Burnsteem25 Project | | The Diary Game

in hive-180106 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আমি বাংলাদেশ থেকে @saikat01. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি @aaliarubab কর্তৃক আয়োজিত Burnsteem25 Project | | The Diary Game কন্টেস্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।


Picsart_23-07-07_17-12-37-645.jpg

একটি ফুল

গতকাল সকালে ঘুম থেকে উঠলাম সকাল ৬টার সময়। আমার আব্বু এসে ডেকে তুললেন আমাকে। ডেকে তোলার পর আমার বড় আব্বুর বাড়ি থেকে ওজন মাপার মেশিনটা আনতে বললেন। ওজন মাপার মেশিনটা নিয়ে আসলাম। আমার আব্বু ৪ বস্তা আলু বিক্রি করবে। আলু কেনার জন্য লোক এসেছে বাড়িতে। তাকে আলুগুলো মেপে দেয়ার জন্যই মেশিনটা এনেছিলাম। প্রতিটি বস্তায় ৬১ কেজি করে আলু ছিলো। প্রতি কেজি আলু ৪০ টাকা দরে ৪ বস্তা আলু বিক্রি করলো। স্টিম এর হিসাবে এক কেজি আলুর দাম ২ স্টিম আর এক বস্তা আলুর দাম ১২২ স্টিম। আলু বিক্রি করার পর ব্যবসায়ী আলুগুলো একটি ভ্যানে করে নিয়ে গেলো। তারপর আমি ফ্রেস হয়ে সকালের নাস্তা করে নিলাম। নাস্তা করার পর মোবাইল নিয়ে একটু বাইরে গেলাম।


Picsart_23-07-07_17-13-26-527.jpg

গ্রামের ছেলেরা ফ্রি ফায়ার খেলছে।

বাইরে গিয়ে কিছুক্ষন মোবাইলে গেম খেললাম। গেম খেলার পর বাড়িতে ফিরে এসে ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বাইরে গেলাম। বাইরে গিয়ে এলাকার সব ছেলেরা মিলে একসাথে বসে ফ্রি ফায়ার খেলা শুরু করে দিলাম। প্রায় ১০-১২ জন ছেলে একসাথে বসে ফ্রি ফায়ার খেলেচজি। ফ্রি ফায়ার খেলতে খেলতে দুপুর হয়ে গেলো। দুপুরে বাড়িতে ফিরে এসে গোসল করে নিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেয়ার পর টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। বিকাল ৫টার সময় এলাকার এক ছোটো ভাইয়ের ফোনে আমার ঘুমটা ভাঙলো। বিকাল বেলা নাকি পাশের গ্রাম রামনাথপুরের সাথে ফুটবল খেলা আছে। তাই ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে কিছু খেয়ে নিলাম। তারপর ফুটবল খেলার জন্য ভিতরে একটা হাফ প্যান্ট পড়ে মাঠে চলে গেলাম।


Picsart_23-07-07_17-15-03-968.jpg
Picsart_23-07-07_17-13-56-877.jpg
Picsart_23-07-07_17-14-11-201.jpg

মাঠে বসে খেলা দেখছি

মাঠে গিয়ে দেখি রামনাথপুরের সব খেলোয়াড় চলে এসেছে। কিন্তু আমাদের গ্রামের ছোটো ছেলেরা বল নিয়ে এসেছে। আমাদের খেলোয়াড়েরা সবাই এখনো আসে নি। ছোটোদের সাথে বল পাসিং খেলতে খেলতে আমাদের বাকি খেলোয়াড়েরা এসে গেলো তারপর ১৫ মিনিটের মধ্যেই খেলা শুরু হয়ে গেলো। আমাদের খেলা হচ্ছিলো ২০০০ টাকা করে স্টিমের হিসাবে যার পরিমান ১০০ স্টিম। ২০ মিনিট করে মোট ৪০ মিনিটের খেলায় আমরা ২-০ গোলে জয়লাভ করি এবং খেলা শেষে আমার রামনাথপুরের বন্ধুদের সাথে একটু কথা বলি। তারপর বাড়ি এসে আবার গোসল করে নিলাম। গোসল করে আবারো জমির হাটের মাঠে চলে গেলাম। সেখানে আমার বন্ধু সোহাগ, আল-আমিন ও তাজউদ্দীন আমার জন্য অপেক্ষা করছিলো।


Picsart_23-07-07_17-15-38-478.jpg

রাতে কয়েকটি লাইটের সাথে ফটোগ্রাফি

আমাদের খেলা শেষ হওয়ার পর অন্য দলের আরেকটি খেলা শুরু হয়েছিলো। ৪ বন্ধু মিলে বসে বসে সেই খেলাটি উপভোগ করলাম। খেলা দেখা শেষ করে চলে গেলাম বাজারে আমাদের ছোটোবেলার বন্ধু সাইদুলের দোকানে। সাইদুলের দোকানে গিয়ে বুট মুড়ি খেয়ে এক কাপ করে চা খেলাম। তারপর সবাই যে যার বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে এসে ফ্রেস হয়ে একটু পড়তে বসলাম। বই পড়ার পর রাত ৯:৩০ আ রাতের খাবার খেয়ে নিলাম। তারপর মোবাইলটা হাতে নিয়ে অনলাইনে বন্ধুদের সাথে চ্যাটিং করলাম। চ্যাটিং করার পর রাত ১১ টার সময় মশারী টাঙিয়ে শুয়ে পড়লাম।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। সবগুলো ছবিই স্যামসাং গ্যালাক্সি এ ১৩ দিয়ে তোলা হয়েছে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য @etette, @saku49539 এবং @moyeon কে আমন্ত্রণ যানাচ্ছি।

ধন্যবাদ সবাইকে
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Thanks a lot saikat for mentioning me my dear .
I must you and your friend are looking quite handsome in photos 📸 .