Surrounded environment in green and Tree plantation 🌴 || 💝Kushtia💝 || 🔥May 18, 2021🔥||

in hive-177276 •  4 years ago 

Assalamu Alaikum

Today is Tuesday
May 18, 2021

সারাবিশ্বে মহামারি কোরোনা ভাইরাস আর ও বেশি করে বুঝিয়ে দেয় গাছের কত বেশি গুরুত্ব। কোরোনা রোগীর জন্য খুবই জরুরী হচ্ছে অক্জিজেন সিলিন্ডার কিন্তু লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা থাকা সত্বেও পাচ্ছে না অক্জিজেন সিলিন্ডার, আর সেই আমরা এই অক্জিজেন গাছ থেকে পাচ্ছি কোনরুপ টাকা প্রদান করা ছাড়া।তাই বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদের, যাতে আমাদের পরিবেশ কে সুন্দর এবং আমাদের ভব্যিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য আমাদের সারাদেশ কে সবুজ এ ছায়িয়ে ফেলতে হবে, গাছ লাগামোর মাধ্যমে।

Picture No: 01

IMG_20190702_120358.jpg
এই গাছটি হচ্ছে তুলসি গাছ। এটি অনেক রোগের প্রতিষোধক হিসাবে কাজ করে।

picture no: 02

IMG_20190611_175023.jpg

এইটা আমরা ঘাস বলে জানি। এটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে।যদি কারও কোন জায়গায় কেটে যায় এটি চিবিয়ে লাগালে আরামবোধ লাগে।

Picture No :03

IMG_20191004_163056.jpg
সবুজে ঘেরা আমাদের পরিবেশ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাকু এই ঘাস তোমাকে লাগিয়ে আরাম দেওয়া হবে। 😁

হ্যা কাকু একদম😄😄