ধন সম্পদ।
মানুষ বেচে থাকার জন্য ধন সম্পদ এর অনেক প্রয়োজন। ধন সম্পদ ছাড়া মানুষের জীবন টা হয় ধূসর মরুভূমির মতো। কেউ থাকে ১০ তলায়, আর কেউ থাকে গাছ তলায়। এটা অর্থনৈতিক বৈষম্যতার কারণেই হয়ে থাকে।
যার অঢেল টাকা পয়সা থাকে, তার কোন অভাব থাকে না। বাড়ি, গাড়ি এবং নারী সবই থাকে তার।
আর যার নেই সে কিভাবে থাকে, সেটা পথে ঘাটে গেলেই দেখা যায়। এমনও দিন যায় দিনে এক বেলা খাবারও জুটে না তার কপালে।
অর্থনৈতি এমনই একটা বাস্তবিক রূপরেখা। এই অর্থনৈতি নিয়েই আজ আমার কিছু অনূভুতি তুলে ধরব।
আমাদের জন্মের পর থেকেই পরিবেশ ও পরিস্থিতি আমাদের আভাস দিয়ে যায় যে, আমাদের টাকা পয়সা লাগবে। যা করি সব কিছুতেই অর্থনৈতিক বিষয়টি থাকে। তাই অর্থ ছাড়া জীবন আমার নিরার্থ।
তাই এর পিছনে সবাই ছুটে চলে। বড় হওয়ার আগ পর্যন্ত সব কিছু দায়ভার থাকে মা-বাবার উপর। বড় হয়ে যেন সবাই নিজ পায়ে দাঁড়াতে পারে, তার জন্য অনেকেই অনেক কিছু বেচে নেয়। কেউ চাকরি করতে উচ্চ শিক্ষার জন্য স্কুলে ভর্তি হয়। কেউ পড়াশোনা না করেই সরাসরি কোন কর্মে লেগে যায়।
এভাবেই শুরু হয় সবারই পথযাত্রা।
কিন্তু কোন একদিন পরন্তু বিকালে কোথাও যাচ্ছিলাম,
সেদিন হঠাৎ করে এক অনূভুতি আমাকে নারা দিয়ে যায়।
অনূভুতির আগে আমি আমার স্টোরি টা তুলে ধরি।
আমি একটি পিকাপ গাড়িতে উঠি, কোন সিট না পেয়ে দাড়িয়েই যাচ্ছিলাম।
কিছু পথ অতিক্রম করার পর কানে আওয়াজ আসে সবাই ভাড়া বের করেন, আমি পকেট থেকে ৫ টাকা বের করে তার হাতে তুলে দিলাম। যাচ্ছিলাম ঢাকা যাত্রাবাড়ী থেকে সানারপার।
যেই মাত্র টাকাটা তার হাতে দিলাম তখনই আমাকে সেই অনূভুতি টা আমাকে নারা দিলো।
এই টাকা কি তাহলে আমার না? এতো কস্ট করে টাকা ইনকাম করি, আবার কোন কাজ বা কিছু করতে গেলে সেটা অন্যকে দিয়ে দিতে হয়? কেন? কেন?
যখনই এটা ভাবছিলাম তখনই আরেকটি চিন্তা আমাকে নারা দেয় সেম ভাবে, তো নিজের নামে জমি-জামাও একদিন অন্যকে দিয়ে দিতে হয়। কেন? কেন?
এভাবে আমাকে চিন্তাগুলো খুরে খুরে খায়। কারণ এটার মালিক তো আমি। এটা অন্যকে কেন দিয়ে দিতে হয়?
মালিকানা তো তাকেই বলে যেটা কখনো অন্যকে দিতে বাধ্য না। কিন্তু এখানে সব দিতে বাধ্য।
কারণ তার গাড়ি দিয়ে যাচ্ছি তার ভাড়ার সে প্রাপ্য।
আমার জমি-জামা, আমি মরে গেলে অন্যকে দিতে বাধ্য।
এর উত্তর অনেক দিন পরে খুজে পাই, এই দুনিয়ায় আসলে মালিকানা বলতে কিছু নাই। আমরা শুধু কিছু দিন উপভোগ করি।
মালিক শুধু একজনই, যার কোন মালিকানা কোন দিন শেষ হবে না। তিনি হলেন চিরঞ্জীব মহান আল্লাহ তা'আলা।
তাহলে প্রশ্ন আসে এসব কিছু তাহলে কেন আমাদের ভোগ করতে দেন?
এর উত্তর শুধু পরীক্ষার জন্য।
আপনার পোস্টের লেখাগুলো মোটামুটি ঠিক ছিল, কিন্তু আপনি কোন ছবির সোর্স উল্লেখ করেননি। বাইরে থেকে ছবি নিলে অবশ্যই সেটা কপিরাইট ফ্রি সাইট থেকে ডাউনলোড করতে হবে এবং তার যথাযথ সোর্স উল্লেখ করতে হবে।
বুঝতে না পারলে গ্রুপে নক দিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাট পোস্ট খুবই ভালো ছিলো। কিন্তুু আপনি যে ছবিগুলো ব্যাবহার করেছেন এগুলো কপিরাইট ছবি। সামনের সময়গুলোতে আর এরকম কপিরাইট ছবি ব্যাবহার করবেন না। আপনি ডিসকোর্ড সাপোর্ট গ্রুপে আমাকে মেনশন করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি খুব সুন্দর হয়েছে। শুধু একটাই প্রব্লেম আপনি কপিরাইট ইমেজ ব্যাবহার করেছেন । ওটা বাদে সব ঠিক আছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমদাদ ভাই ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর লেখা। একটু বানান ভুল আছে। আশা করি শুধরে নেবেন। আবারও ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লিখেছেন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাল হয়েছে পোস্ট টা ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আরও যেন ভালো হয় সে জন্যে দোওয়া চাই।🤲
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit