My Town In Ten Pics🌴 || terail|| July 13 , 2021||

in hive-177276 •  3 years ago 

PICTURE NO: 01


একজন ফল বিক্রেতা গ্রামের মধ্যে ভ্যানে করে ফল বিক্রি করছে। এবং একজন ছোট বালিকা পেয়ারা ক্রয় করছে। ফল বিক্রেতা পেয়ারা গুলো ছোট ছোট টুকরো করে মসলা দিয়ে মাখিয়ে দিচ্ছে।

20210710_111842.jpg


PICTURE NO: 02

এটা আমাদের গ্রামের ফসলের মাঠের দৃশ্য। পুরো মাঠ ধান গাছে ভরে গেছে। মাঠের চারপাশ ধান গাছে ছেয়ে রয়েছে, ধান গাছের সবুজ সৌন্দর্য মনকে সতেজ করে দেয়।

20210708_084307.jpg


PICTURE NO: 03

এটি আমাদের গ্রামে বেগুন গাছ নামে পরিচিত। মূলত আমরা বেগুন সবজি হিসাবে খেয়ে থাকি। গাছটিতে বেগুন ধরে আছে, যা দেখতে সত্যি চমৎকার লাগছে। আমাদের গ্রামের মাঠে প্রায় সব ধরনের সবজি চাষ হয়ে থাকে।

20210708_082702.jpg


PICTURE NO: 04

আমার গ্রামের রাস্তার পাশের দৃশ্য এটা, কয়েকটি পাতিহাঁস রাস্তার পাশ দিয়ে দল বেধে হেটে চলছে। গ্রামে সচারাচর এমন দৃশ্য প্রায় দেখা যায়।

20210710_113302.jpg


PICTURE NO: 05

একটা ভ্যানে দুটি ফ্রিজ নিয়ে যাচ্ছেন। এবং পথের মাঝে ভ্যান চালক বিশ্রাম গ্রহণ করার জন্য ভ্যান রাস্তার এক পাশে দিয়েছে।

20210710_113202.jpg


PICTURE NO: 06

ছবিটি গতকাল দুপুরে তোলা হয়েছে, গতকাল গরমের তাপমাত্রা বৃদ্ধির জন্য অনেকেই মাঠের বাতাস যুক্ত স্থানে বসার জন্য আসছিল। এমতাবস্থায় ছবিটি তোলা হয়েছিল।

20210710_113144.jpg


PICTURE NO: 07

এটা আমাদের গ্রামের একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা বাজারের উদ্দেশ্য যেতে হয়। যদিও রাস্তার প্রস্থ অনেক কম। সে কারণে কোন বড় গাড়ি এই রাস্তায় প্রবেশ করতে পারে না।

20210710_111509.jpg


PICTURE NO: 08

এটা আমাদের কলা বাগানের একটি দৃশ্য, এবং আপনারা দেখতে পাচ্ছেন কলার গাছে কি পরিমাণ কলা ধরেছে। এমন দৃশ্য দেখলে সকল কৃষকের প্রাণ জুড়িয়ে যায়।

20210708_084155.jpg


PICTURE NO: 09

এটা মরিচের গাছ, এত ছোট একটা মরিচের গাছে বিপুল পরিমাণ মরিচ ধরেছে যা সত্যি অকল্পনীয়। এবং এই মরিচের চাহিদা অনেক বেশি।

20210708_082439.jpg


PICTURE NO: 10

এটা পাট গাছের দৃশ্য। পাট আমাদের সোনালী আঁশ, এই মৌসুমে পাট কেটে পানিতে জাগ দিয়ে আশ ছাড়িয়ে রোদে শুকানো হয়। এবং শুকানো শেষ হলে পাট বিক্রির জন্য প্রস্তুত হয়। এবং বেশ ভালো দামেই এই পাট বিক্রি করা হয়। এই পাট উৎপাদনে কৃষকের অনেক পরিশ্রম দিতে হয়।

20210708_081458.jpg



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

20210211_110107-01.jpeg

Your post has been upvoted by @around-theworld Community Curation Trail.

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steemitblog for last updates

পরবর্তী পোস্টে অবশ্যই লোকেশান কোড ইউজ করবেন। ধন্যবাদ

The ducks are so beautiful and interesting. Thanks very much for your good work.

nice photpography brother.

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ঝাল এর দাম কম হওয়ায় চাষি দের অবস্থা খুব খারাপ