Power up
25 February 2024
Sunday
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার এ মাসের শুরুর পাওয়ার আপের পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। এই কমিউনিটি কর্তৃক আয়োজিত পাওয়ার কনটেস্টে আমি সব সময় অংশগ্রহণ করার চেষ্টা করি কেননা এই পাওয়ার আপের মাধ্যমে এই প্লাটফর্মে নিজের শক্তি বৃদ্ধি করা যায়। তাহলে আমি আমার আজকের পাওয়ার আপ পোস্ট শুরু করি।
Total Steem and SP Before Power Up & After Power Up
পাওয়ার আপ পোস্ট করার নিয়ম হলো পাওয়ার আপের পূর্বের এবং পরের একটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করা। নিচে আমি আমার ওয়ালেটের দুটি স্ক্রিনশট আপনাদের সামনে উপস্থাপন করলাম।
এখানে আপনারা দেখতে পারছেন পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালে লিকুইড স্টীম ছিল 434 এবং পাওয়ার আপ করার পরে তা 0 হয়ে যায় কেননা আমি আমার 100% স্টীম পাওয়ার আপ করেছি। পাওয়ার আপ করার আগে আমার এসপি ছিল 11582 এবং পাওয়ার আপ করার পর তা বেড়ে হয় 12016। আমি আমার ছোট ছোট স্টেপের আপের মাধ্যমে এই প্লাটফর্মে আস্তে আস্তে বেড়ে উঠছি। আমার পরবর্তী টার্গেট হলো 3X ডলফিন ক্লাবের সদস্য হওয়া। আপনারা আমার জন্য দোয়া রাখবেন।
A tutorial on How to Power Up or Invest Steem
পাওয়ার আপ করার জন্য শুরুতেই আমি আমার আমার পোস্টিং কি ব্যবহার করে ওয়ালেটের লগ ইন করি। লগইন করার পর আমি স্টীম লিখার পাশে যে ড্রপ ডাউনটি রয়েছে সেখানে ক্লিক করি।
সেখানে ৩য় অপশন পাওয়ার আপ দেখায়, আমি সেখানে ক্লিক করি। সেখানে ক্লিক করার পর আমাকে কনভার্ট টু স্টিম পাওয়ার অপশনে নিয়ে যায়। যেখানে একটি বক্সে আমার ইউজার আইডি লেখা ছিল এবং অপর একটি বক্সে আমাকে আমার কাঙ্খিত স্টীমের পরিমান লিখতে হয়। যেহেতু আমি আমার সবগুলো স্টিম পাওয়ার আপ করব তাই আমি সেখানে 434 স্টীম লিখে পাওয়ার আপ অপশনে ক্লিক করি।
এই ধাপে আমার পাওয়ার আপ প্রসেস শেষ করার জন্য প্রাইভেট এক্টিভ কি ব্যবহার করতে হয়। আমি প্রাইভেট একটিভ কি ব্যবহার করে আমার পাওয়ার আপ প্রসেসেটি সমাপ্ত করি।
Write the importance of performing powerup.
- পাওয়া আপের মাধ্যমে আমরা এই প্লাটফর্মে নিজেরদের অবস্থান তুলে ধরতে পারি। এই প্লাটফর্মে যার এসপি বেশী সে এখানে তত বেশী সময় ধরে কাজ করছে ।
My last word if you want to become a successful steemian on this platform then you have to boost Your power by powering up your steem. Regular power up will help you to grow in this platform. So, keep powering up my dear friends.
Support @pennsif and @pennsif.witness for the growth of this creative platform. Vote for @pennsif.witness here
Hello your power-up journey. It's great to see your commitment to growing on this platform. Your step-by-step explanation and screenshots make it easy to understand the process. Best of luck with reaching your next target of becoming a 3X Dolphin Club member! I appreciate the reminder about the importance of regular power-ups for success on Steem. Keep up the excellent work and may your Steem power continue to grow..
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit