First Contest / Animal Photography - Photography on rural view of bengal

in hive-176627 •  4 years ago 

IMG_20181115_065434~3.jpg

শীতের সকাল সত্যিই অসাধারণ । কি শহুরে জীবন, কি গ্রামীন জীবন সব ক্ষেত্রেই এর রূপ হৃদয় কেড়ে নেয়। কার্তিক মাস থেকে দিন খুব ছোট হয় । রাত বাড়তে বাড়তে পৌষের দিন সবচেয়ে ছোট ও রাত বড় হয়। আর প্রকৃতিতে যেমন আসে পরিবর্তন ঠিক তেমনি আসে জীবনজযাত্রাতেও । শীতের শিশিরভেজা ভোরের প্রকৃতিকে মনে হয় নিদারুণ বিমর্ষ। কুয়াশা তার সাদা আঁচলে প্রকৃতিকে অপূর্ব মায়ায় জড়িয়ে রাখে।

সত্যিই শীতের সকাল বড়ই আমেজি। শীতের রাত শেষ হয়ে ভোর হলেও ভোরের মেজাজ তাতে আসে না। মনে হয় থাকি না আরেকটু সময় লেপমুড়ি দিয়ে। উঠি উঠি করেও উঠতে ইচ্ছা করে না। ওদিকে অপূর্ব শান্ত প্রকৃতি ভোরের আবছা আলো আধারীতে কেমন যেন রহস্যঘন ধারণ উদার প্রকৃতির বুকে আশ্রয় নিতে হাতছানি দেয়।

IMG_20181025_082729.jpg

গ্রামের ছেলে হিসাবে প্রকৃতির অপূর্ব লীলাময় গ্রাম বাংলার চিত্র আমি খুব কাছ থেকে উপভোগ করি। প্রথমেই বলি আলোকময় উজ্জ্বল আকাশ শীতের সকালে অসম্ভব। তবে বাংলার গ্রামে গ্রামে শীতের সকাল সত্যিই মনোরম। কুয়াশায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে শীতের সকাল। সকাল বেলার সূর্যটা যখন পূর্ব আকাশে উঁকি দেয় তখনও অনেকেই নিদ্রা ছাড়ে না মানুষ। কেউ লেপের নীচে, কম্বলের নীচে গুটিয়ে রাখে নিজের শরীরটাকে , কিন্তু বেশিক্ষন না। একসময় কুয়াশার আচ্ছাদন পালিয়ে যায় ঊর্ধলোকে। কিন্তু সেখানেও ঠাঁই নেই তার। উজ্জ্বল রোদের শাসনে শীতের সকাল নিরাশ্রয় হয়ে পড়ে থাকে কোনো গোপনপুরিতে। কাকের কা-কা ধ্বনি আর মোরগের কোঁকর কো ডাকে ঘুম ভাঙতেই সবাই গায়ে কাপড় জড়িয়ে আগুনের পাশে উবু হয়ে হয়ে আগুন পোহাতে বসে।

IMG_20181115_065353~2.jpg

অন্যদিকে রাখালেরা গরুর পাল নিয়ে মাঠে যায়।তেমনকি এক অপরুপ দৃশ্য আমি আমার ফোনে বন্দি করেছিলাম।গত শীতে আমি শীতের সকালে ফসলের মাঠ পরিদর্শন করতে যায়। আসলে আমার প্রকৃতিকে কাছে থেকে অবলোকন করতে খুব ভালো লাগে। যখন আমি মাঠে পৌঁছায়। কিছু সময় পর দেখি কৃষকরা গরু নিয়ে মাঠে আসিতেছে। তাদের মাথায় লাঙ্গল নিয়ে গরু নিয়ে দুই জন কৃষক মাঠে এসেছে। যখন তাঁরা আমার কাছাকাছি চলে আসে ওই মুহূতে আমি ছবি তুলি।এমন কি যখন তাঁরা আমার থেকে দূরে চলে যাইতেছিল তখন ও আমি ফোনে সেই মুহূতে নানা দৃশ্য ক্যামেরা বন্দি করি।

সত্যিই এই হলো শীতের সকালের এক ঝলক চিত্র। যা আমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে। এখন সেই সব দৃশ্যগুলি সকলের মাঝে শেয়ার করিতেছি। আশা করি সকলের ভালো লাগবে।
IMG_20181115_065434~3.jpg

IMG_20181115_065440~2.jpg

IMG_20181115_065443~2.jpg

IMG_20181115_065353~2.jpg

IMG_20181115_065406~2.jpg

IMG_20181115_065408~2.jpg

IMG_20181115_065430~2.jpg

IMG_20181115_065504~2.jpg

আমি একটা বাছুড়ের সাথে ছবি উঠেছিলাম। সেই ছবিটা সকলের মাঝে শেয়ার করছি।

IMG_20181027_122010~2.jpg

Many many thanks @Helplage India Community .

Specially thanks @Helplage India Admin @royalmacro @photoman @steemcurator01 @steemcurator02 @booming01 @booming02 @steemitblog

Capture by @simaroy
Phone camera : Mi A1

Regards @simaroy

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Beautiful pictures

Thanks you so much my friend .

Thanks for sharing your experience with us!
TIBLogo

You have been curated on behalf of Inner Blocks: a community encouraging first hand content, and each individual living their best life. Come join the Inner Blocks Community , and check out @innerblocks! #lifehappening

Beautiful animal photography. well wish.

Many thanks @hiramoni didi

@simaroy ছবিগুলো খুব ভালো হয়েছে। contest এ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

Thanks a lot didi

brilliant writing and beautiful photography . you deserved good .

Thanks a lot @shuvo35 friend .