Cooking Contest Week1: My Cooking Skills.

in hive-183369 •  7 months ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আমি @rumanaafroz, বাংলাদেশ থেকে.

প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা যে যার জায়গা থেকে মহান সৃষ্টি কর্তার অসীম কৃপায় ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমিও সেই পবিত্র শ্রষ্ঠার রহমতে আমার ছোট্ট পরিবার টিকে নিয়ে খুবই আনন্দে দিন কাটাচ্ছি।আমি আজ প্রথম এই কমিউনিটি তে পোষ্ট করতে এলাম।হঠাৎ ঘুরতে ঘুরতে এই কমিউনিটি এবং এই কনটেস্ট টি আজ আমাট নজরে পড়লো।তাই এখানে একটি রেসিপি পো শেয়ার করতে মন চাইল।
আমি আজ @solaymann স্যারের আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা তালের বড়া পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম।এখন অবশ্য তালের সিজন নয়।যখন তালের সিজন ছিল তখন আমি এই তাল ফ্রীজে রেখে দিয়েছিলাম। আমার মেয়ে তালের পিঠা খেতে খুবই পছন্দ করে। এজন্য আমি অনেকটা পাকা তাল গলিয়ে ফ্রীজে রেখে দেই।

IMG20240419205347.jpg

IMG20240419205317.jpg

আমার এই তালের পিঠার রেসিপির জন্য যে যে উপকরণ গুলো লাগছে সেগুলো হলো;
💠 গেলে রাখা তরল তাল
💠 চিনি পরিমাণ মত
💠 লবণ পরিমাণ মত
💠 আটা ১ কাপ
💠 আতপ চালের গুড়া ২ কাপ
💠 তেল প্রয়োজন অনুযায়ী

১ম ধাপ

প্রথম ধাপে আমি ফ্রীজ থেকে তাল বের করে তরল করে নিলাম।

IMG20240419175858.jpg

২য় ধাপ

এই ধাপে আমি দিলাম গমের প্যাকেট আটা পিঠাটি নরম হওয়ার জন্য।কিছু কিছু পিঠার ভেতর গমের প্যাকেটজাত আটা দিলে সুন্দর নরম হয়।

IMG20240419175947.jpg

৩য় ধাপ

এই ধাপে আমি আতপ চালের গুড়া ২ কাপ সব দিয়ে দিলাম।

IMG20240419175935.jpg

৪র্থ ধাপ

এবারের ধাপে মিষ্টিতে হাল্কা একটু লবণ না দিলে আমার ভাল লাগে না।তাই এই ধাপে আমি পরিমাণ মত লবণ দিয়ে দিলাম।

IMG20240419180049.jpg

৫ম ধাপ

৫ম ধাপে তরল তালে চাহিদা অনুযায়ী চিনি দিলাম।অনেকে কম মিষ্টি পছন্দ করে আবার অনেকে বেশি মিষ্টি পছন্দ করে।তাই চাহিদা অনুযায়ী দিতে হবে।

IMG20240419180026.jpg

৬ষ্ঠ ধাপ

এই ধাপে আমি সব উপকরণ গুলো এক সাথে মাখিয়ে হাত দিয়ে ৭ মিনিটের মত সময় ধরে ফেনাতে লাগলাম।এর মাধ্যমে পুরটা পাতলা হয় এবং ফোলে ভাল।

IMG20240419180013.jpg

IMG20240419180316.jpg

IMG20240419180833.jpg

৭ম ধাপ

এই পর্বে আমি একটি কড়াইতে তেল দিলাম প্রয়োজন অনুযায়ী।

IMG20240419192614.jpg

৮ম ধাপ

এবারে আমি তেল ৫ মিনট গরম করে নিয়ে সেই তেলের ভেতর হাত মুঠ করে ছোট ছোট বড়া কেটে তেলে দিতে থাকলাম।

IMG20240419192732.jpg

IMG20240419193847.jpg

৯ম ধাপ

এই ধাপে পিঠা গুলো লো আঁচে উপর পিঠ এবং নিচের পিঠ লালচে করে ভেজে নিলাম।

IMG20240419194247.jpg

IMG20240419194252.jpg

IMG20240419205328.jpg

IMG20240419200040.jpg

আমি আমার পরিবারের জন্য এভাবেই তালের পিঠা বানিয়ে তাদেরকে খেতে দেই।আমার বাসার সকলে গরম গরম তালের পিঠা খেতে খুবই পছন্দ করে। আর আমারও ওদের মুখে হাসি দেখতে খুব বাল লাগে তাই কোন রকম আলসেমি না করে যকন সময় পায় তখনই বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়াতে আমার পিঠা বানাতে খুবই ভাল লাগে।এই ভাল লাগার জায়গা থেকে আমি সব সময় নিঃস্বার্থ ভালোবাসা থেকে তাদেরকে অটুট বন্ধনে বেঁধে রাখি।
ধন্যবাদ সকলকে আমার রেসিপিটি ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করার জন্য।

আমি এই প্রতিযোগিতা আমন্ত্রণ জানাতে চাই
@maulidar
@chefdanieand এবং
@mariarodriguez
বন্ধুদের

প্রিয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে দেখার জন্য।

Best regards
@rumanaafroz

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

TEAM 3
¡Congratulations! This post has been upvoted through -steemcurator06.
We support quality posts anywhere and with any tags.

Curate posts.jpg

Curated by : @solaymann

Thanks sir,
To support. Have a nice day.🌹🌹

This snack looks so yummy. It's called puff puff in my country and it's usually very delicious. Weldone for showing us the steps to make it