🌏🦢🦆"The Diary Game season #3 "for Better Life By @mdhosain. 12/07/2021

in hive-177276 •  3 years ago  (edited)

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

আসসালামু আলাইকুম।

সকল ইস্টিমিট বন্ধুদেরকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আশা করি আপনারা সবাই ভাল আছেন, সেই সাথে আমিও আল্লহর রহমতে ভালো আছি।

আমি মোঃ হুসাইন । আমার steemit id @mdhosain.

আমি @Around-theworld community একজন সদস্য।

20210712_132657.jpg

20210712_163845.jpg

20210712_162532.jpg

20210712_163359.jpg

লেবু গাছের যত্ন ও পরিচর্যা কিভাবে করবেন।

এবং খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমতে না পারে। গাছের গোড়ায় পানি জমে যেন স্যাঁতস্যাঁতে না হয় লেবু গাছের গোড়া ভালো ভাবে কুপিয়ে দিতে হবে এবং গাছের গোড়ায় আগাছা ছাপ করতে হবে।
লেবু গাছ কে সঠিক ভাবে বাড়তে দিতে হলে এর ডালপালা ছাটাই করতে হবে।
গাছের মরা ও শুকনা ডালপালা কেটে গাছকে পরিষ্কার রাখতে হবে।

20210712_164207.jpg

20210712_164516.jpg

20210712_161448.jpg

লেবুর উপকারীতা।

১। হজম শক্তি বাড়ায়।
লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে লেবু পানি।

২। ক্ষত সারায়।
লেবুর মধ্যে থাকা অ্যাবসরবিক অ্যাসিড ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে।

৩। পেট পরিষ্কার রাখে।
শরীর থেকে অপ্রয়োজনীয়, ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে লেবু পানি।

৪। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা দূর করতে অব্যর্থ।

৫। ত্বক দাগ মুক্ত রাখে।
লেবুতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। ব্যাকটেরিয়া রুখে অ্যাকনে সমস্যার সমাধান করে। রক্ত পরিষ্কার করে।

৬। শ্বাস- প্রশ্বাস ভাল রাখে: লেবু ফুসফুস পরিষ্কার রাখার ফলে শ্বাস-প্রশ্বাস তাজা রাখে। খাওয়ার পর লেবু পানি দিয়ে মুখ ধুলে ব্যাকটেরিয়া দূর হয়।

20210712_132657.jpg

20210712_135917.jpg

20210712_132802.jpg

আসুন জেনে নেই বাড়িতে কিভাবে রাজ হাঁস ও পাতি হাঁস চাষ করতে হবে।

রাজ হাঁস একটি গৃহপালিত পাখি ।
আমাদের দেশে গ্রাম অঞ্চলে অধিকাংশই হাঁস পালন করে থাকে।বাড়িতে হাঁস পালন করা খুবই সোজা । বর্তমানে হাঁস পালন করে অনেক বেকার যুবক তাঁদের আর্থিক স্বচ্ছলতা এনেছে । হাঁস মূলত জলচর জীব । এই কারণে অনেকে মনে করেন পানি ছাড়া হাঁস পোষা ও সম্ভব।

পাতি হাঁস পালন করলে একদিকে যেমন আর্থিক স্বচ্ছলতা এবং অন্যদিকে ডিম ও মাংস উভয়ই পাওয়া যায় । আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে হাঁসের চাষ করতে পারেন ।

রাজ হাঁস ও পাতি হাঁস চাষে কি ধরণের খাঁচা বা ঘর বাছাই করবেন।

বাড়িতে রাজ হাঁস ও পাতি হাস পালন করার জন্য আপনাকে প্রথমে উপযুক্ত ঘর তৈরি করতে হবে । এক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি আছে । এক্ষেত্রে আপনি হাঁসের ঘর বানানোর জন্য বাঁশ, বেত, টিন, ছন, খড় ইত্যাদি ব্যবহার করতে পারেন । এছাড়াও যদি সম্ভব হয় তাহলে হাঁসের জন্য ইট দিয়ে ঘর তৈরি করে দিতে পারেন । এটি অনেক মজবুত হবে ।

হাঁস পালন করার সঠিক সময়।

বাড়িতে হাঁস পালন করার জন্য তেমন কোন নির্দিষ্ট সময় ধরাবাধা নেই । আপনি ইচ্ছা করলে বছরের যেকোন সময়ে হাঁস পালন করতে পারেন ।

20210712_133034.jpg

20210712_131426.jpg

20210712_131357.jpg

সেমাই একটি মিষ্টান্ন খাদ্য যা আমার খুব একটি পছন্দের খাবার।

সেমাই একটি মিষ্টান্ন জাতীয় খাদ্য। নুডলস্‌-এর মত অতি চিকন আটার দুধ, চিনি এবং গরম মশলা ও কিসমিস সহকারে রান্না করা হয়। আমি দোকান থেকে সেমাই কেনার সময় আমার ফোন থেকে তোলা ছবি।


pBMyo3B2Sao2EbuHAFTX1CNWMbam25xJGPs4sKmLS6XL7hz9cFu6ijjaTQ6qBGwo4Bcxkzyd86QaxJdLo1FP4XNvM9R74MEbT4SanyS9nPVvpbwxLie3fwZ7ezVydFqopbmZAvz3kK4eZ8iBZK8qhV2vw5Jtfw1b1j1KGTRFkE4dvQXw.gif


Thanks a All
@mdhosain

Cc,
@art-bangladesh @nevlu123 @oppongk @around-theworld.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Have a nice day md Hossain.
Your post quality is really good.
I am really appreciate to see your post.

Thank u so much