আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
প্রথমে আমি ধন্যবাদ জানাই, @nishadi89 ম্যামকে, যে আমাকে এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করেছে। সেই সাথে ধন্যবাদ জানাই, এই কমিউনিটির সকলকে সদস্য এবং এডমিন কে এত সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য।
উপরের এই ছবিটার মধ্যে জীবনের বাস্তবতা লুকিয়ে রয়েছে ! আমি মনে করি, উদাহরণস্বরূপ আমি নিজেই উপস্থিত কবরস্থানে ! এই ছবিটার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি ইহকালে, আর আমার ওপর পাশে ঘুমিয়ে রয়েছে পরকালের মানুষ,
কি অদ্ভুত বিষয় তাই না ! মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায়।
হয়তোবা আমিও একদিন হঠাৎ করে এই পৃথিবীর থেকে চলে যাব।
হয়তোবা কেউ আমার কবরের পাশে এসে ! আমার জন্য দোয়া করবে, আমি সবকিছুই উপলব্ধি করতে পারব, কিন্তু আমাকে কেউ দেখতেও পারবে না, আমার কথা কেউ শুনতে পারবে না। এই কবরই হল আমাদের জীবনের শেষ ঠিকানা !
আমার কাছে মনে হয়; মানুষ দুইটা স্থানেই সবচাইতে বেশি মৃত্যুকে স্মরণ করে থাকে ! প্রথমে হচ্ছে মানুষ যেখানে ইবাদত করে, আমি মুসলমান তাই আমার ইবাদতের স্থান হল; মসজিদে আর অপরদিকে মৃত্যুকে আরেকটি স্থানে সবসময় স্মরণ করি ! যখন আমরা কাউকে কবর দেওয়ার জন্য কবরস্থানে যাই। এই দুইটা স্থানেই মানুষ সবচেয়ে বেশি মৃত্যুকে উপলব্ধি করে।
তাছাড়া, মসজিদে, নামাজ পড়া কিংবা কবরস্থানে গমন, দুটি স্থানই যেন মৃত্যুর অন্বেষা, জীবনের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করে আমাদের।
মৃত্যুর পর, মানুষ যা রেখে যায়, তা তার কর্মের মাধ্যমে চিরকাল বেঁচে থাকে, আর যেভাবে সে পৃথিবীতে জীবন কাটিয়েছে, তা পরকালে তার দৃষ্টিভঙ্গি এবং পরিণতির দিকে প্রতিফলিত হয়।
আমরা সবাই জানি, এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে ! হয়তো কিছু নির্দিষ্ট সময়ের জন্য, আমাদের এই পৃথিবীতে সবার আগমন।
এই পৃথিবীর মায়া জালে আটকে গিয়েছে, তাই আমরা মাঝে- মাঝে ভুলে যাই ! যে আমাদের মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। এই মৃত্যুর যন্ত্রণা, যে কতটুকু ভয়াবহ তা শুধু একজন মৃত্যু পথযাত্রী বুঝতে পারে।
আমাদের সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, যার-যার ধর্ম তারা সঠিকভাবে পালন করুক !কেননা সৃষ্টি কর্তা একজনই ! আমার এই একটি ছবি দিয়ে, সকল মানবজাতির কাছে মেসেজ দিতে চাই। আল্লাহর অনুগত হও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করে না!
আমি আমার আরো তিনটা বন্ধুকে আমন্ত্রণ জানাই,
@rubina203 @sajjadsohan @shuhad
তারা এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Contest link :-
https://steemit.com/hive-180106/@suboohi/contest-alert-1-picture-1-story-week-72
CC :-
@suboohi
@abdullahw2
I am really happy that you accepted my invitation and participated in this contest. You have chosen a really great picture for the contest. You are right, your picture shows us the two worlds of this world and the hereafter. No matter how much we do in life, in the end, we will all definitely have to come to that place. That is how life is. We are born alone. And the same way, we leave this world alone. All the best for contest 💕💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you mam for supporting me 💕🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit