সবাই কেমন আছে ? আশা করি আপনারা সবাই ভালো আছেন ? আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ধান ক্ষেত্রের পরিচর্যা বিষয়ে শেয়ার করবো। চলুন শুরু করি-
inbound5013251341997472532.jpg]()
ধান বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল ও প্রধান খাদ্যশস্য। ধান থেকে চাল পাওয়া যায় ; চাল থেকে ভাত পাওয়া যায়। সকালে আমি এবং একজন জন নিয়ে ধানের জমিতে পৌছালাম। তারপর দুজন মিলে জমিতে নিড়ানি শুরু করলাম। কীটনাশক ব্যবহার করেও জমির ঘাস দূর করা সম্ভব।
ধানের চারা রোপনের পর ১০- ১২ দিন ছিপছিপে রাখতে হয়। যাতে ধানের নতুন শিকর গজাতে সুবিধা হয়। এর পর কম পানি থাকলেও তেমন কোন অসুবিধা হয় না। পোকামাকড় ও রোগবালাই দমনের জন্য জমি নিয়মিত জমি পরিদর্শন করতে হবে। তারপর রোগের ধরন দেখে কীটনাশক প্রয়োগ করতে হবে।ধান নিড়ানির আগে জমিতে জমির পরিমাপ অনুসারে প্রয়োজনীয় সার প্রয়োগ করলাম। ধানের ফলন বৃদ্ধি করতে হলে প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ দিতে হবে।
দুজন মিলে কাজ করতে গিয়ে কাজ শেষ করলাম দুপুর এর দিকে। জনকে ৪০০ টাকা মজুরি দিলাম। আশা করি আমার লেখাটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেক একটি নুতন পোষ্ট নিয়ে
ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit