Drinks menue || How to make watermelon juice

in hive-177276 •  4 years ago  (edited)

ড্রিংকস ম্যানু

তরমুজের জুস
১১ ই মে ২০২১

আমার প্রিয় স্টিমিয়ান
কেমন আছেন সবাই??
আশা করি সবাই ভাল আছেন।
আমি @adz-labib আছি আপনাদের সাথে।
আজ আমি আসছি একটি ড্রিংকস রেসিপি নিয়ে যা আমাদের সবার ই খুব পরিচিত এবং অত্যন্ত পছন্দের "তরমুজের জুস"




তরমুজের জুস



IMG_20210509_180235.jpg

w3w :




তরমুজের জুস এর উপকারীতা



তরমুজ অত্যন্ত সুস্বাদু এবং মানব দেহের জন্য উপকারী একটি ফল। এতে রয়েছ প্রচুর পরিমানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এ,বি,সি,ও ডি। এছারাও রয়েছে পটাশিয়াম, ফসফরাস, আয়রন, সোডিয়াম এবং এলবুমিন।
আসুন জেনে নেই তরমুজের জুসের উপকারী কিছু দিক।

  • মানব দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • আথ্রাইটিস রোগ থেকে মুক্তি মেলে।
  • কোষ্ঠকাঠিন্যতা দূর করে।
  • দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।
  • শরীরের যে কোন যন্ত্রনা দূর করে।
  • টেস্টোটরিন হরমোন বৃদ্ধি করে।

ইত্যাদি।




জুস তৈরির উপকরন




ক্রমিক নংউপকরনের নাম
০১পাকা তরমুজে
০২চিনি
০৩লেবু
০৪আইস
০৫পানি

জুস তৈরির ধাপ

১ম ধাপ




IMG20210509174620.jpg

w3w :



  • প্রথমে আমি পাকা একটি তরমুজ নিয়ে নিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন তরমুজ টি অবশ্যই ভালভাবে পাকা থাকে।



২য় ধাপ



IMG20210509174836.jpg

w3w :



  • এই ধাপে আমি তরমুজ টাকে ভালভাবে ছাল সরিয়ে নিব এবং প্রয়োজনমত আকারে টুকরো করে নেব।



৩য় ধাপ



IMG20210427172435.jpg
w3w :



  • মিডিয়াম সাইজের একটি লেবু কেটে নেব।

  • এখানে উল্লেখ্য যে, যেকোন ফ্রুট জুসে লেবুর সামান্য উপস্থিতি একটি আলাদা স্বাদ যোগ করে।




চতুর্থ ধাপ



IMG20210427175128.jpg
w3w :



  • জুসে মিস্টি ভাব এত জন্য আমি পরিমানমত চিনি মিশিয়ে নিব।



৫ম ধাপ




IMG20210427175756.jpg
w3w :



  • প্রয়োজনমত একটি পাত্রে কিছু বরফকুচি নিয়ে নিব।
  • এক্ষেত্রে আমি আগেই রেফ্রিজারেটরে বরফ বানিয়ে নিব।



৬ষ্ঠ ধাপ




IMG_20210426_162048.jpg

w3w :



  • এবার আমি একটি ইলেক্ট্রিক ব্লেন্ডার এর সাহায্যে তরমুজ কুচি গুলো ব্লেন্ড করে নেব।

  • ব্লেন্ড করার সময় আমি পরিমানমত পানি, চিনি এবং লেবুর রস দিয়ে দিব।

  • সম্পূর্ণভাবে জুসে পরিনিত হওয়া পর্যন্ত আমি ব্লেন্ড করতে থাকব।




৭ম ধাপ




IMG_20210509_180345.jpg

w3w :




  • এই ধাপে সম্পূর্ণ ব্লেন্ড হওয়া জুস কে আমি একটি গ্লাসে নিয়ে নিব। এবং এর মধ্যে কিছু বরফকুচি দিয়ে দিব।

  • সৌন্দর্য বর্ধন এর জন্য আমি জুসের গ্লাসে এক টুকরা লেবু এবং শসা সাজিয়ে দেব।




পরিশেষে



IMG_20210509_180235.jpg

w3w :



  • হয়ে গেল আমাদের সবার প্রিয় তরমুজের জুস।
  • এই রমজানে আপনার ইফাতারে এই মেন্যুটি হতে পারে আপনার জন্য শরীরের পানি শুন্যতা দূর করার একটি বড় টনিক।



ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আমার বানানো রেসিপি সবার ভাল লেগেছ ।



CC : @around-theworld

@art-bangladesh


♥ Thanks to all of you ♥

@adz-labib



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

amazing post

thank you @razuan12