After the terrible cyclone Amphan, we saw the beauty of the sun again. Due to the effect of the cyclone in the last two days, we have seen the terrible form of black clouds in the sky. It had been raining heavily for several days and the sky was covered with clouds. We spent a few days in panic and everyone was very upset because of this terrible storm.
This terrible storm has taken many lives and many have died. The animals and birds of the forest have died. Everyone cries when they see and hear this scene and this horrible scene remains a memory in history.
When I went to the river this afternoon, I saw that the sun had come back again. Sometimes the clouds are moving again and the amazing rays of the sun can be seen.
Looking at the sky, it can be seen that the terrible storm is no more and the beautiful image of the sky has been created again after the storm. After the terrible day, the normal day has started again. At present, terrible storms are being created every year and there are various reasons for the occurrence of these storms.
The reasons why so many storms occur every year are discussed below:
- Increasing global warming
Experts believe that the number of storms is more frequent than in previous years due to the increase in global warming.
- Climate change
Experts estimate that the number of storms is increasing due to climate change. Therefore, experts have blamed climate change as the cause of frequent rains.
- Various Contaminations
Currently these storms are happening frequently due to different pollutions and we are polluting the environment in different ways. These cyclone are increasing every year due to excessive pollution of the environment and we should protect the environment.
BANGLA LANGUAGE |
---|
প্রতিবছর ঘনঘন ঘূর্ণিঝড় এর প্রধান কিছু কারণ ।। ঘূর্ণিঝড় আম্পানের পর বাংলাদেশে সূর্যের অপরূপ রূপ |
ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পানের পর আবারও আমরা দেখতে পেলাম সূর্যের সেই অপরূপ সৌন্দর্য। গত দুইদিন ঘূর্ণিঝড়ের প্রভাব থাকার কারণে আমরা দেখতে পেয়েছি আকাশে কালো মেঘের ভয়ঙ্কর রূপ। কয়েকদিন ধরে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এবং আকাশের এই সুন্দর রূপ ঢেকে গিয়েছিল মেঘে। আমরা খুবই আতঙ্কে কাটিয়েছি কয়েকটা দিন এবং সবাই খুবই তো ছিলাম এই ভয়ঙ্কর ঝড়ের কারণে।
এই ভয়ানক ঝড় কেড়ে নিয়েছে অনেকের প্রাণ এবং মারা গেছে অনেকে। মারা গেছে বনের পশু পাখি এবং অনেক জীবজন্তু। এই দৃশ্য দেখলে এবং শুনলে সবাই কান্না আসে এবং এই ভয়ানক দৃশ্য স্মৃতি হয়ে রয়ে যায় ইতিহাসে।
আজ বিকেলে যখন নদীর ধারে গেলাম তখন দেখতে পেলাম সূর্যের অপরূপ সেইরূপ আবারো ফিরে এসেছে। মাঝে মাঝে ঢেকে যাচ্ছে আবার মেঘ সরে গিয়ে দেখা যাচ্ছে সূর্যের অপরূপ রশ্মি।
আকাশের দিকে তাকালেই দেখা যায় ভয়ঙ্কর ঝড় আর বর্তমানে নেই এবং ঝড় গিয়ে আবারও সৃষ্টি হয়েছে আকাশের সুন্দর চিত্র। ভয়ঙ্কর দিন গিয়ে আবারও শুরু হয়েছে স্বাভাবিক দিন। বর্তমানে প্রতিবছরই ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হচ্ছে এবং এই ঝড় সৃষ্টি হবার কারণে বিভিন্ন কারণ রয়েছে।
প্রতিবছরই এত বেশি ঝড় সৃষ্টি হওয়ার কারণগুলো আমি নিচে আলোচনা করছি:
- বিশ্বের উষ্ণতা বৃদ্ধি
বিশেষজ্ঞরা মনে করছেন আগের বছরগুলোর তুলনায় ঝড়ের সংখ্যা বারবার কারণ হচ্ছে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি।বর্তমানে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি হবার কারণে এসব ঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ ঝড়ের কারণে পড়ছে বিভিন্ন বিপদে।
- জলবায়ু পরিবর্তন
জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা ধারণা করেছে। তাই ঘনঘন ঝরের কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করেছে জলবায়ু পরিবর্তনকে।
- বিভিন্ন দূষণ
বর্তমানে বিভিন্ন দূষণের কারণে ঘন ঘন এইসব ঝড় হচ্ছে এবং আমরা বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করছি। পরিবেশকে অতিরিক্ত দূষিত করার কারণে এই সব ঝর প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে এবং আমাদের উচিত পরিবেশের রক্ষা করা।
DECLARATION: This is my original content of mine with own photography.
CONTACT WITH ME EMAIL:
[email protected]FOLLOW ME TWITTER:(1K FOLLOWERS)
https://twitter.com/anikearn7MY TALEGRAM 200+ MEMBERS CHANNEL :
https://t.me/joinchat/AAAAAFSNldY7IJzWffm7FgMY TALEGRAM 1K MEMBERS GROUP:
https://t.me/joinchat/E0-6HxPT-VCsqrY-JQV79AMY 2K+ FRIENDS FACEBOOK ID:
https://www.facebook.com/patakabank