My grandmother's house has banana and papaya trees / আমার নানির বাসায় কলা এবং পেঁপের গাছ রয়েছে

in hive-180821 •  3 years ago  (edited)


ENGLISH



Fruit Gardening



Hello friends, I hope everyone is well. I will present to you a beautiful garden travel story. Many fruit trees can be seen in the garden in the rural environment. Among them, today I will show you some beautiful pictures by showing banana and papaya trees. A few days ago I went to visit my grandmother's house. They have a garden. There are papaya trees and banana trees.

20210917_132625.jpg

My grandmother sent us home when the fruit was high. Vegetables are cooked with them. Vegetables are cooked with papaya and vegetables with banana. If these are ripe then they can be eaten directly.

20210917_132756.jpg

There are two types of papaya trees. A papaya looks round. Another type of papaya is tall. The longest papaya tastes very ripe when ripe and reddish in color.

20210917_132755_0_.jpg

There are lots of papaya trees here. But the people in my grandmother's house do not market these papayas. They eat with everyone in the family. If you sell it, you will be able to earn a lot of money from here. But there are no such positions and they do not sell them

I will present you some pictures of banana trees.

20220214_151739.jpg

Banana is a very beneficial fruit in human body and if it is raw then cooking curry with raw banana can get rid of various problems of the body so banana is rich in potassium, vitamin B and C. So people can get rid of various diseases by eating banana.

20220214_151740.jpg

I will take bananas and papayas when I leave my grandmother's house today. Curry will be cooked with banana and papaya. My mother loves banana and papaya curry. But I don't like that I just love to eat these fruits ripe.

20220214_151747.jpg

I wrote about beautiful gardens and fruits from my grandmother's house among you. I will write again later. Stay well, stay healthy. Assalamu Alaikum.



বাংলা



ফল বাগান



হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আপনাদের মাঝে সুন্দর একটি বাগান ভ্রমণ গল্প উপস্থাপন করব। গ্রাম্য পরিবেশে বাগানে অনেক ফলের গাছ দেখা যায় তারমধ্যে আমি আজকে কলা এবং পেঁপের গাছ দেখিয়ে আপনাদের মাঝে সুন্দর কয়েকটি ছবি উপস্থাপন করবো। কয়েকদিন আগে আমার নানির বাসায় বেড়াতে গিয়েছিলাম। তাদের একটি বাগান আছে। সেখানে পেঁপের গাছ এবং কলার গাছ রয়েছে।

20210917_132625.jpg

আমার নানির বাসায় যখন ফল বেশি হয় তখন আমাদের বাসায় পাঠিয়ে দেয়। সেগুলো দিয়ে সবজি রান্না করা হয়। পেঁপে দিয়ে সবজি এবং কলা দিয়ে সবজি রান্না করা হয়। যদি এগুলো পাকা হয়ে যায় তাহলে সরাসরি খাওয়া যায়।

20210917_132756.jpg

এখানে দুই ধরনের পেঁপের গাছ আছে। একটা পেঁপে দেখতে গোলাকার লাগে। আর এক ধরনের পেঁপের লম্বা হয়। সবচেয়ে বেশি লম্বা পেঁপে যখন পাকা এবং লালচে কালার হয় তখন খুব স্বাদ লাগে।

20210917_132755_0_.jpg

এখানে প্রচুর পেঁপের গাছ রয়েছে। কিন্তু আমার নানির বাসার মানুষেরা এগুলো পেঁপে বাজারজাত করে না। পরিবারের মধ্যে সবাইকে দিয়ে তারা খায়। যদি বিক্রি করে তাহলে এখান থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারবে। কিন্তু সেরকম পজিশন নেই এবং তারা সেগুলি বিক্রয় করে না

আমি আপনাদের মাঝে কিছু কলার গাছের ছবি উপস্থাপন করব।

20220214_151739.jpg

কলা মানব শরীরে খুব উপকারী একটি ফল এবং যদি কাঁচা থাকে তাহলে কাঁচা কলা দিয়ে তরকারি রান্না করলে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন বি ও সি আছে। তাই বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ করতে পারে মানুষ কলা খাওয়ার জন্য।

20220214_151740.jpg

আমি আজকে আমার নানীর বাসা থেকে যাবার সময় কলা এবং পেঁপে নিয়ে যাব। কলা ও পেঁপে দিয়ে তরকারি রান্না করা হবে। আমার আম্মা কলা এবং পেঁপের তরকারি খুবই পছন্দ করে। কিন্তু আমি পছন্দ করিনা আমি শুধু এই ফলগুলো পাকা খেতে ভালবাসি।

20220214_151747.jpg

আপনাদের মাঝে আমার নানীর বাসা থেকে সুন্দর বাগান এবং ফল সম্পর্কে লিখলাম। পরবর্তীতে আবার লিখব সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This image shows how beautiful nature is
And your garden looks very healthy with so many green grasses

Thank you.

Your welcome

I loved going to my grandmother's house, she always gave me some fruit from her harvest and I played around them, thanks for posting, it brought me many memories. Greetings.

Thank you so much.

পেপে গাছে তো অনেক পেঁপেই ধরছে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। এগিয়ে সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ।

ধন্যবাদ।

Thank you very much fro your beautiful post!
#club5050

club75 please.

Beautiful post

Thank you

welcome