My village 10 pic's 🕳️ Date:8 July 2021

in hive-177276 •  3 years ago 

20210708_083139.jpg
আজকে সকালে আমাদের এলাকার মাঠে গিয়েছিলাম। পরে দেখতে পেলাম একজন কৃষক তার পাট কেটে মাতি কাটছে। এখন পাট কাটার সময়। এ বছর পাট এর দাম বেশি
20210708_083846.jpg
এখানে পাট আটি বেধে পালা করে রাখছে। পরে এখান থেকে নিয়ে জেয়ে জাগ দেবে। এভাবে পালা করে রাখলে কাচা পাতা সব ঝরে যায় এবং পাট জাগ অনেক ভাল হয়।
20210708_082235.jpg
এটা হচ্ছে আমাদের এলাকার মাঠের একটা আখ খেত। আখ এখনো বড় হয়নি এই আখ এখনো বেশ কিছু দিন পর গা খাওয়ার উপযোগি হবে।

20210708_083733.jpg
আজকে সকালে যখন আমি মাঠে গেলাম পাশে একটা কচু খেত দেখতে পেলাম। এ বছর কচুর অনেক বেশি ফলন হয়েছে।
20210708_083814.jpg
এ বছর আমাদের এলাকার মাঠে অনেক বেশি পরিমান হলুদ এর আবাদ করেছে হলুদ এর আবাদ করলে অনেক বেশি লাভ করা যায়।
20210708_083910.jpg
এটা আমার বড় কাকার কলার জমি। এই জমিতে কেবল কলা লাগানো হয়েছে। এই জমিতে এইবার ইরি কলা লাগানো হয়েছে। আশা করছি এইবার ফলন অনেক বেশি হবে।
20210708_084330.jpg
আমাদের এলাকার মাঠে এবার অনেক কৃষক পেঁপে আবাদ করেছে। পেঁপে আবাদে খরচ অনেক কম লাগে। এবং লাভ অনেক বেশি হয়
20210708_084433.jpg
আজকে সকালে যখন আমি মাঠে গেলাম পাশে একটা জমিতে দেখতে পেলাম পটল এর আবাদ করেছে একজন কৃষক। পটল এর আবাদ লাভ জনক আবাদ।
20210708_082720.jpg
এটা হচ্ছে আমার আরাক কাকার বেগুন এর আবাদ এর জমি বেগুন খেতে এখন অনেক পরিচযা করতে হয়
20210708_084428.jpg
আমাদের এলাকার মাঠে অনেক ধাড়স এর আবাদ করেছে। ধাড়স এর আবাদ করলে খরচ কম হয় এবং লাভ বেশি হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!