আমি @shamima404 বাংলাদেশ থেকে 🇧🇩
তারিখ :২৭ জুন ২০২১
সবাই কেমন আছেন! আশা করি প্রাণঘাতী করোনা ভাইরাস মধ্যে ভালো আছেন।আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি।
আজ আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি ফুটবল খেলায় আমার প্রিয় দল সম্পর্কে।
ফুটবলের জন্ম ইংল্যান্ডে, কিন্তু ব্রাজিল ফুটবলের দেশ’
পাড়ায় মহল্লায় ববন্ধুদের সাথে আড্ডায় কিংবা চায়ের দোকানে চলছে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে আলোচনা,সমালোচনা এমনকি বাকবিতণ্ডা।পরিবারের ভেতরেও চলছে চায়ের চুমুকে ঝড়।
★★আমি কোন দল সাপোর্ট করি?
-প্রিয় দল হলো ব্রাজিল। একেবারেই ছোটবেলা থেকে ব্রাজিল সমর্থন করা। বাড়ির সবাই এ দল পছন্দ করে।
★★আমি কেনো ব্রাজিল সাপোর্ট করি?
-আমি ব্রাজিল সাপোর্ট করি ব্রাজিলের খেলোয়াড়দের বল পাসিং, ফ্রিকিক কিংবা যেকোনও মুভমেন্টের মধ্যে একটা ছন্দ আছে। যা দেখাটাও অন্যরকম একটা বিষয়। তাই আমি ব্রাজিলের ভক্ত।
Source
ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়দের কাছে ফুটবল যেন খেলার চেয়েও বেশি কিছু। ফুটবল খেলার প্রতি আবেগ আর ভালোবাসা দিক দিয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রতি মন কেড়েছে। ব্রাজিল ফুলবলে বর্তমান সময়ে সেরা সুপার স্টার
হলো নেইমার।তাছাড়া নেইমারের সহযোদ্ধাদের ( অ্যালিসন, মার্সেলো, মিরান্ডা, মার্কুইনহোস, দানি আলভেজ, পাওলিনহো, রেনাতো আগুস্তো, কাসেমিরো, কুতিনহো) অক্লান্ত পরিশ্রমে দলটি খুব ছন্দে আছে।আর ব্রাজিল ফুলবল দলকে আমরা আর একটা নামে চিনি সেইটা হলো তিতে বাহিনী
এই ব্রাজিল দলের কোচের নাম তিতে। কোচ হিসেবে তিনি অনেক ঠান্ডা মেজাজের। আর খেলোয়াড়দের খুব কাছের মানুষ।
Source
ব্রাজিল ফুটবল দল সর্বকালের সেরা একটি দল। ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওর্য়াল্ড কাপ,আর ফিফা ওর্য়াল্ড কাপের সর্বোচ্চ ৫বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।ব্রাজিলই ফুটবল দল যারা একটানা ৩ বার বিশ্বকাপ ফাইনাল খেলেছে।বিশ্বকাপে ব্রাজিলের ৭ জন গোল্ডেন বল এবং ৫ জন গোল্ডেন বুট জিতেছে।ব্রাজিলের খেলোয়াড়রা ৮ বার
ব্যালন ডি অর জিতেছেন রোনালদো ৩ বার, রোনালদিনহো ২বার, রিভালদো, রোমারিও এবং কাকা ১ বার।
তাই নিসন্দেহ বলা যাই, ব্রাজিল ফুটবল দল বেষ্ট আমার কাছে।
@art-bangladesh
@oppongk💐💐
খোদা হাফেজ 💐💐
অনেক সুন্দর ছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@razuan12 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনযোগ দিয়ে পড়ার জন্য❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit