হ্যালো বন্ধুরা,আমি @shopon700 বাংলাদেশ থেকে।আজ আমি AROUND THE WORLD কমিউনিটিতে Colour Paper Crafts Contest-এ অংশগ্রহণ করতে যাচ্ছি।আশা করি সকলেই আমাকে সাপোর্ট করবেন।
Colour Paper Crafts:
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা খুবই সহজ।আপনারা চাইলে সহজে এটি তৈরি করতে পারেন।নিম্নে এটি তৈরির ধাপ গুলো আমি দেখিয়ে দিয়েছি।
প্রয়োজনীয় উপকরণ:
১। রঙ্গিন কাগজ ও সাদা কাগজ।
২। কাচি।
৩। আঠা।
৪। পেন্সিল।
৫। কালার পেন।
৬। স্কেল।
ওয়ালমেট তৈরির ধাপসমূহ:
ধাপ-১
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে কাগজটিকে মুড়িয়ে পাইপের মত তৈরী করে নিতে হবে।এরপর কাগজ মোড়ানোর শেষপ্রান্তে আঠা দিয়ে পাইপটির সাথে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়।এরপর দুই পাশের কাগজ কেটে সমান করে নিতে হবে।এভাবে পাইপ গুলো তৈরি করে নিতে হবে।
ধাপ-২
ফুল তৈরি করার জন্য রঙ্গিন পেপার গুলো প্রথমে সমান ভাবে কেটে নিতে হবে।কাগজের টুকরো গুলো 6.5×6.5 সেন্টিমিটার করে কেটে নিতে হবে।
ধাপ-৩
এরপর কাগজের টুকরো গুলো কোনাকুনি ভাবে ভাঁজ করে নিতে হবে এবং পুনরায় ভাঁজ করতে হবে।ভাঁজ করা হয়ে গেলে ফুলের আকৃতির জন্য পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে হবে।এরপর কাচি দিয়ে কেটে নিতে হবে।
ধাপ-৪
এরপর কাটা কাগজটি খুললেই তৈরি হয়ে যাবে ফুল।এভাবে তিনটি ফুল তৈরি করে নিতে হবে।
ধাপ-৫
অন্য রঙের আরো তিনটি ফুল তৈরি করতে 7.5×7.5 সেন্টিমিটার করে কাগজের টুকরো কেটে নিতে হবে।এরপর পূর্বের ন্যায় ফুল তৈরি করে নিতে হবে।
ধাপ-৬
একটি লম্বা ও সরু কাগজ নিতে হবে।এরপর এই কাগজটিকে কাঁচি দিয়ে উপরের ছবির মতো কুচি কুচি করে কেটে নিতে হবে ছোট ফুল তৈরি করার জন্য।ফুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বড় ফুলের মাঝের অংশের এই ছোট ফুলটি তৈরি করে নিতে হবে।
ধাপ-৭
ফুল তৈরির কাজ শেষ করে ফুলগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য পাতা তৈরি করে নিতে হবে।পাতা তৈরি শেষ হয়ে গেলে পাতাগুলোকে আরও সুন্দরভাবে তৈরি করতে কালার পেন এর ব্যবহার করতে হবে।
ধাপ-৮
পূর্বে তৈরি করা পাইপগুলো দিয়ে একটি ফ্রেম তৈরি করে নিতে হবে।এই পাইপের ফ্রেম তৈরীর জন্য আঠার ব্যবহার করতে হবে।প্রথমে পাইপ গুলোকে সাজিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এরপর আঠা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ধাপ-৯
এরপর প্রতিটি তৈরি করা বড় ফুলের সাথে আরেকটি ছোট সাইজের ফুল আঠা দিয়ে আটকে নিতে হবে এবং ফুলের পাপড়ির চারদিকে পাতাযুক্ত করতে হবে।
ধাপ-১০
এরপর ফুলগুলো ভালোভাবে আঠা দিয়ে ফ্রেমে আটকে নিতে হবে এবং ভালোভাবে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।এই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা সহজেই কালার পেপারের ওয়ালমেট তৈরি করতে পারবেন।
এই ছবিগুলো তোলার জন্য Oppo-A12 ফোনের ক্যামেরা ইউজ করেছি।
Invitation:
@mubdi-technology
@roshanee
@sabbirrr
ধন্যবাদ সকলকে।
Specially Thanks @tasonya to arrange this Contest.
Hello @shopon700. Thanks for participating this contest. I like your work.your work is beautiful. ❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you apu.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit