"আমার গ্রামের 10 টি ছবি" তারিখ:30/06/2021 @shahariar1

in hive-177276 •  3 years ago  (edited)

আসসালামুওলাইকুম

আশা করি সবাই সুস্থ আছেন।

আজ আমি আমার গ্রাম সম্পর্কে বলতে চলেছি।
প্রতিটি মানুষ এর কাছে তার জন্ম স্থান অনেক বেশি প্রিয়।
সুজগ পেলে মানুষ তার জন্ম স্থান নিয়ে কথা বলার সুজগ হাত ছাড়া করে না।

কাজের তাগিদে মানুষ তার জন্ম স্থান ছেড়ে গ্রাম ছেড়ে শহরে চলে গেলেও জন্ম স্থান বা গ্রাম এর জন্য ভালবাসা বুকের মধ্যে পুষে রাখে।

কেনোনা প্রত্যেক এর শৈশব কতো স্মৃতি থাকে তার গ্রামে।

আজ আমি আমার গ্রাম কে 'STEEMIT' এর মাধ্যমে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই।

প্রত্যক এর কাছে তার তার গ্রাম সুন্দর। তবে আমি আমার গ্রাম এর মত সুন্দর আর সাজানো গ্রাম কথাও দেখি নি।

মনে হয় কেও নিজ হাতে রঙ পেনসিল দিয়ে আমাদের গ্রাম টি একটি সাদা খাতায় অংক্কন করেছে।

বিবরনঃ

আমাদের গ্রাম টি একটি বৃত্ত এর মতো গোলাকার।
এবং গ্রাম এর কেন্রে রয়েছে খেলার মাঠ । খেলার মাঠের চার পাশ জুড়ে সকল শিক্ষা, সেবা এবং ধর্মীয় প্রতিষ্ঠান।

যেমন প্রাইমারি স্কুল,হাই স্কুল,কবরস্থান, মসজিদ,মাদ্রাসা,ঈদগাহ, সাস্থ কেন্র ইত্যাদি প্রতিষ্ঠান।
এবং সেখানে আশার জন্য রয়ে চারি দিক দিয়ে পাকা রাস্থা।
আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।

গ্রামে প্রবেশ এর রাস্তা।

IMG20210630121535.jpg

প্রবেশ করার পর গ্রামের একটি দর্শ:

IMG20210630121911.jpg

স্কুল মাঠে প্রবেশ এর রাস্তা :

IMG20210630122856.jpg

স্কুল মাঠ:

IMG20210630122253.jpg

প্রাথমিক বিদ্যালয় :

IMG20210630122937.jpg

মাধ্যমিক বিদ্যালয় :

IMG20210630122700.jpg

ঈদগাহ :

IMG20210630122409.jpg

কবর স্থান:

IMG20210630122911.jpg

গ্রামের পাস দিয়ে পূর্ব দিক দিয়ে বয়ে গেছে মাথা ভাজ্ঞা নদী।বর্ষ কালে নদীর পানি থেইথেই করে
নদী টি দেখলে আমার ছোট বেলার সেই কবিতার কথা মনে পোড়ে যাই।

আমাদের ছোট নদি চলে বাকে বাকে।
বৈশাখ মাসে তার হাটু জল থাকে
পার হয়ে যাই গরু,পার হয় গাড়ি.
দুই ধার উচু তার ঢালু তার পাড়ি।
নদী:

IMG_20210630_134737.jpg

ছবির মতো আমাদের এই গ্রাম। গ্রামের মত সুন্দর আমাদের গ্রামের মানুষ। এখানে অধিংশ মানুষ মাঠে কাজ করে।
একে অপর এর বিপদে এগিয়ে আসে। মনে হয় প্রত্যকে একি মায়ের সন্তান।
আমি ধন্য এমন একটি গ্রামে আমার জন্ম হয়েছে।

আমি গর্বিত আমি এই গ্রাম এর সন্তান ।
গ্রামের নাম:কুমারীডাজ্ঞা।
থানা:গাংনী।
জেলা: মেহেরপুর।
বিভাগ :খুলনা।

বাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@art-bangladesh @nevlu123 @oppongk @around-theworld.

Thank you

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ছিলো আপনার গ্রামটি

ধন্যবাদ আপনাকে

Contact us by joining our community's Discord Channel to get support from our community. We will try to give you regular support based on the quality of your posts, verifying you.

join-now-6339855_1280.png

Discord channel Link: https://discord.gg/3zXMwqNhKR

ধন্যবাদ ভাই কইদিন স্টিমিট টে আস্তে পারি নাই সেই জন্য দুঃখিত। আমি আপনাদের ডিস্কড গ্রুপে জয়েন করেছি

Wow onek sundor tomar gram... 😍🥰

Thank you

Very beautiful your village

Thanks a lot