"ঢেঁড়সে এর ফুল ও জীবন বৃত্তান্ত " by @mostofajaman

in hive-177276 •  4 years ago  (edited)

আসসালামু আলাইকুম।


সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি @mostofajaman Bangladesh থেকে ।

চলুন শুরু করা যাক ...

IMG20210622123801.jpg

ঢেঁড়স কে ভেন্ডিও বলা হয় আমাদের দেশে এবং ইংরেজি ভাষাভাষী দেশগুলোতে ঢেঁড়স কে লেডিস ফিঙ্গার বলা হয়। USA অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে ঢেঁড়স কে Okra (ওকরা) বলা হয়।ঢেঁড়স উৎপাদনের জন্য প্রথমে একটি জমি নির্বাচন করতে হয়, তারপর জমিতে বীজ রোপন করতে হয় লাইন ধরে। তারপর ঢেঁড়স গাছের চারা আস্তে আস্তে বড় হয়, সার এবং শেষ দেওয়ার মাধ্যমে। মাত্র একমাসে ঢেঁড়স গাছ বড় হয়ে যায় ফুল আসে এবং গাছে ঢেঁড়স ধরতে শুরু করে। একটি ঢেঁড়স গাছ এক থেকে পাঁচ মাস পর্যন্ত ফল দেয়।

IMG20210622123806.jpg

আমার ঢেঁড়সের জমি আছে আমি ঢেঁড়স উৎপাদন করি। এটি খেতে আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট বক্সে । বিশেষ করে আমার ঢেঁড়স ভাজি খেতে খুব ভালো লাগে। এটি একটি আমাদের দেশীয় এবং জনপ্রিয় সবজি খাদ্য। সারা বাংলাদেশের চাষাবাদ দেখা যায়। এটি চাষ করে অধিকতর টাকা আয় করা সম্ভব। এর এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

"তাই ঢেঁড়সের এই ফুলটি বলতে চাই আমি একটি পরিপক্ক ফুল এবং আমি একটি উৎকৃষ্টমানের ঢেঁড়স উৎপাদন করতে সক্ষম।"

CC,
@art-bangladesh @nevlu123 @oppongk @around-theworld

আমার পোস্টটি দেখার এবং পড়ার জন্য ধন্যবাদ।

images (3).png



pBMyo3B2Sao2EbuHAFTX1CNWMbam25xJGPs4sKmLS6XL7hz9cFu6ijjaTQ6qBGwo4Bcxkzyd86QaxJdLo1FP4XNvM9R74MEbT4SanyS9nPVvpbwxLie3fwZ7ezVydFqopbmZAvz3kK4eZ8iBZK8qhV2vw5Jtfw1b1j1KGTRFkE4dvQXw.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!