COOKING🥝 CONTEST WEEK#02: 🍜🍛SHARE YOUR COOKING EXPERIENCE🍲.My Submission @khan55 (02.08.2021

in hive-177276 •  3 years ago 

Hello guys,

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ।আমিও ভালো আছি । আমার স্টিম আইডি @khan55 এবং আমি বাংলাদেশী। আজ আমি আমার প্রিয় একটি রেসিপি"আলু ও কাচ কলা দিয়ে রুই মাছের ভুনা" রেসিপি নিয়ে AROUND THE WORLD কমিউনিটিতে Cooking Contest এ অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব মজার মনে হবে ও ভালো লাগবে।

IMG_20210802_152552.jpg

চলুন তাহোলে আলু ও কাচ কলা দিয়ে রুই মাছের ভুনা রেসিপিটি কিভাবে রান্না করবো দেখা যাক ধাপে ধাপে ।

প্রয়োজনীয় উপকরন :

01.রুই মাছ একটি মাঝারি সাইজের।
02.আলু বড় দেখে দুটি।
03.কাঁচ কলা দুটি।
04.তিনটা বড় পেয়াজ কুচি ।
05.দুই চামচ রসুন বাটা।
06.জিরা বাটা এক চামচ।
07.এক চামচ আদা বাটা ।
08.হলুদের গুরা দুই চামচ।
09.মরিচের গুরা তিন চামচ।
10.লবন স্বাদমতো।
11.সয়াবিন তেল 250 গ্রাম।

IMG_20210730_111640.jpg

IMG_20210730_111618.jpg

IMG_20210802_143222.jpg

#রান্নার প্রক্রিয়া দেখা যাক।:

প্রথম ধাপ:

রুইমাছ কেটে নিয়ে ভালো করে পরিস্কারকরে নিতে হবে ।

IMG_20210802_143245.jpg

দ্বিতীয় ধাপ :

মাছ ভালো করে ধুয়ে নিয়ে ,এর পর ভেজে নিতে হবে কড়া করে ।এজন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে মাছ একটা একটা করে দিয়ে ভাজতে হবে ।

IMG_20210801_122149.jpg

IMG_20210802_144706.jpg

কড়া করে ভেজে নিতে হবে মাছ ।

IMG_20210802_145224.jpg

তৃতীয় ধাপ:

এ পরের ধাপে আবার তেল দিয়ে পিয়াজ ভাজতে হবে লাল করে ।

IMG_20210801_122248.jpg

পিয়াজ হালকা লাল করে ভেজে তাতে সব মসলা দিয়ে সবগুলো উপকরন ভাল করে ভেজে নিতে হবে।

IMG_20210731_230421.jpg

চতুর্থ ধাপ :

মশলা গুলো ভালো মতো কষিয়ে লবন দেখে নিতেহবে।

IMG_20210731_230445.jpg

এর পর মসলা কষানো হলে
পানি দিতে হবে যাতে মসলা লেগে না পরে ।পানি দিয়ে উতলানোপর্যন্ত অপেক্ষা করতে হবে।

IMG_20210802_145752.jpg

IMG_20210802_150006.jpg

পঞ্চম ধাপ ;;

যখন পানিটা উতলাবে তখন কাচঁ কলা ও আলু দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে ।

IMG_20210802_150024.jpg

একটু সিদ্ধ হলেই ভাজা মাছ দিতে হবে এর মধ্যে।

IMG_20210802_150327.jpg

মাছ দিয়ে ঢেকে রাখতে
হবে 15 মিনিট এর মতো।

IMG_20210802_150132.jpg

ষষ্ঠ ধাপ:

এই ধাপে ভালো মতো মাছ আলু কলা হালকা আচে কিছু সময় রান্না করে জোল মাখা মাখা করে ভুনার মতো হলেই নামিয়ে নিতে হবে ।

IMG_20210802_151247.jpg

বাছ হয়ে গেলো রুই মাছ দিয়ে আলু কলার ভুনা রেসিপি ।

পরিবেশন::-

IMG_20210802_151559.jpg

অবশেষে উপরের ধাপগুলো সম্পন্ন করে আমার রেসিপিটি বানিয়ে ফেললাম ।আশাকরি সবার ভালো লাগবে ।

ধন্যবাদ সবাইকে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: