আজকে সকালে আমাদের এলাকার মাঠে গিয়েছিলাম। পরে দেখতে পেলাম একজন কৃষক তার পাট কেটে মাতি কাটছে। এখন পাট কাটার সময়। এ বছর পাট এর দাম বেশি
এখানে পাট আটি বেধে পালা করে রাখছে। পরে এখান থেকে নিয়ে জেয়ে জাগ দেবে। এভাবে পালা করে রাখলে কাচা পাতা সব ঝরে যায় এবং পাট জাগ অনেক ভাল হয়।
এটা হচ্ছে আমাদের এলাকার মাঠের একটা আখ খেত। আখ এখনো বড় হয়নি এই আখ এখনো বেশ কিছু দিন পর গা খাওয়ার উপযোগি হবে।
আজকে সকালে যখন আমি মাঠে গেলাম পাশে একটা কচু খেত দেখতে পেলাম। এ বছর কচুর অনেক বেশি ফলন হয়েছে।
এ বছর আমাদের এলাকার মাঠে অনেক বেশি পরিমান হলুদ এর আবাদ করেছে হলুদ এর আবাদ করলে অনেক বেশি লাভ করা যায়।
এটা আমার বড় কাকার কলার জমি। এই জমিতে কেবল কলা লাগানো হয়েছে। এই জমিতে এইবার ইরি কলা লাগানো হয়েছে। আশা করছি এইবার ফলন অনেক বেশি হবে।
আমাদের এলাকার মাঠে এবার অনেক কৃষক পেঁপে আবাদ করেছে। পেঁপে আবাদে খরচ অনেক কম লাগে। এবং লাভ অনেক বেশি হয়
আজকে সকালে যখন আমি মাঠে গেলাম পাশে একটা জমিতে দেখতে পেলাম পটল এর আবাদ করেছে একজন কৃষক। পটল এর আবাদ লাভ জনক আবাদ।
এটা হচ্ছে আমার আরাক কাকার বেগুন এর আবাদ এর জমি বেগুন খেতে এখন অনেক পরিচযা করতে হয়
আমাদের এলাকার মাঠে অনেক ধাড়স এর আবাদ করেছে। ধাড়স এর আবাদ করলে খরচ কম হয় এবং লাভ বেশি হয়।