স্টিমিটের বন্ধুরা,
আসসালামু আলাইকুম সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা বর্তমান যুগকে আমরা ডিজিটাল যুগ বলি আর এই সময়ে @aaliarubab একটি প্রতিযোগিতার আয়োজন সত্যিই সবার দৃষ্টি কারবে স্বভাবত কারণে আমার দৃষ্টিকেও কেড়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সময়ের সাথে আমাদের পথ চলাকে আরো শক্তিশালী এবং অর্থবহ করার জন্য।
যেখানেই যাই মোবাইলটি আমার হাতে থাকে এটি আমার একটি জীবনের অংশ এই অংশের ব্যবহার আমি সর্বত্র করার চেষ্টা করি ,আর ছবি তোলা ,হাতের নাগালে ঘটে যাওয়া দৃশ্য বন্দী করি এই মোবাইল ডিভাইসের মাধ্যমে ,স্মৃতিরা হারিয়ে যায় না থেকে যায় আমার মোবাইলে। আমি ছবি তুলতে মোবাইল ডিভাইসকে কাছে পাই ।ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন ভাবে তাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তাদের পছন্দের ছবিটি তুলে আর আমি সর্বদাই আমার হাতে থাকা মোবাইল ফোনটির ব্যবহার করে ছবি তুলতে পছন্দ ও সাছন্দ পাই । আর এই কারণে আমি
✅জীবনে ডিজিটাল ডিভাইস হিসেবে মোবাইলকে ব্যবহার করতে পছন্দ করি (শুধুমাত্র আমার তোলা ছবি)
সকালে ঘুম থেকে উঠে বেড টি গ্রহণের আগে আমাদের যে ডিভাইসটিকে খুঁজে দেখি কটা বেজেছে, কেউ আমাকে কল দিয়েছিল কিনা, কোন মেসেজ আছে কিনা ইত্যাদি ইত্যাদি যেটা আগে কখনো কেউ ভাবতেই পারেনি দৈনন্দিন কর্মে মোবাইল ডিভাইসের কথা বলে শেষ করা যায় না, হ্যালো কোথায় আছো, খবর কি? তোমরা ভালো আছো ,আমাকে কি করতে হবে ইত্যাদি ইত্যাদি মুহূর্তের মধ্যে প্রশ্ন উত্তর আমরা পেয়ে যাই এবং দূরের পথকে দরোজায় নিয়ে এসে দাঁড় করাই। কারো খবর নিতে হবে কাউকে খবর দিতে হবে? ভালো লাগছে না একটু গেম খেলে সময় কাটাই ,মোবাইল ডিভাইস বিনোদনে, কর্মে, ক্রোধে, ভালোবাসায়, স্মৃতিকে ধরে রাখতে ছবি তুলে বা ভিডিও করে রাখতেও প্রয়োজন হয় এই মোবাইল ডিভাইসের। মোবাইল ডিভাইসের অবস্থান যে কতটা প্রয়েজনীয় তা আমাদের সবাইকে বর্তমানে বুঝিয়ে বলার প্রয়োজন নেই।
✅আমি আমার দৈনন্দিন জীবনে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করাকে সবার ঊর্ধ্বে মনে করি।
সবাইকে কাছে রাখতে সবার কাছে থাকতে প্রয়োজন হয় দায়িত্ববোধের। এ দায়িত্ব কে সহোজ থেকে সহজতর করেছে আমাদের ইন্টারনেট ব্যবস্থাপনা। কর্মক্ষেত্রে ইন্টারনেট ছাড়া বর্তমানে চলে না বললেই হয় আমি মোবাইলে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কর্ম ক্ষেত্রেও কম্পিউটারের ব্যবহার করি শুধু কর্মক্ষেত্রেই নয় বাড়িতেও আমি কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার ছাড়া আমার কাজ হয়তো আরো অনেক জটিল হতে পারতো, তাই প্রযুক্তির এ আবিষ্কার কে আমি স্যালুট করি। আমরা যে প্ল্যাটফর্মে আজ কাজ করছি, এমনকি এই এস্টিমেট আমি কম্পিউটারে ব্যবহার করি; আর এই কম্পিউটার ব্যবহারের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের এস্টিমেট বন্ধুদের সাথে আমাদের লেখাকে ভাগ করে নেই আর এই প্রতিযোগিতার আয়োজন তার একটি বাস্তব প্রমাণ হতে পারে।
✅এই ডিভাইসগুলি ব্যবহার করার পরে আমার সুপারিশ
বিজ্ঞানের এই যুগে প্রতিটি জিনিসেরই ব্যবহার সঠিক নিয়মে সঠিক চিন্তাভাবনা করে ব্যবহার করা উচিত কারণ ভালো মন্দ দিকটা থাকে ধরা যাক মোবাইল ফোনের ব্যবহার আমাদের অনেক সময় কে বাঁচিয়ে দিয়েছে তেমনি দীর্ঘক্ষণ এটির ব্যবহার আমাদের মস্তিষ্ক চোখ মেরুদন্ড এবং শারীরিক বিভিন্ন অংশের ক্ষতি সাধন করতে পারে তেমনি ভাবে কম্পিউটারও কিছু সমস্যা সৃষ্টি করতে পারে দীর্ঘক্ষন বসে থাকা কোন ভাবেই একজন সুস্থ মানুষের জন্য উপকার আনতে সক্ষম নয়। নিয়ম মেনে আমাদের সবাইকেই প্রতিটি ডিজিটাল পণ্যের ব্যবহার করা উচিত।
সবাইকে আবারও ধন্যবাদ স্মরণ করিয়ে দিতে চাই ডিজিটাল পণ্য ব্যবহারে সবাই সঠিক নিয়ম নীতি মেনে চলবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
I invite my friends |
---|
https://twitter.com/grammobangla/status/1741793031773413430
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit