My Town's Ten Pics Photography |My Town Is Bamondi,Gangni,Meherpur.

in hive-177276 •  4 years ago 

আসসালামু আলাইকুম

আমি @shamima404 বাংলাদেশ থেকে 🇧🇩
তারিখ :০৮ জুলাই ২০২১

সবাই কেমন আছেন! আশা করি প্রাণঘাতী করোনা ভাইরাস মধ্যে ভালো আছেন।আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি

আজ আপনাদের মাঝে আমার শহরের ১০ পিক নিয়ে আলোচনা করবো।আমার গ্রামটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে
মেহেরপুর জেলা থেলে ৩০কি.মি দুরে আমার গ্রামটি অবস্থিত।

IMG_20210708_152210.jpg

Location
এইটা হলো আমার স্কুল।আমার স্কুলের নাম সন্ধানী স্কুল এন্ড কলেজ।আমার স্কুলটি মেহেরপুর জেলার ১ম স্থান অধিকার পায় প্রতি বছরে।আমি এইখানে নমব-দশম শ্রেনী পযন্ত পড়েছি।

IMG_20210708_151352.jpg

Location
এইটা হলো আমাদের গ্রামের মার্সেল শোরুম। এইখান থেকে আমরা যাবতীয় ইলেকট্রনিক জিনিস কিনা কাটা করি।শোরুমের ভেতর অনেক সুন্দর। এই শোরুমের নাম,তাজ ইলেকট্রনিক।

IMG_20210708_151752.jpg

Location
এইটা আমার গ্রামের হাই স্কুল।এখানে আমি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনী পযন্ত অধ্যায়ন রত ছিলাম।আমার স্কুলের নাম,বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ। আমাদের স্কুলের কলেজ শাখায় মেরামতের কাজ চলছে,তাই কলেজের সামনে ইট বালু রাখা।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলেজ মাঠে অনেক পানি জমেছে বর্ষার।

IMG_20210708_151656.jpg

Location
এইটা হলো আমার গ্রামের অপারেটর টাওয়ার। এইটার মাধ্যমে আমরা সবার সাথে যোগাযোগ, ইন্টারনেট সার্ভিস গুলো পেয়ে থাকি।এই অপারেটর টাওয়ারটি ওয়াল্টন শো-রুমে অপরে স্থাপিত করা হয়েছে।

IMG_20210708_151426.jpg

Location
এইটা হলো আমাদের বাজারের রাস্তা। এই রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করতে পারে।এই রাস্তা দিয়ে প্রায় ২০ টি মতো গ্রামের মানুষ যাতায়াত করে প্রতিদিন।

IMG_20210708_151601.jpg

Location
আমার গ্রামে এই বিল্ডিংটা হলো,ব্যাংক এশিয়া। এই ব্যাংকের মাধ্যমে আমরা প্রতিনিয়ত, টাকা এক স্থান অন্য স্থানে পাঠাই।তাছাড়া ব্যাংকে টাকা জমা থেকে শুরু করে,সুল্প পরিমাণে রিন
দিয়ে থাকে।তাছাড়া প্রাবাসী থেকে টাকা পাঠাই এই ব্যাংকের মাধ্যমে, আমার প্রবাসী ভাইয়েরা।আমাদের গ্রামে ব্যাংকটা হওয়ায়,টাকা লেনদেনে অনেক সুবিধা পাই।

IMG_20210708_151528.jpg

Location
এই রাস্তাটাই দেখতে পাচ্ছেন যানবাহন চলাচলা করছে। তাছাড়া রাস্তার দুপাশে, ছোটো বড় অনেক দোকান রয়েছে।

IMG_20210708_151832.jpg

Location
এখানে দেখতে পাচ্ছেন,একটা খেলার মাঠ।এই খানে ফুটবল খেলা আয়োজন করা হয়েছে।তাই এইখানে খেলোয়াড়া পোশাক পরিধান করছে।

IMG_20210708_151907.jpg

Location
এখানে দেখতে পাচ্ছেন,বিকাল টাইমে সবাই খেলা ধুলা করছে।আমার বন্ধুরা ফুটবল খেলছে।অনেক ভালো ফুটবল খেলে তারা।

IMG_20210708_151318.jpg

Location
সর্বশেষ,এইটা আমার বাসাই যাওয়া রাস্তা।রাস্তাটি বৃষ্টির পানিতে প্রায় নষ্ট হয়ে গেছে।অল্প কিছুদিনের মধ্য মেরামত করে দিবে, আমার এলাকার মেম্বার চেয়ারম্যান।

তো এই ছিলো আমার শহরের ১০ পিক।

সবাই কে ধন্যবাদ, আমার পোষ্টটা পড়ার জন্য।

💐💐CC,
@art-bangladesh
@oppongk
💐💐

💐💐সবাইকে ধন্যবাদ!!!
খোদা হাফেজ
💐💐

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Really amazing your town

Picture gula osadharon hoice