভিন্ন জেলায় মোট সাতজন নিহত হয়েছেন। এই তথ্যটা আমি এখন পর্যন্ত জোগাড় করতে পেরেছি। বাংলাদেশে প্রচুর পশুপাখি নিহত হয়েছে এবং বেশিরভাগ পশুপাখি মারা গেছে সুন্দরবনের।

  • মানুষ ও পশুপাখির আহত হওয়ার তথ্য

গতকাল রাতে প্রচন্ড বাতাসে অনেকেই আহত হয়েছে এবং বেশি আহত হয়েছে বনে থাকা পশুপাখিরা। যারা আশ্রয় কেন্দ্রে ছিল তারা সুস্থ আছে । বনে থাকা অনেক পশু গাছ চাপা পড়ে মারা গেছে এবং বেশিরভাগ আহত হয়েছে।

  • ঘরবাড়ির ক্ষয়ক্ষতি

গতকালের ঝড়ে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে এবং অনেকেই হয়েছে গৃহছাড়া। কারো কারো বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে আবার কারো কারো বাড়ির ছাউনি ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে।

  • গাছপালার ক্ষয়ক্ষতি

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনের গাছপালার এবং সেখানে বড় বড় অনেক গাছ ভেঙে পড়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে বাতাসের গতি বেশি ছিল সেখানে সেখানে অনেক গাছের ক্ষতি হয়েছে। অনেক গাছ ভেঙে রাস্তার উপর পড়ে আছে।

  • ফসল ও ফলের ক্ষতি

এই ঝড়ের কারণে অনেক খেতে পানি জমে যাওয়ায় নষ্ট হয়েছে অনেক ফসল এবং বড় বড় ফল গাছ ভেঙে যাওয়ায় নষ্ট হয়ে গেছে অনেক ফল

DECLARATION: This is my original content of mine with own photography.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!