Food recipes || Beef biriany or Teheri|| the most popular Indian food

in hive-177276 •  4 years ago  (edited)

ফুড রেসিপি

তেহেরি / গরুর মাংসের বিরিয়ানি
২৩ ই এপ্রিল ২০২১

আমার প্রিয় স্টিমিয়ান
কেমন আছেন সবাই??
আশা করি সবাই ভাল আছেন।
আমি @adz-labib আছি আপনাদের সাথে।
আজ আমি আসছি একটি ফুড রেসিপি নিয়ে যা আমাদের সবার ই খুব পরিচিত এবং অত্যন্ত পছন্দের "গরুর মাংসের বিরিয়ানি অর্থাৎ তেহেরি"




তেহেরি



IMG_20210423_171224.jpg

w3w : https://w3w.co/blindfold.marked.pulps





মেন্যু তৈরির প্রধান উপকরন


এই মেন্যুটি তৈরি করতে মোটামুটি অনেক উপকরনের প্রয়োজন হয়। আসুন দেখে নেই আমাদের আজকের রেসিপি তৈরি করতে আমাদের কি কি উপকরণ ব্যবহার করতে হবে।



ক্রমিক নংউপকরনের নামপরিমান
০১চিনিগুড়া চাল১কি.গ্রা.
০২গরুর ফ্রেশ মাংস১কি.গ্রা.
০৩ভোজ্য তেল৫০০ মি.লি.
০৪রেডিমিক্স বিরিয়ানির মশলা২৫০ গ্রাম
০৫লবনপরিমান মত
০৬আলু বখরা৫০ গ্রাম
০৭কাচা বাদাম + কিসমিস২৫ গ্রাম
০৮এলাচ + দারুচিনি২৫ গ্রাম
০৯কাচা মরিচ + সাদা গুল মরিচপরিমান মত
১০পিয়াজ৫০০ গ্রাম
১১রসুন১০০ গ্রাম
১২আদা১০০ গ্রাম
১৩জিড়া, টমেটো সচ, কেউরার জলপরিমান মত
  • এছারাও আমি পরিবেশনের সময়। শশা, টমেটো, গাজর এবং লেবু ব্যবহার করেছি।
    আপনারা চাইলে সাথে এক গ্লাস কোমল পানিয় রাখতে পারেন।

মেন্যুর তৈরির ধাপ

১ম ধাপ




IMG20210326170614.jpg
w3w : https://w3w.co/fdaeh



IMG20210326171119.jpg

w3w : https://w3w.co/fdaeh.



IMG20210326171553.jpg
w3w : https://w3w.co/fdaeh.



  • যেহেতু এটি একটি স্পেশাল আইটেম সেহেতু প্রথমেই আমি আমার চাহিদামত সকল উপকরনের তালিকা করে তা সংগ্রহ করে নেব।

  • এবং অবশ্যই রান্না শুরু করার আগেই তা মিলিয়ে নিব।




২য় ধাপ



IMG_20210326_173652.jpg
w3w : https://w3w.co/siuold.ulps

  • এই ধাপে আমি গরুর মাংস গুলো ভাল করে ধুয়ে নিব। এবং আমার মত করে টুকরো করে নিব। তেহেরি তে মাংসের টুকরো গুলো একটু ছোট হয়ে থাকে। এতে করে মাংসের ভেতর ভাল করে মশলা প্রবেশ করতে পারে।



৩য় ধাপ



IMG20210326170722.jpg
w3w : https://w3w.co/siuold.ulps




  • আমি চাল গুলোও ভাল করে ধুয়ে এর থেকে পানি ঝড়িয়ে নিব।



চতুর্থ ধাপ



IMG20210326183337.jpg
w3w : https://w3w.co/siuold.ulps



  • পরিমান মত পিয়াজ, রসুন এবং অন্যান্য কাচা মশলা কেটে নিব। এরপর এগুলো ভালভাবে ধুয়ে কিছু কুচিকুচি করে নেব।


IMG20210423170834.jpg
w3w : https://w3w.co/fdaeh. hafth.siuold.ulps



  • কিছু পিয়াজ এবং রসুন আমি ব্লেন্ডার এর মাধ্যমে পেস্ট করে নিব। এতে করে মাংসের ভেতর মসলা ভাল ভাবে প্রবেশ করবে এবং স্বাদ বৃদ্ধি পাবে।



৫ম ধাপ



IMG20210423172009.jpg
w3w : https://w3w.co/siuold.ulps



  • এই ধাপে আমি একটি প্রেশারকুকারে পরিমান মত সকল মশলা মাংসের সাথে মিশিয়ে অন্ততপক্ষে ১৫ মিনিট রান্না করে নিব।

  • মনে রাখতে হবে এখানে কোন পানি ব্যবহার করা যাবে না।



৬ষ্ঠ ধাপ



1617630600023.jpg
w3w : https://w3w.co/siuold.ulps



  • মাংস রান্না হয়ে গেলে তা উঠিয়ে এর সাথে চাল গুলো ভাল করে ভেজে নিব।

  • এই সময় কিছু এলাচ, কিসমিস, বাদাম, সাথে দিয়ে দিব।

  • কমপক্ষে ৫-৬ মিনিট ধরে ভেজে নিব চাল গুলো।



৭ম ধাপ



1617630599995.jpg
w3w : https://w3w.co/blindfold.marked.pulps



  • এখন ভাজা মিশ্রনের দ্বিগুণ পানি এর মধ্যে দিয়ে দিব। মনে রাখতে হবে যে পানি অবশ্যই গরম ফুটানো তাপমাত্রার হয়ে থাকে।

  • এখন পাত্র টি ঢেকে দিয়ে ২০ মিনিট মিডিয়াম তাপমাত্রায় রান্না করতে হবে।

  • এর মধ্যে পানি শুকিয়ে আসলে কিছু পরিমান কেউরার জল মিশিয়ে দিতে হবে। এতে করে খাবারে সুগন্ধ বৃদ্ধি পায়।



৮ম ধাপ



IMG20210326202725.jpg
w3w : https://w3w.co/fgtefj.marked.pulps



  • এবার পানি একেবারে শুকিয়ে আসলে পাত্রটি চুলার থেকে নামিয়ে নিতে হবে।

  • হয়ে গেল আমার পছন্দের তেহেরি।



৯ম ধাপ



1617630326006.jpg

w3w : https://w3w.co/blindfold.marked.pulps



  • এবার মেন্যুটি আপনার পছন্দমত আপনি পরিবেশন কর‍তে পারেন।

আমার বানানো রেসিপি হাতে আমি

1617630325995.jpg

w3w : https://w3w.co/blindfold.marked.pulps




ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আমার বানানো রেসিপি সবার ভাল লেগেছ ।



CC : @around-theworld

@art-bangladesh


♥ Thanks to all of you ♥

@adz-labib



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

20210211_110107-01.jpeg

Thank you for sharing in AROUND THE WORLD ! Your post has been selected for today as part of the Steemit Communities support Program.
I appreciate a lot your engagement with this community.

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steemitblog for last updates

Nice recepi @adz-labib vi

thank you 👍