আমার স্বাধীনতা -আমার দেশ

in hive-185836 •  2 years ago 

ছবির উৎস: Unsplash.com

ওদের হাতে স্বাধীনতার পতাকা-
মুখে ওদের ভাষার-ভাষা,
ওরা বলে-এনেছে ওরা স্বাধীনতার সূর্য-,
ওরা বলে-ভুলে যেও না তোমরা স্বাধীনতার উছিষ্ট।

বলে ওরা-
‘স্বাধীনতার প্রদীপ জ্বেলেছি-আমরা,
সাজানো সমাজ-আমাদের সুরে।
দেশ হবে-আমাদের আলোতে,
আমরা দিয়েছি স্বাধীনতার ডাক,
জানা যদি না থাকে- জেনে রেখ তবে,
তোমরা স্বাধীনতার উছিষ্ট।

ওরা বলে-
দিয়েছি আমরা-ভাষার কথা,
অনাথ মুখে বিদ্রোহের রক্ত-
তোমরা তখন ধর্মের দুপুরে,
নও যদি এ সুরে-তবে শত্রু তোমরা এ দেশের’।

বলা হয় না আমাদের,
আমরা ও ছিলাম স্বাধীনতার ডাকে,
আমরা ও ভেঙ্গেছি অত্যাচারীর দুর্গ,
তবুও যে আমরা স্বাধীনতার উছিষ্ট।

রাজনীতির ভাঙ্গা দুপুরে-
ঠেলে দেওয়া আমরা বিভেদের দেশে-
আমরাও খুজি একই ভাষা্য-
রুপকথার হারানো মায়ের পুরোনো সে দেশ।

This was posted using Serey.io cross platform posting.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!