Contest: About My Future plan by @sikakon

in hive-177276 •  3 years ago 

আসসালামু আলাইকুম

আমি @sikakon. বাংলাদেশ থেকে। আশা করি সবাই আল্লাহর রহমতে করনামুক্ত সুস্থ্য আছেন।
আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
সর্ব প্রথম আমি ধন্যবাদ দিতে চাই @art-bangladesh কে, সুন্দর একটা কনটেস্ট এর আয়োজন করার জন্য। তো চলেন শুরু করি,

PicsArt_06-19-11.40.05.jpg

ভবিষ্যৎ পরিকল্পনা বলার আগে আমার নিজের সম্পর্কে একটু বলি,
  • নামঃ সাইদুল ইসলাম (কাকন)
  • বর্তমান ঠিকানাঃ গেন্ডারিয়া, ঢাকা।
  • পেশাঃ ছাত্র + ফ্রিল্যান্সার।

বর্তমানে আমি কবি নজরুল কলেজে ইকনোমিক্স ডিপার্টমেন্টের অনার্স ৩য় বর্ষের ছাত্র। আমি পড়াশোনার পাশাপাশি ফাইবারে কাজ করি। আমি ফাইবারে লেভেল২ সেলার। আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। এখন স্টিমিটেও এক্টিভ মেম্বার। আমি মধ্যবিত্য পরিবারের সন্তান।

যাইহোক, এখন মেইন বিষয় নিয়ে কথা বলি,

  • আমি মনে করি কোনো কাজ করার আগে অবশ্যই ভবিষ্যত পরিকল্পনা করে কাজ করা উচিত। আমরা আমাদের চারপাশে যতো সফল মানুষ দেখতে পাই,সবার সফলতার পিছনে অবশ্যই কোনো পরিকল্পনা ছিল। তাই তারা আজ সফল হতে পেরেছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিজের কাজের ধারাকে গতিশীল করে। বৈঠাহীন নৌকা যেমন নির্দিষ্ট গন্তব্য পৌছাতে পারে না তেমনি ভবিষ্যৎ পরিকল্পনা না করে কাজ করলে ভবিষ্যতে তার ফলও তেমন মিষ্টি হবে না। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে অবশ্যই এক সময় সফলতার দেখা মিলবে।

আমার ভবিষ্যত পরিকল্পনাঃ

  • আমাকে অনেকে জিজ্ঞেস করে ভবিষ্যতে কিসের চাকরি করার ইচ্ছা? আমি এক কথায় জবাব দেই আমাকে দিয়ে চাকরি করা হবে না। সত্যি বলতে চাকরি জিনিস টা আমার একদমই পছন্দের না। চাকরিতে নাই কোনো কাজের সাধীনতা। তাই আমার চাকরি জিনিসটা ভালো লাগে না। কিন্তু বাসা থেকে এক কথা বলে বাবা কবে পড়াশোনা শেষ করবি কবে চাকরি করবি। তখন আসলে তাদের মুখের উপর সরাসরি বলতে পারি না, আমার চাকরি করার ইচ্ছা নেই। অবশ্য এখন যে হারে বেকারত্বের সংখ্যা বাড়ছে তাতে চাকরি পাওয়া একটা স্বপ্নের মতো। আমি স্বপ্নে বিশ্বাসী না বাস্তবে বিশ্বাসী।

  • আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কাজ করে আমি দেখাতে চাই শুধু চাকরির পিছনে না ঘুরেও অনেক কিছু করা সম্ভব।
    আমার মনে হয় আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটু ভিন্ন। আমি ভবিষ্যতে একজন সফল উদ্যোক্ততা হতে চাই। আমি চাই আমার প্রতিষ্ঠানে সাধারণ মানুষ কাজ করবে।যারা অভাবের তাড়নায় চাকরি না পেয়ে বেকারত্ব নিয়ে ঘুরতে তারা কাজের সুযোগ পাবে আমার প্রতিষ্ঠানে। বর্তমানে আমি গ্রাফিক্স ডিজাইনের উপর কাজ করছি। আমার পরিকল্পনা আছে ২-৩ বছরের মধ্যে একটা "এস আই গ্রাফিক্স ইন্সটিটিউশন" নামে একটা প্রতিষ্ঠান খুলার। ধাপে ধাপে আমি নিজেকে তৈরি করতেছি। টাকা জমানো শুরু করছি অনেকদিন আগে থেকেই। ফ্রিল্যান্সিং করে যা পাই খরচ বাদে সব টাকা ব্যাংকে জমাচ্ছি। ইনশাআল্লাহ ২-৩ বছরের মধ্যে কাজ শুরু করবো আল্লাহ যদি সহায় থাকে। প্রথমে ছোট পরিশরে শুরু করবো আস্তে আস্তে বড় হবে। ইনশাআল্লাহ আমি সফল হবো।

  • অবশ্য বর্তমানে স্টিমিট নিয়েও একটা ভবিষ্যত পরিকল্পনা আছে। আমি স্টিমিতে জয়েন করছি প্রায় ২ মাস হলো। স্টিমিট সম্পর্কে যতটা ধারণা পেয়েছি নিজে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। আমি মনে করি, বন্ধুরা মিলে এটা তে লেগে থেকে পরিশ্রম করলে ভালো কিছুর সম্ভবনা আছে। পরিকল্পনা আছে কয়েক মাস পর নিজেরা একটা কমিনিউটি খুলবো। স্টিমিট সত্যি একটা চমৎকার প্লাটফর্ম যেখান থেকে আমরা অর্থ এবং অভিজ্ঞতা দুটোই অর্জন করতে পারি।

  • আমি একটা কথা মন থেকে বিশ্বাস করি, যদি মনোবল এবং ভবিষ্যত পরিকল্পনা ঠিক থাকে অবশ্যই মানুষ আজ হোক কাল হোক সফলতা অর্জন করবেই। কারন স চিন্তা আর পরিশ্রম কখনো বিফলে যায় না।

অনেকেই বলতে পারে যদি উদ্যোক্তা হবো তাহলে পড়াশোনা করে লাভ কি!! কিন্ত আমি মনে করি পড়াশোনা মানে চাকরি না। পড়াশোনা মানে হচ্ছে যোগ্যতা অর্জন করা। তাই পড়াশোনা করলে যে চাকরি ছাড়া অন্য কিছু করলে মান-সম্মান কমবে তা না। যোগ্যতা থাকলে মানুষ সব ভাবেই সফল হতে পারে।

সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হতে পারি।

ধন্যবাদ
SI KAKON

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই অনেক সুন্দর কথা লখছস। অনেক ভালো লাগলো। এমন চিন্তা সবাই করলে আজ এতো বেকার ছেলে থাকতো না।
ভালো থাকিস বন্ধু। একটু পর ডিউটিতে যাবো।

ভাই তুল মালয়শিয়া চলে গিয়ে ভালো কাজ করছস। দেখে চাকরির যে অবস্থা! 🙃 @hasan.himel

Brother nice post. Thanks for sharing your future plan. 🧡

Thanks a lot brother for nice comment.

Best of luck for your future plan

Thanks apu 💕💕

brother, awesome description 💕

Thank you so much. 🧡🧡

অনেক ভালো লিখেছেন

Thank you brother ❣️