বিসমিল্লাহির রাহমানির রাহিম।
হ্যালো বন্ধুরা। আশা করি সবাই অনেক ভালো আছেন। কমিউনিটির সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগ শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের মাঝে নতুন আঙ্গিকে নতুন এক ব্লক নিয়ে হাজির হয়েছি।
আজকের ব্লকটি ফুল সন্ধ্যামালতি বা টাইম ফুলকে নিয়ে।এই ফুলের নাম সবাই কম বেশি শুনেছে।
সন্ধ্যামালতি ফুল ঠিক প্রতিদিন সন্ধ্যায় ফোটে। ১দিন পর পর অর্থ্যৎ পরের সন্ধ্যা আসলে আবার নতুন ফুল জন্ম নেয়। সন্ধ্যামালতি ফুল মূলত শুধু সৌন্দর্য বর্ধন করে। এই ফুল শুধু একটা রঙ হয়ে থাকে,তা হলো বেগুনি এবং এদের পাতাগুলো সবুজ বর্ণের হয়ে থাকে।
এই ফুলের গাছ বাসাবাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়ে থাকে। আমার এই ফুল অনেক সময় ঝোপের পাশে ও দেখা যায়। ফুল সৌন্দর্যের প্রতীক এবং ভালোবাসার প্রতীক। এইফুলের সৌন্দর্য অনেক বেশি এজন্যই এই ফুল মানুষের দৃষ্টিকে অনেক আকর্ষণ করে। বাইরে থেকে এই ফুলগুলো দেখলে মনের ভেতর একটা অন্যরকম শান্তি মিলে।
ফুলের প্রতি ভালোবাসা থেকে আমি এইফুলের কিছু ছবি তুলেছি যা আপনাদের কাছে তুলে ধরলাম। আশাকরি এই ছবিগুলো আপনার অনেক ভালো লাগবে এবং আপনাদের মন মুগ্ধ করবে।
আজকে এই পর্যন্ত । আগামীতে আবারও নতুন কোনো ফুল নিয়ে হাজির হবো আপনাদের সামনে।ততক্ষণ সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।