My Diary - Sunday, January 12, 2025: Meeting with my brother and some shopping

in hive-179660 •  last month 

1000022231.jpg

Cover photo

আশা করি সবাই ভাল আছেন। আজ সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছিল। এদিকে আমার মা আমার বড় ভাইয়ের জন্য খাবার রান্না করে রেডি করে রেখেছেন তাকে দেয়ার জন্য। আমার বড় ভাই কয়েক মাস পর তার অফিসের কাজে আমাদের বাসার কাছের একটি শহরে এসেছেন। আর বড় ভাইয়ের কাছে দুপুরের খাবার পৌঁছে দেয়ার জন্য আমার মা সকালে তাড়াতাড়ি রান্না শেষ করেছেন। আমি ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেই। এরপর মা আমাকে তাড়া দিতে থাকেন যাতে করে আমি তাড়াতাড়ি আমার ভাইয়ের কাছে খাবার পৌঁছে দেয়ার জন্য রেডি হই।

1000022232.jpg

যখন আম্মুর সাথে রিক্সায় করে ভায়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম

1000022233.jpg

রেল ক্রসিং এর কারণে আমাদের রেলগেটে কিছু সময় বিলম্ব হয়

আমার রেডি হতে হতে দুপুর হয়ে যায়। এরপর আমি মাকে নিয়ে বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য রওনা দেই। আমার বড় ভাই সকালে হালকা নাস্তা করেছিলেন। ব্যস্ততার কারণে তিনি ভাল কোন হোটেলে গিয়ে খাবার খাওয়ার সময় পাননি। আমার মা বড় ভাইকে দুপুরের খাবারের বক্সটা দেন। এরপর তিনি মা এর সামনে বসে দুপুরের খাবার খেয়েছিলেন। আমার মাকে বড় ভাইয়ের কেবিনে রেখে আমি ডাচ বাংলা ব্যাংকে গিয়েছিলাম আমার ডেবিট কার্ডের একটি সমস্যা সমাধানের জন্য।

1000022237.jpg

নতুন ডেবিট কার্ড

আমি ডাচ বাংলা ব্যাংকের এমন একজন কর্মচারীর সাথে দেখা করলাম যিনি কার্ড সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি আমার সমস্যাগুলো শুনলেন এবং নতুন কার্ড নেয়ার জন্য পরামর্শ দিলেন। আমি তার নির্দেশনা অনুযায়ী একটি ফরম পূরণ করলাম এবং নতুন কার্ডের জন্য এপ্লাই করলাম। তিনি আমার দেয়া তথ্যগুলো ভেরিফাই করার পর আমাকে নতুন একটি ডেবিট কার্ড দিলেন। নতুন ডেবিট কার্ড পেয়ে আমি বেশ খুশি হয়েছিলাম।

1000022235.jpg

দুপুরের খাবারের বিল এসেছিল ৩৫০ টাকা (প্রায় ২.৮৮ ডলার)

নতুন কার্ড সংগ্রহ করার পর আমি ভাইয়ের কেবিনে গেলাম এবং সেখান থেকে মাকে নিয়ে বাজারে চলে আসলাম। মা বাজার থেকে কিছুর কাপড় কিনতে চেয়েছিলেন। বাজারে কিছুক্ষণ হাঁটার পর আমার বেশ খিদে পেয়েছিল। আমি আম্মুকে নিয়ে একটি রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়া শেষে আমরা দু'জনই চা পান করেছিলাম। দুপুরের খাবার খাওয়া শেষে আবার আমরা কাপড় বাজারে চলে আসলাম।

1000022234.jpg

কাপড় বাজার

1000022236.jpg

মা যখন তার পছন্দের কাপড় খুঁজছিলেন আমি তখন দোকানে বসে একটি বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রাম নেয়ার মুহূর্তে এই ছবিটি তুলেছিলাম

বিভিন্ন ধরণের কাপড় আর শীতের কাপড় চোপড় কিনতে গিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা শপিং শেষ করে বাসে করে বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসায় আসার পর আমি ফ্রেশ হই। আমার বেশ খারাপ লাগছিল রাতে। আমি ক্লান্ত অনুভব করছিলাম। আমি তাই অনেক্ষণ বিশ্রাম নিয়েছিলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...