Contest: Tell us about your leisure time.🕞

in hive-177276 •  4 years ago 

আসসালামুআলাইকুম সবাইকে

আশা করি সবাই ভালো আছেন।আমি @haideremtiaz বাংলাদেশ থেকে আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।আজকের প্রতিযোগিতার বিষয় হচ্ছে অবসর সময়।তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমার অবসর সময় কাটে।

আমার অবসর সময়

বিশ্বের প্রতিটি মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে ব্যয় করে। একইভাবে, আমি আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় কাটাচ্ছি। যাইহোক, আমি আমার অবসর সময়টি খুব উপভোগ করি।আমি আমার অবসর সময়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকি।যার ফলে মানসিক প্রশান্তি এবং চিন্তামুক্ত থাকা যায়।তাই প্রত্যেকেরই উচিত তাদের অবসর সময়কে নিজের মতো করে উপভোগ করা

ছবি দেখা

যখন বিকাল বেলা সময় পাই তখন ল্যাপটপ নিয়ে বসে পড়ি সিরিজ দেখতে।জন উইক সিরিজগুলো এক কথায় অসাধারণ লাগে।অনেকবার আমার দেখা হয়ে গেছে।আর লর্ড অব রিংস সিরিকটাও অনেক ভালো ছিল।অবসর সময়ে সিরিজহ্গুলো দেখা হয় মাঝে মাঝে।
IMG20210717154844.jpg

IMG20210717155030.jpg

জন উইক চাপ্টার-৩ এর দৃশ্য

ড্রয়িং করা

ছবি আঁকতে কার না ভালো লাগে!মাঝে মাঝে সময় কাটানোর জন্য পেন্সিল আর কাগজ নিয়ে বসে পড়ি ছবি আকার জন্য।যদিও আমি ছবি আকায় এতোটা পাকা নয়।তবু চেষ্টা করি সুন্দর করে আকার জন্য।

IMG20210712210020.jpg

IMG_20210710_114846.jpg

পেন্সিল দিয়ে আকাঁ

পরিশেষে একটা কথা বলতে চাই,

অবসর সময় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!